You are currently viewing সমাস || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট

সমাস || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট

ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট , MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে সমাস , সমাস বিষয়ে দশম শ্রেণির বাংলা ব্যাকরণ , class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য সমাস কত প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি।

এসো , তাহলে শুরু করি সমাস এর MCQ প্র্যাকটিস ।

0 votes, 0 avg
593
  • বিষয়ঃ ব্যাকরণ/সমাস
  • নির্ধারিত সময় ২৫মিনিট ।
  • তোমার সময় শুরু হচ্ছে এখন। 
  • তোমার নির্ধারিত সময় শেষ ।
  • ধন্যবাদ

বাংলা ব্যাকরণ - সমাস SET - 2

1 / 30

নীচের কোন জোড়াটি ঠিক --

2 / 30

নীচের কোনটি নিত্য সমাসের উদাহরণ নয় :-

3 / 30

অষ্ট অধিক দশ = অষ্টাদশ --এটি কোন সমাসের নিয়মে হয়েছে ?

4 / 30

অধময়লা এই সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ --

5 / 30

গাছপাকা ’ সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ তা হল

6 / 30

‘ বিজয়শঙ্খ ’ শব্দের ব্যাসবাক্য হল-

7 / 30

রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী ”—চিহ্নিত পদটির ব্যাসবাক্য হল-

8 / 30

জলে জন্মে যে = জলজ , সমাসটি হল—

9 / 30

দ্বিগু সমাসের পরপদটি হয়—

10 / 30

‘ অনশন ’ শব্দটির ব্যাসবাক্য হবে-

11 / 30

ক্ষুদ্র শাখা = প্রশাখা ’- এই দৃষ্টান্তটি সমাসের প্রকারভেদ অনুসারে কোন সমাসের দৃষ্টান্ত ?

12 / 30

সমাসবদ্ধ হওয়ার পরে যা --------- বোঝায় , তাকে দ্বিগু সমাস বলে । শূন্যস্থানে যে-বিকল্পটি বসবে , তা হল-

13 / 30

দ্বিগু সমাসের পূর্বপদটি সর্বদাই হয়—

14 / 30

‘মুখোমুখি ’–এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হবে-

15 / 30

সু গন্ধ যার ’–এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে—

16 / 30

আমি আপনার কথামৃত শ্রবণ করে ধন্য হলাম । এখানে কথামৃত পদে উপমেয় পদটি হল—

17 / 30

কোনো উপমায় যার সঙ্গে তুলনা করা হয়, তা হল-

18 / 30

হৃদয়রাজ্যে তাহার বিচরণ করে যুযুধমান কর্ণাজুন । বাক্যে ' কর্ণাজুন` পদটি হল

19 / 30

সোহাগ চাঁদবদনী  ধনি নাচো তো দেখি' -- চিহ্নিত পদটি—

20 / 30

উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা না করে উপমেয়কেই প্রাধান্য দিলে তাকে বলে-

21 / 30

কোনটি সমাসের কাজ নয় --

22 / 30

সম্বন্ধ তৎপুরুষ সমাসের সার্থক উদাহরণ হল ---

23 / 30

আমরা একে একে শয়নকক্ষে প্রবেশ করি । এখানে শয়নকক্ষ পদটি কী ধরনের সমাস হতে পারে না --

24 / 30

আমাদের দেবাশ্রিত জীবনও বিপন্ন হয় । এখানে “দেবাশ্রিত” পদটি কোন ধরনের তৎপুরুষ সমাসের উদাহরণ --

25 / 30

নীচের কোন সারিটির ভেতরে সমজাতীয় সমাসের উদাহরণের ব্যতিক্রম রয়েছে ?

26 / 30

একটি কর্মধারয় সমাসের উদাহরণ -

27 / 30

একটি ৰূপক কর্মধারয় সমাস হল --

28 / 30

সাধারণ কর্মধারয় সমাসে সমস্যমান পদগুলি সাধারণত যে যে ভাবে বিন্যস্ত হতে পারে--
(I) বিশেষ্য-বিশেষণ (II) সর্বনাম-বিশেষণ (III) বিশেষণ—বিশেষ্য (IV) বিশেষণ-বিশেষণ

29 / 30

কর্মধারয় ও অব্যয়ীভাব সমাসে প্রাধান্য পায় যথাক্রমে —

30 / 30

দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে দুটি পদের মাঝে থাকে—

Your score is

The average score is 53%

0%

Leave a Reply