You are currently viewing সমাস-৩ || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট ০৩

সমাস-৩ || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট ০৩

ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট ০৩ , MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে সমাস , সমাস বিষয়ে দশম শ্রেণির বাংলা ব্যাকরণ , class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য সমাস কত প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি।

এসো , তাহলে শুরু করি সমাস এর MCQ প্র্যাকটিস । সেট- ০৩

বিষয়ঃ সমাস           পূর্ণমানঃ ২৫           সময়ঃ ২৫ মিনিট

তোমার নির্ধারিত সময় শেষ ।

উত্তর দেখে নাও ।


Created by KishoreStudy

বাংলা ব্যাকরণ

সমাস SET-3

1 / 25

  পদ্মনাভ - এর ব্যাসবাক্য হল -

2 / 25

ধর্মঘট, পলান্ন, শহীদ-দিবস, পেশকার -- এগুলির মধ্যে কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ নয় ?

3 / 25

আসমুদ্রহিমাচল - এটি কোন ধরনের সমাস ?

4 / 25

যূপকাষ্ঠ  শব্দটি কোন সমাসের উদাহরণ ?

5 / 25

'সমাস ' শব্দের আভিধানিক অর্থ কী ?

6 / 25

মহা যে সমুদ্র = মহাসমুদ্র  কোন সমাসের দৃষ্টান্ত ?

7 / 25

সাধারণ ধর্ম উপস্থিত থাকে যে কর্মধারয় সমাসে তা হল-

8 / 25

প্রিয় কথা বলে যে= প্রিয়ংবদা - এটি কোন সমাস ?

9 / 25

গোঁজামিল  - কোন সমাসের উদাহরণ ?

10 / 25

একটি অলোপ অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ হল-   

11 / 25

নিরামিষ / হাতাহাতি / অথই / এণাক্ষি  — এই চারটির মধ্যে ব্যতিহার বহুব্রীহি কোনটি ?

12 / 25

ব্যাসবাক্যকে বিগ্রহবাক্য বলা হয়। এই 'বিগ্রহ ' শব্দটির আক্ষরিক অর্থ-

13 / 25

'গিন্নিমা'  শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম হল--

14 / 25

সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হল-

15 / 25

রাজার পুত্র= রাজপুত্র , রাজার বাড়ি = রাজবাড়ি -- সঠিক হলে রাজহাঁস - এর ব্যাসবাক্য কী হবে ?

16 / 25

সে তার যার =সেতার - এটি কোন সমাসের দৃষ্টান্ত ?

17 / 25

অক্ষির সমীপে =  -- সমাসবদ্ধ পদটি  কী হবে ?

18 / 25

রানি ভাসে প্রেমজলে - এখানে প্রমজল  কোন শ্রেণির সমাস ?

19 / 25

আপেলরাঙা  কী সমাসের উদাহরণ ?

20 / 25

ত্রিফলা  -  এটি কোন শ্রেণির সমাস ?

21 / 25

  • গায়েহলুদ   এটি কোন সমাসের উদাহরণ ?

22 / 25

কেবল জ্ঞান = জ্ঞানমাত্র -- এটি যে সমাসের উদাহরণ --

23 / 25

একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হল-

24 / 25

নীচের কোনটি ভুলঃ-

25 / 25

নীচের কোনটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ নয় ?

Your score is

0%

Leave a Reply