প্রশ্নোত্তরে নাথসাহিত্য, শিবায়ন কাব্য, আরাকান রাজসভার সাহিত্য | ২০ নম্বরের পরীক্ষা দাও। উত্তরপত্র মিলিয়ে শিখে নাও।

বিষয়ঃ নাথসাহিত্য, শিবায়ন কাব্য, আরাকান রাজসভার সাহিত্য

২০ নম্বরের পরীক্ষা

প্রশ্নপত্র (২x১০ = ২০)

১। নাথ সাহিত্য কী ? নাথ সাহিত্যের কয়টি ধারা ও কী কী ?

২। ময়নামতি বা গোপীচন্দ্রের কাহিনি অবলম্বনে রচিত গান কে , কোথা থেকে প্রথম সংগ্রহ করেন ?

৩। নাথ সাহিত্যের উল্লেখ্যযোগ্য দুজন কবি ও তাদের কাব্যের নাম লিখুন ।

৪। নাথ সাহিত্য ছাড়া শেখ ফয়জুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম লিখুন ।

৫। শিবায়ন কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে ? তাঁর শ্রেষ্ঠত্বের কারণ কী ?

৬। বাংলায় শিবায়ন কাব্যধারার জনপ্রিয়তার কারণগুলি কী কী ?

৭। মধ্যুযুগে রচিত দৈবী মাহাত্ম্য বর্জিত বিশুদ্ধ মানব প্রেমের আখ্যান কোন গ্রন্থকে বলা হয় ? গ্রন্থটি কে , কার নির্দেশে রচনা করেন ?

৮। পদ্মাবতী’ কার লেখা ? এটি কার, কোন গ্রন্থের অনুবাদ ? এই গ্রন্থের দুটি প্রধান চরিত্রের নাম লিখুন ।

৯। মৃগলুব্ধ কী ? এর দুজন কবি ও তাঁদের গ্রন্থের নাম লিখুন।

১০। চরিত্রগুলি কোথায় আছেঃ কুবের, রাজা মুচকুন্দ , আলাউদ্দিন খিলজি, ছাতন

XXXXXXXXXXXXXXXXXX

ত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।

( উত্তরপত্র)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। সাহিত্যের রূপরীতি/ নাট্য সাহিত্য SAQ

Leave a Reply