সাহিত্যের রূপ-রীতি | কথা সাহিত্য | ২০ নম্বরের পরীক্ষা | উত্তরপত্রসহ

tags: সাহিত্যের রূপরীতি, কথা সাহিত্য, কাব্যধর্মী উপন্যাস, ছোটোগল্প, সামাজিক উপন্যাস, ত্রয়ী উপন্যাস ঐতিহাসিক উপন্যাস, নক্সা ও উপন্যাসের পার্থক্য, , চেতনাপ্রবাহরীতির উপন্যাস কাকে বলে, গথিক উপন্যাস, রোম্যান্স, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্বিক উপন্যাস, গোরা, অতিপ্রাকৃত ছোটোগল্প, ছোটোগল্প কাকে বলে উপন্যাসের বৈশিষ্ট্য , তিতাস একটি নদীর নাম, শ্রীকান্ত , ডানা, অন্তঃশীলা ।

এসো , তাহলে শুরু করি সাহিত্যের রূপরীতি | কথা সাহিত্যএর SAQ প্র্যাকটিস ।

পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।

প্রশ্নপত্র

১। আঞ্চলিক উপন্যাস এর বৈশিষ্ট্য লিখে দুটি উদাহরণ দিন। ১+১=২

২। ‘গোরা’-কে সার্থক মহাকাব্যিক উপন্যাস বলা যায় কি না যুক্তি দিন । ২

৩। ছোটোগল্পের বৈশষ্ট্য অনুসারে “নষ্টনীড়”-কে সার্থক ছোটোগল্প বলা যায় কিনা যুক্তিসহ লিখুন। ২

৪। উপন্যাসগুলি কোন শ্রেণির লিখুনঃ তিতাস একটি নদীর নাম, শ্রীকান্ত , ডানা, অন্তঃশীলা । ১/২x৪ =২

৫। দুটি উদাহরণ দিয়ে নক্সা ও উপন্যাসের পার্থক্য লিখুন। ২

৬। উদাহরণ দিনঃ পারিবারিক ছোটগল্প, কল্পবিজ্ঞানের গল্প, গোয়েন্দা গল্প, মানবেতর ছোটোগল্প। ২

৭। রবীন্দ্রনাথের চারটি চরিত্র নামাঙ্কিত ছোটোগল্পের নাম লিখুন। ২

৮। ছোটোগল্পগুলির রচয়িতার নাম লিখুনঃ সরীসৃপ, মন্দির, রানুর প্রথম ভাগ, মোট বারো । ২

৯। উপন্যাস ও ছোটোগল্পের চারটি পার্থক্য লিখুন। ২

১০। ছোটোগল্পের তিন ধরণের সমাপ্তি উল্লেখ করুন । একটি করে উদাহরণ দিন।

XXXXXXXXXXXXXXXXX

উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇

(উত্তরপত্রের কাজ চলছে)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

Leave a Reply