You are currently viewing প্রশ্নত্তোরে সাহিত্যের রূপরীতি ||

প্রশ্নত্তোরে সাহিত্যের রূপরীতি ||

Tags: ((মেলোড্রামা কাকে বলে, ট্রাজেডির সঙ্গে মেলোড্রামা পার্থক্য, প্রবন্ধ কাকে বলে, বাংলা সাহিত্যে কোথায় প্রথম প্রবন্ধ’কথাটি পাওয়া যায়, চেতনাপ্রবাহরীতির উপন্যাস কাকে বলে, গীতিকাব্য ও আখ্যানকাব্যের পার্থক্য, রবীন্দ্রনাথের দুটি অতিপ্রাকৃত ছোটোগল্পের নাম, ট্রাজেডি ও মহাকাব্যের পার্থক্য, গদ্য কবিতা কাকে বলে, রবীন্দ্রনাথের প্রথম গদ্যকাব্য কোনটি, ))

প্রশ্নোত্তরে সাহিত্যের রূপরীতি | সমগ্র বিষয়-এর SAQ প্র্যাকটিস ।

উত্তরপত্র

১। মেলোড্রামা কাকে বলে ? ট্রাজেডির সঙ্গে এর দুটি পার্থক্য লিখুন । ১+১=২

উত্তরঃ মেলোড্রামাঃ ‘Melodrama” শব্দটির উৎস গ্রিক শব্দ ‘Melos’ ।
নাটকে যখন তার দ্বন্দ্ব অতিরঞ্জিত হয়,ঘটনা হয় অস্বাভাবিক,আকস্মিক কোনো উত্তেজনা সৃষ্টি করাই নাটকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তাকে মেলোড্রামা বলে।
যেমনঃ রবীন্দ্রনাথের ‘রাজা ও রানী’।

ট্রাজেডির সঙ্গে মেলোড্রামার পার্থক্যঃ

ক। ট্রাজেডিতে নায়কের পতন ও বিপর্যয় দেখে দর্শকের মনে জন্ম দেয় ট্রাজিক বেদনা।
মেলোড্রামায় সেই ট্রাজিক বেদনা আবেগের তরল্যে তরলায়িত হয়ে পড়ে।
খ। ট্রাজেডিতে থাকে চরিত্রের গাম্ভীর্য, পপরিস্থিতির গভীরতা।
কিন্তু মেলোড্রামায় নাট্যকারের নিয়ন্ত্রনের অভাবে তা শিথিল ও ভারসাম্যহীন হয়ে পড়ে।
গ। অনেকের মতে ট্রাজেডি রচনা ব্যর্থ হলে তা মেলোড্রামা হয়ে ওঠে।

২। প্রবন্ধ কাকে বলে ? বাংলা সাহিত্যে কোথায় প্রথম ‘প্রবন্ধ’ কথাটি পাওয়া যায় ? ১+১=২

উত্তরঃ প্রবন্ধঃ যে গদ্য রচনায় তথ্য ও যুক্তির পারম্পর্য, বক্তব্যের ঋজুতা,আদি-মধ্য-অন্ত্য এর সুশৃঙ্খল বন্ধন থাকে তাকে প্রবন্ধ বলে।

বাংলা সাহিত্যে প্রথম প্রবন্ধ কথাটি পাওয়া যায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে ।

৩। চেতনাপ্রবাহরীতির উপন্যাস কাকে বলে ? বাংলা সাহিত্যে চারটি এই জাতীয় উপন্যাসের উদাহরণ দিন। ১+১=২

উত্তরঃ

চেতনাপ্রবাহ রীতির উপন্যাসঃ
যে উপন্যাসে মানুষের মনোলোকে বর্তমানের অভিজ্ঞতা, অতিতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা একসঙ্গে প্রবাহিত হয়। সেই জাতীয় উপন্যাসকে চেতনাপ্রবাহ রীতির উপন্যাস বলে।

বাংলা সাহিত্যে চারটি চেতনাপ্রবাহ রীতির উপন্যাস হলঃ-

i) অন্তঃশীলা- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

ii) প্রজাপতি- সমরেশ বসু

iii) একদা- গোপাল হালদার

iv) জাগরী– সতীনাথ ভাদুড়ী

৪। কোনগুলি কী জাতীয় প্রবন্ধ লিখুনঃ সাহিত্যের পথে , প্রভাবতী সম্ভাষণ ,ছেলেবেলা, লোকরহস্য । ১/২x৪ =২

উত্তরঃ

i)সাহিত্যের পথে– বস্তুগত প্রবন্ধ

ii) প্রভাবতী সম্ভাষণ — ব্যক্তিগত প্রবন্ধ

iii) ছেলেবেলা –ব্যক্তিগত প্রবন্ধ

iv) লোকরহস্য–ব্যক্তিগত প্রবন্ধ

সাহিত্যের রূপ-রীতি নাট্য সাহিত্যের প্রশ্নোত্তর দেখে রাখুন

৫। দুটি উদাহরণ দিয়ে গীতিকাব্য ও আখ্যানকাব্যের পার্থক্য লিখুন । ২

উত্তরঃ

গীতিকাব্য ও আখ্যানকাব্যের পার্থক্যঃ

ক। গীতিকাব্যে কবি একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতি
এক সাবলীল ও আন্তরিক গীতিপ্রবন ভাষায় ব্যক্ত করেন।
অন্যদিকে আখ্যাকাব্যে কবি প্রচলিত লোককাহিনীকে প্রকাশ করেন।

খ। গীতিকাব্যে সুরের আবহ ও সংগীতের প্রাধান্য লক্ষ্য করা যায়।
কিন্তু আখ্যান কাব্যে তা সচরাচর লক্ষ্য করা যায় না।

গ। গীতিকাব্যের আয়তন আখ্যানকাব্যের তুলনায় ছোট হয়।

৬। উদাহরণ দিনঃ ডায়রি জাতীয় রচনা, বড় গল্প, একাঙ্ক নাটক, সামাজিক উপন্যাস১/২x৪ =২

উত্তরঃ

ডায়েরি জাতীয় রচনাঃ রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’

বড়গল্পঃ শরৎচন্দ্রের ‘রামের সুমতি ।
একাঙ্ক নাটকঃ মন্মথ রায়ের ‘কষ্টিপাথর’।
সামাজিক উপন্যাসঃ শরৎচন্দ্রের ” পল্লীসমাজ” ।

৭। রবীন্দ্রনাথের দুটি কাব্যধর্মী ও দুটি অতিপ্রাকৃত ছোটোগল্পের নাম লিখুন। ১+১=২

উত্তরঃ রবীন্দ্রনাথের দুটি কাব্যধর্মী ছোটগল্পঃ
ক। একরাত্রি
খ। সুভা

রবীন্দ্রনাথের দুটি অতিপ্রাকৃত ছোট গল্পঃ
ক। নিশীথে।
খ। ক্ষুধিতপাষাণ

৮। উপন্যাসগুলি কী জাতীয় তা রচয়িতার নামসহ লিখুনঃ ‘ঢোড়াই চরিত মানস’, ‘পথের দাবী’, ‘লৌহকপাট’, ‘ডানা ‘। ২

উত্তরঃ

উপন্যাস – কি জাতীয় – রচয়িতা

i)’ঢোড়াই চরিত মানস’ – আঞ্চলিক উপন্যাস – সতীনাথ ভাদুড়ী
ii)’পথের দাবী’ – রাজনৈতিক উপন্যাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
iii) লৌহ-কপাট’ – কারা উপন্যাস – জরাসন্ধ
iv) ডানা – কাব্যধর্মী উপন্যাস – বনফুল
৯। ট্রাজেডি ও মহাকাব্যের চারটি পার্থক্য লিখুন। ২

উত্তরঃ

ট্রাজেডি ও মহাকাব্যের পার্থক্যঃ
ক। ট্রাজেডির কাহিনি ব্যক্তিকেন্দ্রিক রচনা অন্যদিকে মহাকাব্যের কাহিনি গোষ্টিকেন্দ্রিক রচনা।
খ। ট্রাজেডির কাহিনি বিয়োগাত্মক কিন্তু মহাকাব্যের কাহিনি মিলনান্তক।
গ। ট্রাজেডিতে ব্যক্তির পতন বর্ণিত হয় আর মহাকাব্যে জাতির সংবর্তনের ইতিহাস বর্ণিত হয়।
ঘ। ট্রাজেডির রস বীভৎস রস। আর মহাকাব্যের রস বীর রস।

১০। গদ্য কবিতা কাকে বলে ? । রবীন্দ্রনাথের প্রথম গদ্যকাব্য কোনটি ? ১+১=২

উত্তরঃ গদ্যকবিতাঃ গদ্যছন্দে রচিত কবিতাকে গদ্যকবিতা বলে। অন্য কথায় পদ্য ও গদ্যের সংমিশ্রত উৎকৃষ্ট জাতীয় কবিতার নাম গদ্য কবিতা। প্রকৃতির বাস্তবতার কাব্যিক ব্যঞ্জনার নাম গদ্য কবিতা।

রবীন্দ্রনাথের প্রথম গদ্য কাব্যঃ ‘পুনশ্চ’ (১৯৩৩ ) ।

XXXXXXXXXXXXXXXXX

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

Leave a Reply