প্রশ্নোত্তরে প্রবাদ-প্রবচন, ধাঁধা, ছড়া, বাগধারা
উত্তরপত্র (২x১০ = ২০)
১। প্রবাদ বাক্য কাকে বলে ? চারটি উদাহরণ দিন ।
উত্তরঃ
প্রবাদ বাক্য –প্রবাদ বাক্যের সংজ্ঞায় বলা হয়েছে:- “A Proverb is a short sentence based on long experience” — Miguel de Cervantes
অর্থাৎ মানুষের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সৃষ্ট কোনো ছোটো বাক্যকে প্রবাদ বাক্য বলে।
উদাহরণ-
কান টানলে মাথা আসে।
মোল্লার দৌড় মসজিদ পযর্ন্ত।
চোরে চোরে মাসতুতো ভাই।
উচিত কথায় বন্ধু বেজার।
২। বাগধারা কাকে বলে ? চারটি উদাহরণ দিন ।
উত্তরঃ
বাগধারা – যে পদগুচ্ছ বা ব্যাকাংশ বিশিষ্ট অর্থে ব্যবহারের ফলে আভিধানিক অর্থ অতিক্র্ম করে অন্য ব্যঞ্জনাগত অর্থ প্রকাশ করে। তাদের বাগধারা বলে।
উদাহরণ – অমৃতে অরুচি, একাই একশ, ঠুঁটো জগন্নাথ, টাকার কুমির ইত্যাদি।
( আরও বিস্তারিত পড়ুন 👉 বাগধারা, প্রবাদ-প্রবচন)
৩। বাগধারা ও প্রবাদ-প্রবচনের পার্থক্য লিখুন ।
উত্তরঃ বাগধারা ও প্রবাদ প্রবচনের পার্থক্য –
ক। বাগধারায় কোনো গল্প বা কাহিনি লুকোনো থাকে না । কিন্তু প্রবাদ-প্রবচনের আড়ালে কোনো গল্প বা কাহিনী লুকিয়ে থাকে।
খ। বাগধারা পদ সমষ্টি বিশেষ্য বা বিশেষণ রূপে বাক্যে প্রযুক্ত হয় । আর প্রবাদ-প্রবচন দ্বারা কোনো ঘটনা বা পরিস্থিতি কে ব্যঞ্জিত করা হয়।
গ। বাগধারা পদসমষ্টি বা বাক্যাংশ নিয়ে রচিত কিন্তু প্রবাদ-প্রবচন পূর্ণ বাক্য নিয়ে গঠিত।
ঘ। প্রবাদ-প্রবচনের উদাহরণ:
বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর।
গায়ে মানে না আপনি মোড়ল ।
বাগধারার উদাহরণ:
গোড়ায় গলদ
আকাশ কুসুম
৪। প্রবচন কাকে বলে ? একটি উদাহরণ দিয়ে প্রবাদের সঙ্গে প্রবচনের তফাৎ বুঝিয়ে দিন।
উত্তরঃ প্রবচন: প্রজ্ঞাবান ব্যক্তি বা মনীষীর অভিজ্ঞতা বা প্রতিভার দ্বারা সৃষ্ট বাক্যকে প্রবচন বলা হয়।
যদি বষে মাঘের শেষ
ধন্যি রাজার পুণ্যি দেশ।(খনার বচন)
প্রবাদ ও প্রবচনের পাথক্য:
ক. প্রবাদবাক্য গোষ্ঠী মানুষের দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা রচিত। কিন্তু প্রবচন ব্যক্তি মানুষের অভিজ্ঞতা ও মননশীলতা দ্বারা রচিত।
খ.গোষ্ঠীগত রচনা তাই অঞ্চল ভেদে ভাষা ও শব্দ বদলে যেতে পারে। কিন্তু প্রবচন ব্যক্তিগত রচনা তাই অপরিবর্তীত থাকে।
প্রবাদের উদাহরণ:আঙুর ফল টক।
প্রবচনের উদাহরণ:বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।(সঞ্জীব চন্দ্র চট্টপাধ্যায়)
৫। নীচের কোনগুলি বাগধারা আর কোনগুলি প্রবাদবাক্য চিহ্নিত করুনঃ-
i) গায়ে মানে না আপনি মোড়ল ।
ii) খাল কেটে কুমির আনা
iii) উলুবনে মুক্তো ছড়ানাে
iv) পুরোনো চাল ভাতে বাড়ে।
উত্তরঃ
i) গায়ে মানে না আপনি মোড়ল ।— প্রবাদ বাক্য
ii) খাল কেটে কুমির আনা –বাগধারা
iii) উলুবনে মুক্তো ছড়ানাে –বাগধারা
iv) পুরোনো চাল ভাতে বাড়ে। — প্রবাদ বাক্য
৬। ধাঁধা কাকে বলে ? যে কোনো দুই প্রকারের ধাঁধার উদাহরণ দিন।
উত্তরঃ ধাঁধা -মানুষের কৌতূহলী ও বিচক্ষণ মননের দ্বারা সৃষ্ট যে ছন্দবদ্ধ রচনায় শ্রোতার কাছে উওর জানতে চাওয়া হয় তাকেই ধাঁধধ বলে।
ক। গাছের সঙ্গে তুলনা – এক হাত লম্বা গাছ টা /ফল তাতে পাচটা । (উত্তর- হাত ও আঙ্গুল) ।
খ। জীব ও জন্তুর সঙ্গে তুলনা – ছোট্ট প্রাণী হেঁটে যায় /আস্ত পা -টা গিলে খায় ।(উত্তর- জুতো।)
৭।’ছেলেভুলানো ছড়া’ কাকে বলে ? উদাহরণ দিন। ‘ছেলেভুলানো ছড়া‘ নামকরণটি কে, কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন ?
উত্তরঃ ছেলে ভুলানো ছড়া -গ্রামাঞ্চলে প্রচলিত যে লৌকিক ছড়াগুলি শুধুমাত্র শিশু মনোরঞ্জনের জন্য প্রচলিত ছিল তাদের কে রবীন্দ্রনাথ “লোকসাহিত্য ” গ্ৰন্থে ‘ছেলে ভুলানো ছড়া” নামে অভিহিত করেন।
উদাহরণ- সোনা সোনা ডাক ছাড়ি । সোনা নেই কো বাড়ি ।
** “ছেলে ভুলানো ছড়া “ নামকরণটি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর’লোকসাহিত্য ‘ গ্ৰন্থে প্রথম ব্যবহার করেন।
৮। উদাহরন দিনঃ নীতিকথা, পশুকথা, ব্রতকথা, উপকথা ।
উত্তরঃ
নীতিকথার উদাহরণ -ঈশপের গল্প, পঞ্চতন্ত্র ।
পশুকথার উদাহরণ- পঞ্চতন্ত্রের গল্প।
ব্রতকথার উদাহরণ – পুণ্যি পুকুর ব্রত,শিবপূজা ব্রত, কুয়াশা ভাঙার ব্রত।
উপকথার উদাহরণ – কাজলরেখা উপকথা, শীত ও বসন্তের উপকথা।
৯। সার্থক বাক্যে প্রয়োগ করুনঃ-
i) গৌরচন্দ্রিকা
ii) একাদশে বৃহস্পতি
iii) চোর পালালে বুদ্ধি বাড়ে।
iv) চকচক করলেই সোনা হয় না।
উত্তরঃ সার্থক বাক্যে প্রয়গঃ
i) গৌরচন্দ্রিকা– (ভণিতা)-বেশি গৌরচন্দ্রিকা না করে যা বলার স্পষ্ট করে বলো, এত শোনার সময় নেই।
ii) একাদশে বৃহস্পতি- (সুসময়) অভিলাষবাবু সম্পত্তি পেলেন এবং একই সঙ্গে লটারির টাকাও জুটল কপালে , তার এখন একাদশে বৃহস্পতি অবস্থা।
iii) চোর পালালে বুদ্ধি বাড়ে— লোকটাকে ধরব ধরব করেও আর ধরাই হয় নি , আজ তাকে পেয়ে পুরোনো গল্পে এতই মশগুল ছিলাম যে সে চলে যাবার পরে মনে পড়ল ; কথায় বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে ।
iv) চকচক করলেই সোনা হয় না— ড্রেস পোশাকে যতই সাজো বাছাধন, আমরা বুঝি চকচক করলেই সোনা হয় না ।
১০। ধাঁধাগুলির উত্তর লিখুনঃ
i) ঘর আছে দরজা নাই / মানুষ আছে কথা নাই।
ii) মুখ নাই কথা বলে/ পা নাই হেঁটে চলে।
iii) এক মায়ের দুই ছেলে / কেউ কাউকে দেখতে নারে।
iv) কহেন কবি কালিদাস হেঁয়ালির ছন্দ/ জানলা দিয়ে ঘর পালালো গৃহস্থ রইলো বন্ধ।
উত্তরঃ
i) ঘর আছে দরজা নাই / মানুষ আছে কথা নাই। — উত্তরঃ ডিম
ii) মুখ নাই কথা বলে/ পা নাই হেঁটে চলে। — উত্তরঃ জুতো
iii) এক মায়ের দুই ছেলে / কেউ কাউকে দেখতে নারে। — উত্তরঃ দুটি চোখ
iv) কহেন কবি কালিদাস হেঁয়ালির ছন্দ/ জানলা দিয়ে ঘর পালালো গৃহস্থ রইলো বন্ধ। — উত্তরঃ জাল দিয়ে মাছ ধরা।
XXXXXXXXXXXXXXXXXX
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET