You are currently viewing বাংলা গদ্যের বিকাশ ( প্রাগবঙ্কিম পর্ব)

বাংলা গদ্যের বিকাশ ( প্রাগবঙ্কিম পর্ব)

এসো , তাহলে শুরু করি বাংলা গদ্যের বিকাশ ( প্রাগবঙ্কিম পর্ব) – এর SAQ প্র্যাকটিস ।

পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।

প্রশ্নপত্র

১। উনবিংশ শতকে বাংলা গদ্যের দ্রুত বিকাশের কারণগুলি কী কী ?

২। বাংলা গদ্যের আদিমতম নিদর্শন কোনটি ? এটি কে , কবে , কাকে লিখেছিলেন ?

৩। বাংলা গদ্যে লেখা এবং বাংলা হরফে ছাপা প্রথম মৌলিক গ্রন্থ কোনটি ? কার লেখা ? কবে , কোথা থেকে মূদ্রিত হয় ?

৪। বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান অনধিক চল্লিশটি শব্দে লিখুন। ২

৫। ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা রচিত যে কোনো চারটি গ্রন্থের নাম, রচয়িতার নাম প্রকাশকাল সহ লিখুন

৬। ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশিত হয় ? ‘ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা ‘ কার রচনা ? ?

৭। গ্রন্থগুলির রচয়িতার নাম ও প্রকাশকাল লিখুনঃ “ফুল মণি ও করুণার বিবরণ, ”ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় ”, ব্রাহ্মধর্ম, ” স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস” । ১+১=২

৮। ”সোনার কাঠি রূপার কাঠি” (১৮৮৫), ‘সোনায় সোহাগা ”(১৮৮৫), ”আর্যামি এবং সাহেবিয়ানা— কার কার রচনা ? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখার নাম করুন। । ২

৯। ‘মদ খাওয়া বড় দায়জাত থাকার কি উপায়কার লেখা ? তাঁর লেখা আরো দুটি গ্রন্থের নাম প্রকাশকাল সহ লিখুন। ২

১০। রামমোহন ও বিদ্যাসাগরের দুটি ক’রে প্রবন্ধের নাম ও প্রকাশকাল লিখুন। ১+১=২

XXXXXXXXXXXXXXXXX

উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇

(উত্তরপত্র)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

Leave a Reply