You are currently viewing উচ্চমাধ্যমিক(HS) বাংলা প্রশ্নপত্র ২০১৯ / WBHS Bengali Question Paper 2019

উচ্চমাধ্যমিক(HS) বাংলা প্রশ্নপত্র ২০১৯ / WBHS Bengali Question Paper 2019

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2019
‘ক’ভাষা। (নতুন পাঠক্রম) সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
পূর্ণমান : ৮০

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :

১. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
২. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
৩. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

বিভাগ –ক (নম্বর : ৫০)

১। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :  ৫ x ১ =৫

১.১ “সেই সময় এল এক বুড়ি।” – লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখাে।  ৫

১.২ ‘ভূরিভােজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই।” – বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক  আভাসিত হয়েছে ? ১+৪

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

২.১ ‘মৃত্যুতে সকল দেনা শােধ করে দিতে” – বক্তা কে? ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বােঝানাে হয়েছে ? সে ‘দেনা’কীভাবে শােধ করতে চেয়েছিলেন কবি ? ১+১+৩ 

২.২ “আরােগ্যের জন্যে ঐ সবুজের ভীষণ দরকার” – “ঐ সবুজ’ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন ? ১+৪

 ৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৩.১ “জীবন কোথায়?” – কে, কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ? ১+১+৩

৩.২ “..প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ!” – কে বলেছেন ? এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন ? ১+৪

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৪.১ “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। একলাই না কি ? ” – আলেকজান্ডার কে ছিলেন ? ‘একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন ? ১+৪

৪.২ “অবাক-বিহ্বল বসে আছি, মুখে কথা নেই।” –  মুখে কথা নেই কেন ? ৫

৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ =৫

৫.১ “নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল।” – কার কথা? সে নতুন ছাতি কীভাবে পেল ? ১+৪

৫.২ “অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান :” – মার কাছে শেখা গানটি কী? কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক ?  ১+৪

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৬.১ ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে-কোনাে একটি শাখার আলােচনা করাে। ২+৩

৬.২ উদাহরণ সহ যুক্তধ্বনির পরিচয় দাও। ৫

৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

৭.১ বাংলা চিকিৎসাবিজ্ঞানে কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলােচনা করাে।

৭.২ বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলােচনা করো।

৭.৩ বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলােচনা করো।

৭.৪  আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন, এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও।

৮ নিম্নলিখিত যে-কোনাে একটি বিষয় নির্বাচন করে নিদের্শ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করাে :১০×১=১০

৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো ।

 ৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করাে :

ভারত এক মিলনমেলা পরকে আপন করিতে প্রতিভার প্রয়ােজন। অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে

এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করাে :

বিতর্কের বিষয় : সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে। মতের পক্ষে : সংবাদপত্র, বেতার, দূরদর্শন, ইন্টারনেট ইত্যাদির কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, সংবাদ বা তথ্য পরিবেশনের প্রভাব মারাত্মক।

মতের বিপক্ষে : নানা কুরুচিপূর্ণ বিজ্ঞাপন ও সংবাদকে বাদ দিলে আজও গণমাধ্যম সুপ্রভাব বিস্তারকারী।

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করাে :

সত্যজিৎ রায় * জন্ম : ২ মে, ১৯২১। কলকাতা। * পিতা : বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায়। * মাতা : সুপ্রভা রায়। * পারিবারিক ঐতিহ্য :সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্রকিশাের রায়চৌধুরি তাঁর পিতামহ। নিকট আত্মীয় – লীলা মজুমদার। # শিক্ষাজীবন : বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক। বিশ্বভারতীর (শান্তিনিকেতন) কলাভবনে শিল্প বিষয়ে

পাঠগ্রহণ। ৮ কর্মজীবন : প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় যােগদান। পুস্তকের প্রচ্ছদ অঙ্কনে নব্য ধারার প্রবর্তন। ১৮ বাংলা চলচ্চিত্রে অবদান :পথের পাঁচালী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ। বিশিষ্ট ছবি –অপরাজিত,চারুলতা, জলসাঘর। ছােটোদের

সিনেমা ও অন্যান্য বহু ছবি। * সাহিত্যকর্ম : ফেলুদার কাহিনি, প্রােফেসর শঙ্কুর কাহিনি এবং অজস্র ছােটোগল্প, প্রবন্ধ। পুরস্কার: বিভিন্ন স্তরের জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে, লিজিয়ন অফ অনার এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র পুরস্কার। * মৃত্যু : ২৩ এপ্রিল, ১৯৯২।

বিভাগ : খ (Marks :30)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করাে : ১x১৮=১৮

১.১ রাম ব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ? – (ক) এক টাকা, (খ) তিন টাকা, (গ) চার টাকা, (ঘ) দুই টাকা।

অথবা “পথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে …” – সঠিক শব্দটি নির্বাচন করাে। – (ক) নাটক, (খ) গান, (গ) প্রেম, (ঘ) বন্ধুত্ব।

১.২ ‘চুপ-চাপ’ শব্দটি নিম্নলিখিত কোন্ শ্রেণির মধ্যে পড়ে ? –

(ক) ব্যাখ্যামূলক সমাস, (খ) অনুকার পদগঠন, (গ) বর্ণনামূলক সমাস, (ঘ) পদদ্বৈত

১.৩ “ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা” – এটি হল –

(ক) মিশ্র রূপমূল, (খ) জটিল রূপমূল, (গ) জোড়কলম রূপমূল, (ঘ) সমন্বয়ী রূপমূল।

১.৪ বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল—(ক) সমাচার দর্পণ, (খ) তত্ত্ববােধিনী পত্রিকা, (গ) দিগদর্শন, (ঘ) প্রাকৃতিক বিজ্ঞান।

১.৫ জারি গানে ‘জারি’ শব্দের অর্থ = (ক) আনন্দ, (খ) সমবেত, (গ)বীরত্ব , (গ)ক্রন্দন। 

১,৬ সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র = (ক) মা যশােদা, (খ) মধ্যযুগের সন্তগণ, (গ) হলকর্ষণ, (গ) ভারতমাতা।

১,৭ “দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান” – দুজন কে কে ?

(ক) শম্ভু ও বৌদি, (খ) অমর ও বৌদি, (গ) শম্ভু ও অমর, (ঘ)শম্ভু ও যুবক,।

অথবা, উঃ কী শীত – সব আছে শুধু ” – কী নেই ? = (ক) মানুষ নেই, (খ) আলাে নেই, (গ) লােকজন নেই, (গ) শীতের পােশাক নেই।

১,৮ রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন – (ক) আইজেনটাইন, (খ) আইজেক স্টাইন, (গ) আইনস্টাইন, (ঘ) রুশো।

অথবা, “শাহজাদী! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে ?” – কোন নাটকের অংশ ?

(ক) সাজাহান, (খ) মেবারপতন, (গ) রিজিয়া, (ঘ) চন্দ্রগুপ্ত।

১.৯ স্টেশন – মাস্টারের কাছে আবেদন জানানাে হল।” – কীসের আবেদন জানানাে হল ? –

(ক) ট্রেনটাকে চালানাের, (খ) ট্রেনটাকে থামানাের, (গ) নতুন ট্রেনের ব্যবস্থা করার, (ঘ) ট্রেনটাকে বাতিল করার । অথবা, “ কে জিতেছিল? একলা সে?” – ‘একলা’ বলতে কার কথা বলা হয়েছে ?

(ক) সিজার, (খ) স্পেনের ফিলিপ, (গ) দ্বিতীয় ফ্রেডারিক, (ঘ) আলেকজান্ডার।

১.১০ “রক্তের অক্ষরে দেখিলাম” – কী দেখলেন? – (ক) আপনার স্বপ্ন, (খ) আপনার জগৎ, (গ) আপনার বেদনা, (ঘ) আপনার রূপ।

১.১১ সবুজ সকাল কীসে ভেজা? – (ক) শিশিরে, (খ) জলে, (গ) মেঘে, (ঘ) ভােরের আলােয়।

১১২ “নিহত ভাইয়ের শবদেহ দেখে না-ই যদি হয়,..” – (ক) রােষ, (খ) ক্ষোভ, (গ) রাগ, (ঘ) ক্রোধ।

১.১৩ উষ্ণ লাল রংটি ছিল –

(ক) ভােরের সূর্যের, (খ) অস্তগামী সূর্যের, (গ) হরিণের মাংসের, (ঘ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের।

১.১৪ থুথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানাে – (ক) চিটচিটে তুলাের কম্বল, (খ) ছেঁড়া কাপড়, (গ) নােংরা চাদর, (ঘ) দামি শাল।

১.১৫ ফজরের নমাজ বলতে বােঝায় – (ক) বিকেলের নমাজ, (খ) সন্ধ্যার নমাজ, (গ) ভােরের নমাজ, (ঘ) দুপুরের নমাজ।

১.১৬ কী উচ্ছবকে বড়াে উতলা করে ? –  (ক) বাদার চালের গন্ধ, (খ) যজ্ঞ শেষে ভাত পাবার আসা, (গ) বউ-ছেলেমেয়ের কথা, (ঘ) ফুটন্ত ভাতের গন্ধ।

১.১৭ “বড়াে বউ ভাবতে চেষ্টা করে” – কী ভাবতে চেষ্টা করে? – (ক) তখন আর মাছ আসবে না, (খ) কত কাজ বাকি আছে

(গ) তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, (ঘ) তখনও সসাগরা পৃথিবী থাকবে কিনা।

১.১৮ “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।” – কারণ –

(ক) অফিসে কাজের চাপ প্রবল, (খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল, (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে

প্রবল আঘাত পেয়েছিল, (ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল।

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১x১২=১২

২.১ সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী? ২.২ ‘Dictionary’ শব্দটি কবে কোথায় পাওয়া যায়?

২.৩ উপসর্গ কাকে বলে?

২.৪ বিভাব’ নাটকে উল্লিখিত কাবুকি’ নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখাে। | অথবা, “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান।” – কাকে, কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন ?

২.৫ ‘তাতে বয়েসটা ঠিক বােঝা যায় না’ – কার বয়েস, কেন বােঝা যায় না?

অথবা, বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন ?

২.৬ ‘জয়তােরণে ঠাসা ..’ কোন্ শহর ? অথবা, ‘আমি কৌতূহলী হয়ে উঠি’ – কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন?

২.৭ ‘চিনিলাম আপনারে’ – কবি কীভাবে নিজেকে চিনলেন ?

২.৮ ‘এখন যদি না থাকি’ – বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে ?

২.৯ “ঘুমহীন তাদের চোখে হানা দেয়” – কাদের চোখে, কী হানা দেয় ?

২.১০ ‘একটি তারা এখন আকাশে রয়েছে :’ – তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?

২.১১ ফাঁপি কাকে বলে ?

২.১২ “চন্নুরী রে! তুইও খা,” – কোন্ গল্পের অংশ ? ‘চন্নুরীর পরিচয় দাও।

Leave a Reply