প্রশ্নোত্তরে আরাকান রাজসভা , নাথ সাহিত্য, শিবায়ন কাব্য || প্রশ্ন ও উত্তর

বিষয়ঃ নাথসাহিত্য, শিবায়ন কাব্য, আরাকান রাজসভার সাহিত্য

প্রশ্নোত্তর (২x১০ = ২০)

১. নাথ সাহিত্য কী ? নাথ সাহিত্যের কয়টি ধারা ও কী কী ?
নাথ সাহিত্যঃ বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণির যোগী সম্প্রদায়ের ধর্ম নাথ ধর্ম, সেই ধর্মের কাহিনি অবলম্বনে রচিত কাব্যের নাম নাথ সাহিত্য ।
নাথ সাহিত্যের ধারাঃ নাথ সাহিত্যের দুটি ধারা। যথা-
(i) ‘গোরক্ষবিজয়’ বা ‘মীন চেতন ‘।
(ii) ‘ ময়নামতীর গান ‘ বা ‘গোপীচন্দ্রের গান ‘ ।

২.’ময়নামতি’ বা ‘গোপীচন্দ্রের কাহিনি’ অবলম্বনে রচিত গান কে, কোথা থেকে সংগ্রহ করেন ?
কে সংগ্রহ করেনঃ ময়নামতি বা গোপীচন্দ্রের কাহিনি অবলম্বনে রচিত গান জর্জ আব্রাহাম গ্রিয়ারসন সাহেব সংগ্রহ করেন।
কোথা থেকে সংগ্রহ করেনঃ ময়নামতি বা গোপীচন্দ্রের কাহিনি অবলম্বনে রচিত গান গ্রিয়ারসন সাহেব ১৮৭৮ খ্রিস্টাব্দে রংপুর থেকে সংগ্রহ করেন ।

৩. নাথ সাহিত্যের উল্লেখযোগ্য দুজন কবি ও তাদের কাব্যের নাম লিখুন।
নাথ সাহিত্যের কবিঃ নাথ সাহিত্যের দু’জন কবির নাম হলো – (i) শ্যামদাস সেন ,
(ii) ভীমসেন ।
তাদের কাব্যের নাম হলোঃ –
(i) শ্যামদাস সেনের ‘মীনচেতন’ ,
(ii) ভীমসেনের ‘ গোর্খবিজয় ‘,
[ অতিরিক্ত দেওয়া হল (iii) শেখ ফয়জুল্লার ‘ গোরক্ষবিজয় ‘।]

৪. নাথ সাহিত্য ছাড়া শেখ ফয়জুল্লার রচিত দুটি গ্রন্থের নাম লিখুন ।
শেখ ফয়জুল্লার গ্রন্থঃ নাথ সাহিত্য ছাড়া শেখ ফয়জুল্লার রচিত দুটি গ্রন্থ হলো –
(i) ‘জয়নবের চৌতিশা’ ও
(ii) ‘রাগনামা’ ।

৫.’শিবায়ন’ কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে ? তার শ্রেষ্ঠত্বের কারণ কী ?
শ্রেষ্ঠ কবিঃ ‘শিবায়ন’ কাব্যধারার শ্রেষ্ঠ কবি হলেন – রামেশ্বর ভট্টাচার্য ।
শ্রেষ্ঠত্বের কারণঃ রামেশ্বর ভট্টাচার্যের ‘শিবায়ন’ কাব্যধারায় শ্রেষ্ঠত্বের কারণগুলি হলো –
(i) বাঙালি কৃষক জীবনের নিখুঁত পরিচয় দান।
(ii) সহজ-সরল ভাষায় কাহিনি বর্ণন।
(iii)শিব-দুর্গা চরিত্রের মধ্যে দৈবী মাহাত্ম্যের চেয়ে মানবিক বৈশিষ্ট্য বেশি করে দেখানো।
(iv) পৌরাণিক ও লৌকিক কাহিনির মেলবন্ধন ঘটানো।

.বাংলায় ‘শিবায়ন’ কাব্যধারার জনপ্রিয়তার কারণগুলি কী কী ?
জনপ্রিয়তার কারণঃ বাংলায় শিবায়ন কাব্যধারার জনপ্রিয়তার কারণগুলি হলো-
(i) ‘শিবায়ন’ কাব্যে শিব ও তার গার্হস্থ্য-জীবন গ্রাম্য সাধারণ মানুষের মতো।
(ii) পৌরাণিক শিব অপেক্ষা গ্রাম্য শিবের চরিত্র উপস্থাপন করা হয়েছে।
(iii) বাংলায় ‘শিবায়ন’ কাব্যধারার জনপ্রিয়তার অন্যতম কারণ হল – দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে শিবের গ্রহণযোগ্যতা।
(iv) এছাড়াও রয়েছে শিব চরিত্রের Flexibility ।

৭. মধ্যযুগে রচিত দৈবী মাহাত্ম্য বর্জিত বিশুদ্ধ মানব প্রেমের আখ্যান কোন্ গ্রন্থকে বলা হয় ? গ্রন্থটি কে, কার নির্দেশে রচনা করেন ?
বিশুদ্ধ মানব প্রেমের আখ্যানঃ মধ্যযুগে রচিত দৈবী মাহাত্ম্য বর্জিত বিশুদ্ধ মানব প্রেমের আখ্যান ‘লোরচন্দ্রানী’ বা ‘সতী ময়নামতী’ গ্রন্থকে বলা হয়।
কে,কার নির্দেশে রচনা করেনঃ রাজা শ্রীসুধর্মার সমরসচিব আশরফ খানের পৃষ্ঠপোষকতায় আনুমানিক ১৬২১ থেকে ১৬৩৮ খ্রিস্টাব্দের মধ্যে দৌলত কাজী ‘লোরচন্দ্রানী’ বা ‘সতী ময়নামতী’ কাব্য রচনা করেন।

৮.’পদ্মাবতী’ কার লেখা ? এটি কার , কোন গ্রন্থের অনুবাদ ? এই গ্রন্থের দুটি প্রধান চরিত্রের নাম লিখুন।
কার লেখাঃ ‘পদ্মাবতী’ সৈয়দ আলাওলের লেখা কাব্য।
কার, কোন গ্রন্থের অনুবাদঃ হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্য অবলম্বনে’পদ্মাবতী’ কাব্য রচনা করেন।
প্রধান চরিত্রঃ ‘পদ্মাবতী ‘ গ্রন্থের দুটি প্রধান চরিত্র হল – (i) রাজকন্যা পদ্মাবতী ,
(ii) চিতোরের রাজা রত্নসেন ,
[ অতিরিক্ত দেওয়া হল (iii) আলাউদ্দিন খিলজি ।]

৯. মৃগলুব্ধ কী ? এর দুজন কবি ও তাদের গ্রন্থের নাম লিখুন।
মৃগলুব্ধঃ চট্টগ্রামে শিব মহিমা বিষয়ে যে কয়েকটি পৌরাণিক পুঁথি পাওয়া যায় তাকে মৃগলুব্ধ বলে।
দুজন কবি ও তাদের গ্রন্থঃ ‘মৃগলুব্ধ ‘ কাব্যের দুজন কবি ও তাদের গ্রন্থ হলো –
(i) রামরাজা-র “মৃগলুব্ধ সংবাদ ”
(ii) রতিদেব-এর “মৃগলুব্ধ ” ।

১০.চরিত্রগুলি কোথায় আছেঃ কুবের , রাজা মুচকুন্দ , আলাউদ্দিন খিলজি , ছাতন ।
কুবের = ‘শিবায়ন ‘ কাব্যের চরিত্র।
রাজা মুচকুন্দ = ‘মৃগলুব্ধ ‘ কাব্যের চরিত্র।
আলাউদ্দিন খিলজি = ‘পদ্মাবতী ‘ কাব্যের চরিত্র।
ছাতন = ‘লোরচন্দ্রানী ‘ বা ‘সতীময়নামতী ‘ কাব্যের চরিত্র ।

……………………

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। চৈতন্য জীবনীকাব্য

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। সাহিত্যের রূপরীতি/ নাট্য সাহিত্য SAQ

Leave a Reply