সমাস ||SAQ Answer|| উত্তরপত্র

১.সমাস কথাটির অর্থ কী ? শব্দটির ব্যুৎপত্তি কী ? সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো।

সমাস কথাটির আভিধানিক অর্থ– সংক্ষেপ বা মিলন

ব্যাকরণগত অর্থ–একাধিক পদের একপদীকরণ

ব্যুৎপত্তি : সমাস=সম্ –অস্+অ

সন্ধি ও সমাসের পার্থক্য :–

(১)সন্ধি পাশাপাশি ধ্বনিসমূহের মিলন ; সমাস পরস্পর অর্থসম্বন্ধযুক্ত পদসমূহের মিলন।

(২)সন্ধির মিলন উচ্চারণগত ; সমাসের মিলন অর্থগত।

২। উদাহরণ দাওঃ তদ্ধিতার্থক দ্বিগু , সংখ্যা বহুব্রীহি , একশেষ দ্বন্দ্ব , ক্রিয়া বিশেষণ তৎপুরুষ

তদ্ধিতার্থক দ্বিগু :- তিন কড়ির বিনিময়ে ক্রীত = তিনকড়ি

সংখ্যা বহুব্রীহি :- দশ আনন যার = দশানন

একশেষ দ্বন্দ্ব :- আমি , তুমি ও সে = আমরা

ক্রিয়া বিশেষণ তৎপুরুষ:- নিমভাবে রাজি = নিমরাজি

৩। ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখোঃ- রোদ-বৃষ্টি-ঝড়, হাসাহাসি, সজল, গজানন

রোদ-বৃষ্টি-ঝড়:- রোদ-বৃষ্টি ও ঝড় — বহুপদী দ্বন্দ্ব সমাস

হাসাহাসি:- পরস্পর হেসে হেসে যে কথা – – ব্যতিহার বহুব্রীহি

সজল:- জলের সহিত বির্তমান–সহার্থক বহুব্রীহি

গজানন :- গজের আননের ন্যায় আনন যার — মধ্যপদলোপী বা উপমাত্মক বহুব্রীহি

৪। প্রতিকূল, আজন্ম — কোন শ্রেণির সমাসের উদাহরণ ? এদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো । এই শ্রেণির সমাসের আরো দুটি উদাহরণ দাও।

প্রতিকূল = কূলের বিপরীত , আজন্ম= জন্ম হইতে — এই দুটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ।

এই শ্রেণির সমাসের আরো দুটি উদাহরণঃ– দিন দিন= প্রতিদিন, অক্ষির সমীপে= সমক্ষ

৫.অলোপ সমাস কাকে বলে?উদাহরণ দাও।সমাসের এই অলোপ নামের কারণ কী ?

অলোপ সমাস:–যে সমাসে সমস্যমান পূর্বপদের বিভক্তিটি সমস্তপদে থেকে যায়,তাকে অলোপ সমাস বলে।

উদাহরণ :– হাতে ও পায়ে=হাতেপায়ে– অলোপ দ্বন্দ্ব সমাস।

অলোপ নামের কারণ :–’অলোপ’ শব্দের অর্থ যা লুপ্ত হয় না। সাধারণত সমাসের ক্ষেত্রে সমস্যমান পূর্বপদের বিভক্তি সমস্তপদে লুপ্ত হয়ে যায়।কিন্তু বিশেষ করে এই প্রকার সমাসের ক্ষেত্রে বিভক্তিটি সমস্তপদে থেকে যায়, বা লুপ্ত হয়না। এই ধরনের সমাস তাই অলোপ সমাস নামে পরিচিত।

৬। পকেট মারে যে = পকেটমার — এটি উপপদ ততপুরুষ সমাসের উদাহরণ । এখানে কোন পদটি উপপদ ? এরকম আরও দুটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও।

পকেট মারে যে = পকেটমার — এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ । কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। এখানে ‘মার’ কৃদন্তপদের পূর্ববর্তী পদ ‘পকেট’ উপপদ।

এরকম আরও দুটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণঃ– ঘুম ভাঙায় যে= ঘুম ভাঙানি , পঙ্কে জন্মে যে= পঙ্কজ

৭.ব্যুৎপত্তি নির্ণয় কর:–বিভক্তি,অনুসর্গ।বিভক্তি ও অনুসর্গের দুটি পার্থক্য লেখ।

বিভক্তি=বি–ভজ্+তি

অনুসর্গ=অনু–সৃজ্+অ

বিভক্তি ও অনুসর্গের পার্থক্য :–

(১)বিভক্তি অর্থহীন ;অনুসর্গের নিজস্ব অর্থ আছে।

(২)বিভক্তি পদের সঙ্গে একাত্ম হয়ে বসে; অনুসর্গ স্বাধীনভাবে পদের পরে বসে।

৮। সমাস নির্ণয় করোঃ– পানাপুকুর, ফেলে-আসা দিনগুলি, প্রতিদিন, দ্বীপান্তর

পানাপুকুরঃ- পানা ভরা পুকর= মধ্যপদলোপী কর্মধারয়

ফেলে-আসা দিনগুলিঃ- বাক্যাশ্রয়ী সমাস

প্রতিদিন:- দিন দিন = অব্যয়ীভাব সমাস

দ্বীপান্তর:- অন্য দ্বীপ= নিত্য সমাস

৯। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করোঃ– গরহাজির , পদচ্যুত , মীনাক্ষি , দুধে-ভাতে।

গরহাজির:- হাজিরার অভাব= অব্যয়ীভাব/ নয় হাজির- না তৎপুরুষ

পদচ্যুত :- পদ হইতে চ্যুত = অপাদান ততপুরুষ

মীনাক্ষি:- মীনের অক্ষির ন্যায় অক্ষি যার= উপমাত্মক বহুব্রীহি

দুধে-ভাতে:- দুধে অ ভাতে = অলোপ দ্বন্দ্ব সমাস
১০.উপমান কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও।রূপক কর্মধারয়ের দুটি উদাহরণ দাও।

উপমান কর্মধারয় সমাস:– উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলে।

উদাহরণ :–তুষারধবল(তুষারের ন্যায় ধবল)

রূপক কর্মধারয়ের উদাহরণ :–

(১) কথামৃত(কথা রূপ অমৃত)

(২)বিষাদসিন্ধু(বিষাদ রূপ সিন্ধু)

XXXXXXXXXXXXXXXXXXXXX

Leave a Reply