বাংলা গদ্যের বিকাশ ( প্রাগবঙ্কিম পর্ব || প্রশ্নোত্তরে বাংলা গদ্যের বিকাশ
১. ঊনবিংশ শতকে বাংলা গদ্যের দ্রুত বিকাশের কারণগুলি কী কী ?
উত্তর: ঊনবিংশ শতকে বাংলা গদ্যের দ্রুত বিকাশের কারণ গুলি হল-
i) ইস্ট ইন্ডিয়া কোম্পানি সূত্রে পাশ্চাত্যের প্রভাব ও উন্নয়নের প্রসার বাংলা গদ্যের বিকাশে সহায়তা করেছিল।
ii) সিভিলিয়ানদের শিক্ষা দানের হেতু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার দ্বারা গদ্যকে সচল স্বাভাবিকতা দান।
iii) প্রয়োজনীয় পাঠ্য পুস্তক নির্মাণের পাশাপাশি অনুবাদমূলক গ্রন্থের প্রচলন।
iv) মুদ্রণ যন্ত্র নির্মাণ সেই সাথে উইলিয়াম কেরী, রামমোহন রায়, বিদ্যাসাগরের মত প্রতিভার আবির্ভাব।
২. বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি ? এটি কে, কবে, কাকে লিখেছেন ?
উত্তর: বাংলা গদ্যের আদি নিদর্শনঃ বাংলা গদ্যের আদি নিদর্শনটি হল কোচবিহার রাজা নরনারায়ণের লেখা একটি চিঠি।
কে, কবে, কাকে লিখেছেন: এটি কোচবিহার রাজা নরনারায়ণ দেব অহম রাজ চুকমফা স্বর্গদেব-কে ১৫৫৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন।
৩. বাংলা গদ্যে লেখা এবং বাংলা হরফে ছাপা প্রথম মৌলিক গ্রন্থ কোনটি ? কার লেখা, কবে, কোথা থেকে মুদ্রিত হয় ?
উত্তর : প্রথম বাংলা মৌলিক গদ্য গ্রন্থ : বাংলা গদ্যে লেখা এবং বাংলা হরফে ছাপা প্রথম মৌলিক গ্রন্থ হল ‘রাজা প্রতাপাদিত্য চরিত ‘।
কার লেখা: ‘রাজা প্রতাপাদিত্য চরিত ‘ গ্রন্থটি রামরাম বসুর লেখা।
কবে, কোথা থেকে প্রকাশ: ১৮০১ সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত।
৪. বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান অনধিক চল্লিশটি শব্দে লিখুন ?
উত্তর: শ্রীরামপুর মিশন: ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলার মুদ্রেণের মঞ্চে হুগলি জেলার শ্রীরামপুর মিশন ছিল বাংলা গদ্য বিকাশের আধার। ১৮০০ খ্রিস্টাব্দে ১০ ই জানুয়ারি একটি মাত্র কাঠের মুদ্রণ যন্ত্র নিয়ে এই প্রেসের কার্যকলাপ শুরু হয়। এর প্রধান কর্ণধার ছিলেন উইলিয়াম কেরী। এ ছাড়া সহযোগিতায় ছিলেন মার্শম্যান, রামরাম বসু প্রমুখ। এই মিশনের ধর্মপ্রচার ও মুদ্রণ কার্যই ছিল প্রধান।
৫. ফোর্ট উইলিয়াম কলেজের সাথে যুক্ত ব্যক্তিদের দ্বারা রচিত যে কোনো চারটি গ্রন্থের নাম, রচিয়তার নাম প্রকাশকাল সহ লিখুন ?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রচনা ও তার প্রকাশকাল:
i) রামরাম বসু রচিত ‘ রাজা প্রতাপাদিত্য চরিত ‘, গ্রন্থটির প্রকাশকাল ১৮০১ খ্রিস্টাব্দ।
ii) উইলিয়াম কেরী রচিত ‘ কথোপকথন ‘, গ্রন্থটির প্রকাশকাল ১৮০২ খ্রিস্টাব্দ।
iii) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার রচিত ‘ বত্রিশ সিংহাসন ‘, গ্রন্থটির প্রকাশকাল ১৮০২ খ্রিস্টাব্দ।
iv) গোলক নাথ শর্মা রচিত ‘ হিতোপ্রদেশ ‘, গ্রন্থটির প্রকাশকাল ১৮০২ খ্রিস্টাব্দ।
৬. ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ‘ গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশিত হয় ? ‘ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা ‘ কার রচনা ?
উত্তর: ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটি মানো- এল- দ্য- আসসুম্পসাউ এর লেখা ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত হয়।
∆ ‘ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা ‘ গ্রন্থটি ১৮৫০ সালে তারাশঙ্কর তর্করত্ন রচনা করেন।
৭. গ্রন্থগুলির রচয়িতার নাম ও প্রকাশকাল লিখুন: ‘ ফুলমণি ও করুণার বিবরণ’, ‘ ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়’, ‘ব্রাহ্মধর্ম ‘, ‘ স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস’ ।
উত্তর: গ্রন্থগুলির রচয়িতা ও প্রকাশকাল :
i) ‘ ফুলমণি ও করুণার বিবরণ’ এর রচয়িতা হ্যানা ক্যাথেরিন ম্যুলেন্স। গ্রন্থটির প্রকাশকাল ১৮৬২ খ্রিস্টাব্দ।
ii) ‘ ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়’ এর রচয়িতা অক্ষয়কুমার দত্ত। গ্রন্থটির প্রকাশকাল ১৮৭০(১ম. খণ্ড), ১৮৮৩(২য় খণ্ড) খ্রিস্টাব্দ।
iii) ‘ব্রাহ্মধর্ম ‘ এর রচয়িতা দেবেন্দ্র নাথ ঠাকুর। গ্রন্থটির প্রকাশকাল ১৮৫০ খ্রিস্টাব্দ।
iv) ‘ স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস’ এর রচয়িতা ভূদেব মুখোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল ১৮৯৬ খ্রিস্টাব্দ।
৮. ‘সোনার কাঠি রূপার কাঠি’ (১৮৮৫),’ সোনার সোহাগা (১৮৮৫), ‘ আর্যামি এবং সাহেবিয়ান’ কার কার রচনা? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি রচনার নাম লিখুন ?
উত্তর: ‘সোনার কাঠি রূপার কাঠি’ (১৮৮৫),’ সোনার সোহাগা (১৮৮৫), এবং ‘ আর্যামি এবং সাহেবিয়ান'(১৮৯০) গ্রন্থগুলি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা।
∆ ইন্দ্রানাথ বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যঙ্গকাব্য রচনা হল- ‘উৎকৃষ্ট কাব্যম’ (১৮৭০) ।
৯. ‘মদ খাওয়া বড় দায় ,জাত থাকার কি উপায়” – কার লেখা ? তাঁর লেখা আরো দুটি গ্রন্থের নাম ও প্রকাশকাল লিখুন ?
উত্তর: ”মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়”, গ্রন্থটির রচয়িতা প্যারীচাঁদ মিত্র।
∆ প্যারীচাঁদ মিত্র-র আরো দুটি গ্রন্থ হল –
i) ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮) খ্রিস্টাব্দ,
ii) ‘ রামরঞ্জিকা ‘(১৮৬০) খ্রিস্টাব্দ।
১০. রামমোহন ও বিদ্যাসাগরের দুটি ক’রে প্রবন্ধের নাম ও প্রকাশকাল লিখুন ?
উত্তর: রামমোহন রায় রচিত দুটি প্রবন্ধ গ্রন্থ হল-
i)‘ উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার ‘(১৮১৮) খ্রিস্টাব্দ,
ii)‘ গোস্বামীর সহিত বিচার'(১৮১৮) খ্রিস্টাব্দ।
∆ বিদ্যাসাগরের দুটি প্রবন্ধের নাম হল –
i)’সংস্কৃত ভাষা ও সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব ‘(১৮৫৩)খ্রিস্টাব্দ।
ii)’ ব্রজবিলাস’ (১৮৮৪) খ্রিস্টাব্দ।
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ