You are currently viewing সাহিত্যের রূপরীতি || নাট্য সাহিত্য || গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন || 20 নম্বরের পরীক্ষার প্রশ্নপত্র

সাহিত্যের রূপরীতি || নাট্য সাহিত্য || গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন || 20 নম্বরের পরীক্ষার প্রশ্নপত্র

tags: সাহিত্যের রূপরীতি, নাট্য সাহিত্য, গীতিনাত্য, নৃত্যনাট্য, নাট্যকাব্য, সামাজিক নাটক, ত্রয়ী ঐক্য, ট্র্যাজেডির ষড়ঙ্গ, রূপক ও সাংকেতিক নাটকের পার্থক্য, হ্যামারশিয়া, প্রহসন কাকে বলে, ক্যাথারসিস, মেলোড্রামা, এবং ইন্দ্রজিৎ, সাহাজাহান, গুরু, মানময়ী গার্লস স্কুল,

এসো , তাহলে শুরু করি সাহিত্যের রূপরীতি | নাট্য সাহিত্যএর SAQ প্র্যাকটিস ।

পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।

প্রশ্নপত্র

১। ‘নাটক‘ কথাটি বাংলা সাহিত্যে প্রথম কোথায় কীভাবে পাওয়া যায় ? উদ্ধৃত করুন। ১+১=২

২। রূপক ও সাংকেতিক নাটকের দুটি পার্থক্য লিখুন ও একটি করে নাটকের উদাহরণ দিন। ২

৩। ত্রয়ী ঐক্য কী ? ট্র্যাজেডির ষড়ঙ্গগুলির নাম লিখুন। ১+১=২

৪। উদাহরণ দিনঃ গীতিনাত্য, নৃত্যনাট্য, নাট্যকাব্য, সামাজিক নাটক। ১/২x৪ =২

৫। প্রহসন কাকে বলে ? প্রথম বাংলা দুটি প্রহসনের নাম লিখুন। ১+১ = ২

৬। হ্যামারশিয়া কী ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। ১+১=২

৭। ‘কমেডি’-র উৎপত্তি কোথায় এবং কীভাবে ঘটে ? ২

৮। ট্র্যাজেডি ও মহাকাব্যের দুটি প্রধান পার্থক্য লিখুন। ক্যাথার্সিস কী ? ১+১=২

৯। মেলোড্রামা কাকে বলে ? একটি উদাহরণ দিন। ১+১=২

১০। কোনটি কী জাতীয় নাটক রচয়িতার নামসহ লিখুনঃ এবং ইন্দ্রজিৎ, সাহাজাহান, গুরু, মানময়ী গার্লস স্কুল।

XXXXXXXXXXXXXXXXX

উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇

( উত্তরপত্র)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

Leave a Reply