tags: বাগধারা, প্রবাদ-প্রবচন, ধাঁধা, লোককথা, বাগধারা কাকে বলে, প্রবাদ বাক্য কাকে বলে, প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য, প্রবচন কাকে বলে, বাগধারা ও প্রবাদ-প্রবচনের পার্থক্য, প্রবাদ, বাগধারা, প্রবাদ ও প্রবচন, ছড়া , কবিতা, লোককথা,
বিষয়ঃ বাগধারা , প্রবাদ-প্রবচন, ধাঁধা, লোককথা | ২০ নম্বরের পরীক্ষা
প্রশ্নপত্র (২x১০ = ২০)
১। প্রবাদ বাক্য কাকে বলে ? চারটি উদাহরণ দিন ।
২। বাগধারা কাকে বলে ? চারটি উদাহরণ দিন ।
৩। বাগধারা ও প্রবাদ-প্রবচনের পার্থক্য লিখুন ।
৪। প্রবচন কাকে বলে ? একটি উদাহরণ দিয়ে প্রবাদের সঙ্গে প্রবচনের তফাৎ বুঝিয়ে দিন।
৫। নীচের কোনগুলি বাগধারা আর কোনগুলি প্রবাদবাক্য চিহ্নিত করুনঃ-
i) গায়ে মানে না আপনি মোড়ল ।
ii) খাল কেটে কুমির আনা
iii) উলুবনে মুক্তো ছড়ানাে
iv) পুরোনো চাল ভাতে বাড়ে।
৬। ধাঁধা কাকে বলে ? যে কোনো দুই প্রকারের ধাঁধার উদাহরণ দিন।
৭।’ছেলেভুলানো ছড়া’ কাকে বলে ? উদাহরণ দিন। ‘ছেলেভুলানো ছড়া‘ নামকরণটি কে, কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন ?
৮। উদাহরন দিনঃ নীতিকথা, পশুকথা, ব্রতকথা, উপকথা ।
৯। সার্থক বাক্যে প্রয়োগ করুনঃ-
i) গৌরচন্দ্রিকা
ii) একাদশে বৃহস্পতি
iii) চোর পালালে বুদ্ধি বাড়ে।
iv) চকচক করলেই সোনা হয় না।
১০। ধাঁধাগুলির উত্তর লিখুনঃ
i) ঘর আছে দরজা নাই / মানুষ আছে কথা নাই।
ii) মুখ নাই কথা বলে/ পা নাই হেঁটে চলে।
iii) এক মায়ের দুই ছেলে / কেউ কাউকে দেখতে নারে।
iv) কহেন কবি কালিদাস হেঁয়ালির ছন্দ/ জানলা দিয়ে ঘর পালালো গৃহস্থ রইলো বন্ধ।
XXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET