আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের সন্ধি তুলে ধরবো। বিভিন্ন সময় বিভিন্ন চাকুরির বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সন্ধিগুলো এসে থাকে । সেগুলির সঙ্গে কিছু কমন শব্দের সন্ধি দেওয়া হল। সন্ধি pdf টিও ডাউনলোড করে নিতে পারো। টেট , বা স্কুল সারভিস এর পরীক্ষায় প্রস্তুতি নিতেও এই অংশটি কাজে লাগবে। sandhi, somas,স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, বিসর্গসন্ধি, খাঁটি বাংলা সন্ধি ,সন্ধি বিচ্ছেদ, বাংলা ব্যঞ্জনসন্ধি, bengali grammer , sondhi bangla byakoron, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের টেট এর জন্য চাইল্ড পেডাগগি, ইংরাজি , বাংলা , সোশ্যাল স্টাডি-র মডেল প্রশ্নপত্র ও Online MCQ practice test করতে www.shekhapora.com website এ চলে এস। বাংলা বিষয়ের বিভিন্ন শ্রেণির নোট্স ও MCQ practice করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে।
নীচে PDF দেওয়া আছে । download করে নিতে পারো ।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
কিছু গুরুত্বপূর্ণ শব্দের সন্ধি
স্বরসন্ধি
প্রাণ+অধিক = প্রাণাধিক
হিম+অচল = হিমাচল
হস্ত+অন্তর = হস্তান্তর
হিম+আলয় = হিমালয়
সদা+আনন্দ = সদানন্দ
আশা+অতীত = আশাতীত
কথা+অমৃত = কথামৃত
রমা+ঈশ = রমেশ
মহা+ঈশ = মহেশ
স্ব+ইচ্ছা = স্বেচ্ছা
শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
যথা+ইষ্ট = যথেষ্ট
হিত+উপদেশ = হিতোপদেশ
নব+ঊঢ়া = নবোঢ়া
মহা+উৎসব = মহোৎসব
যথা+উপযুক্ত = যথোপযুক্ত
রাজা+ঋষি = রাজর্ষি
উত্তম+ঋণ = উত্তমর্ণ
অধম +ঋণ = অধমর্ণ
দেব+ঋষি = দেবর্ষি
তৃষ্ণা+ঋত = তৃষ্ণার্ত
ক্ষুধা+ঋত = ক্ষুধার্ত
জন+এক = জনৈক
হিত+এষী = হিতৈষী
গো+এষণা = গবেষণা
নৌ+ইক = নাবিক
গো+আদি = গবাদি
পৌ+অক = পাবক
লো+অন = লবন
পো+ইত্র = পবিত্র
অদ্য + এব = অদ্যৈব
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
লতা + এষা = লতৈষা
অব + এতি = অবৈতি
এক + এক = একৈক
তথা + এব = তথৈব
তথা + এবচ = তথৈবচ
হিত + এষী = হিতৈষী
সর্ব + এব = সর্বৈব
রাজ + ঐশ্বর্য = রাজৈশ্বর্য
সদা + এব = সদৈব
মত + ঐক্য = মতৈক্য
মহা + ঐরাবত = মহৈরাবত
উপ + এতি = উপৈতি
দেব + ঈশ = দেবেশ
মহা + ইন্দ্র = মহেন্দ্র
নর + ঈশ = নরেশ
সীতা + ই = সীতেব
ভব + ঈশ = ভবেশ
ভু + উ = ভুগ্ধ
বিধু + উদয় = বিধুদয়
স্বয়ম্ভ + উদয় = স্বয়ম্ভুদয়
মধু + উৎসব = মধুৎসব
সু + উক্তি = সুক্তি
মৃত্যু + উত্তীর্ণ = মৃত্যুত্তীর্ণ
ঋতু + উৎসব = ঋতৃৎসব
গুরু + উপদেশ = গুরুপদেশ
লঘু + ঊর্মি = লঘূর্মি
কটু + উক্তি = কটুক্তি
সাধু + উক্ত = সাধুক্ত
মরু + উদ্যান = মরূদ্যান
ভানু + উদয় = ভানুদয়
সরযু + ঊর্মি = সরযূর্মি
অনু + উধ্ব = অনূর্ধ্ব
অনু + উদিত = অনুদিত
কটু + উচ্চারণ = কটুচ্চারণ
মহা + উদয় = মহােদয়
মহা + উপকার = মহােপকার
হিত + উপদেশ = হিতােপদেশ
মহা + উদধি = মহােদধি
নীল +: উৎপল = নীলােৎপল
কথা + উপকথন = কথােপকথন
গঙ্গা + উদক = গঙ্গোদক
বােধ + উদয় = বােধােদয়
শারদ + উৎসব = শারদোৎসব
পিতৃ + অনুমতি = পিত্ৰনুমতি
মাত + ইচ্ছা = মাত্রিচ্ছা
ভ্রাতৃ + উপদেশ = ভ্রাত্রুপদেশ
মাতৃ + উপদেশ = মাত্রুপদেশ
পিতৃ + আদেশ = পিত্রাদেশ
পিতৃ + আলয় = পিত্রালয়
অনু + অয় = অন্বয়
সু + আগত = স্বাগত
বধু + ঐশ্বর্য = বধ্বৈশ্বর্য
বধু + আদি = বধ্বাদি
সু + অস্তি = স্বস্তি
মনু + আদি = মন্থাদি
ধাতু + অবয়ব = ধাত্ববয়ব
সু + অচ্ছ = স্বচ্ছ
সাধু + ইদম্ = সাধ্বিদম্
অনু + ঈক্ষা = অন্থীক্ষা
অনু + এষণ = অন্বেষণ
তনু + ঈ = তন্বী
পশু + অধম = পশ্বধম
সু + অল্প = স্বল্প
মনু + অন্তর = মন্বন্তর
অনু + ই = অন্বিত
পিতৃ + আদেশ = পিত্রাদেশ
মাতৃ + ইচ্ছা = মাত্রিচ্ছা
বি + অর্থ = ব্যর্থ
প্রতি + আশিত
প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন
অনুমতি + অনুসারে = অনুমত্যনুসারে
অভি । অভুদয়
প্রতি + অহ = প্রত্যহ
প্রতি + আগমন = প্রত্যাগমন
অতি + আচার = অত্যাচার
ইতি + আদি = ইত্যাদি
অগ্নি + উৎপাত = অগ্ন্যুৎপাত
প্রতি + উ = প্রত্যয়
বি + অবহার = ব্যবহার
দ্বি + অর্থ = দ্ব্যর্থ
উপরি + উপরি = উপযুপরি
বি + অবধান = ব্যবধান
প্রতি + অক্ষ = প্রত্যক্ষ
আদি+ অন্ত = আদ্যন্
যদি + অপি = যদ্যপি
বি + উৎপত্তি = ব্যুৎপত্তি
নি + উন = ন্যূন
প্রতি + আখ্যান = প্রত্যাখ্যান
পরি + অটক = পর্যটক
পরি + অন্ত = পর্যন্ত
অতি+ অন্ত = অত্যন্ত
অপরি + আপ্ত = অপর্যাপ্ত
পরি + অবেক্ষণ = পর্যবেক্ষণ
নদী + অম্বু = নদ্যম্বু
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
নীচে PDF দেওয়া আছে । download করে নিতে পারো । 👇
গো+অক্ষ = গবাক্ষ
অন্য+অন্য = অন্যান্য
কুল + অটা = কুলটা (কুলাটা নয়)
সার + অঙ্গ = সারঙ্গ (সারাঙ্গ নয়)
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন (সুদ্ধৌদন নয়)
সীমন + অন্ত = সীমন্ত (সীমনন্ত নয়)
উপ + এহি = উপেহি (উপৈহি নয়)
গাে + ইন্দ্র = গবেন্দ্র (গবিন্দ্র নয়)
স্ব + ঈর = স্বৈর (স্বের নয়)
মার্ত + অণ্ড = মার্তণ্ড (মার্তাণ্ড নয়)
শক + অন্দু = শকন্তু (শকাধু নয়)
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রােঢ় নয়)
ব্যঞ্জনসন্ধি
ষড়ঋতু = ষট্ + ঋতু
সম্ +খ্য =সংখ্যা
সম্ +লাপ =সংলাপ
বিপজ্জনক = বিপদ + জনক
মৃন্ময় = মৃৎ + ময়
বিপজ্জনক = বিপদ + জনক
উচ্ছেদ = উৎ + ছেদ
পদ্ +হতি =পদ্ধতি
তল্লিখিত = তদ্ + লিখিত
সংগীত/সঙ্গীত = সম্ + গীত
মৃৎ + নয় =মৃন্ময়
তদ্ + নিমিত্ত =তন্নিমিত্ত
তদ্ + ময় =তন্ময়
ক্ষুধ্ +নিবৃত্তি =ক্ষুণ্ণিবৃত্তি
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
দৃষ্টি = দৃশ্ + তি
দ্ধ লভ্ +ত =লব্ধ
তদ্ +জন্য =তজ্জন্য
তদ্ + টীকা =তট্টীকা
উৎ +লেখ =উল্লেখ
সম্ +শোধন =সংশোধন
সম্ +ঘ =সঙ্ঘ
ষষ্ঠ = ষষ + থ
বশংবদ = বশম্ + বদ
পরিচ্ছেদ = পরি + ছেদ
উদ্ধত = উৎ + হত
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
গো+পদ = গােষ্পদ
পর+পর= পরস্পর
মনস+ঈষা= মনীষা
আ+চর্য= আশ্চর্য
তদ + কর = তস্কর
বিশ্ব + মিত্র = বিশ্বামিত্র
বৃহৎ + পতি = বৃহস্পতি
দিব + লােক = দ্যুলােক
হিস্ + অ = সিংহ
পুমস + লিঙ্গ = পুংলিঙ্গ
পশ্চাৎ + অর্ধ = পশ্চার্ধ
পর + পর = পরম্পর
ষট + দশ = ষােড়শ
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র
আ + চর্য = আশ্চর্য
অষ্ট + দশ = অষ্টাদশ
প্রায় + চিত্ত = প্রায়শ্চিত্ত
আ + পদ = আম্পদ,
এক + দশ = একাদশ
বন + পতি = বনস্পতি
বিসর্গসন্ধি
আশীর্বাদ = আশীঃ + বাদ
দুঃ + ছেদ্য = দুচ্ছেদ্য
নিঃ + আকার = নিরাকার
মনঃ +ভাব =মনোভাব
পুরঃ +হিত =পুরোহিত
চক্ষুঃ +উন্মীলন>চক্ষুরুন্মীলন
নিঃ +নয় =নির্ণয়
চতুঃ +পদ =চতুষ্পদ
অধঃ +পাত =অধঃপাত
সদাঃ + ছিন্ন = সদাচ্ছিন্ন
নিঃ+ আনন্দ = নিরানন্দ
দুঃ + জন = দুর্জন
নিঃ + দ্বন্দ্ব = নির্দ্বন্দ্ব
নিঃ + অর্থক = নিরর্থ
নভঃ + চক্ষু = নভশ্চক্ষু
নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন
নিঃ + চল = নিশ্চল
দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
নভঃ + চ = নভশ্চর
পথ + চলা = পচ্চলা
মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
দুঃ + চরিত্র = দুশ্চরিত্র
নিঃ + অবধি = নিরবধি
নিঃ + উপমা = নিরুপমা
নিঃ + উদ্যম = নিরুদ্যম
নিঃ + আশ্রয় = নিরাশ্রয়
চতুঃ + দিক = চতুর্দিক
দুঃ + অভিমান = দুরভিমান
আবিঃ + ভাব = আবির্ভাব
চতুঃ + ভুজ = চতুর্ভুজ
দুঃ + আত্মা = দুরাত্মা
দুঃ + যােগ = দুর্যোগ
নিঃ + চয় = নিশ্চয়
নিঃ + ছিদ্র = নিচ্ছিদ্র
নিঃ + চিন্ত = নিশ্চিন্ত
দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
অয়ঃ + চক্র = অয়শ্চক্র
নিঃ + চেষ্ট = নিশ্চেষ্ট
নভঃ + চর = নভশ্চর
মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
নিঃ + ঠুর = নিষ্ঠুর
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
নিঃ + প্রয়ােজন = নিষ্প্রয়ােজন
নিঃ + কৃতি = নিষ্কৃতি
নিঃ + কাম = নিষ্কাম
নিঃ + ফল = নিষ্ফল
পরিঃ + কার = পরিষ্কার
আবিঃ + কার = আবিষ্কার
চতুঃ + পার্শ্ব = চতুম্পার্শ্ব
চতুঃ + পদ = চতুষ্পদ
দুঃ + কর = দুষ্কর।
ভ্রাতুঃ + পুত্রী = ভ্রাতুস্পুত্রী
অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়
পুনঃ + অপি = পুনরপি
অন্তঃ + আত্মা = অন্তরাত্মা
প্রাতঃ + আশ = প্রাতরাশ
নিঃ + অতিশয় = নিরতিশয়
পুনঃ + আবিষ্কার = পুনরাবিষ্কার
নিঃ + আকার = নিরাকার
নিঃ + অবধি = নিরবধি
নিঃ + আনন্দ = নিরানন্দ
দুঃ + আত্মা = দুরাত্মা
নিঃ + ঈহ = নিরীহ।
নিঃ + অঙ্কুশ = নিরঙ্কুশ
নিঃ + আমিষ = নিরামিষ
নিঃ + উদ্বেগ = নিরুদ্বেগ
দুঃ + অবস্থা = দুরবস্থা
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
জ্যোতিঃ + বিজ্ঞান = জ্যোতির্বিজ্ঞান
নিঃ + মােহ = নির্মোহ
পুনঃ + বার = পুনর্বার
নিঃ + নয় = নির্ণয়
অহঃ + নিশ = অহর্নিশ।
অন্তঃ + লীন = অন্তর্লীন
বহিঃ + জগৎ = বহির্জগৎ
অন্তঃ + গত = অন্তর্গত
দুঃ + দান্ত = দুর্দান্ত
নিঃ + লােভ = নির্লোভ
দুঃ + ধর্ষ = দুর্ধর্ষ।
নিঃ + বিকার = নির্বিকার
অতঃ + এব = অতএব
নিঃ + স্তব্ধ = নিস্তব্ধ
যশঃ + ইচ্ছা = যশইচ্ছা
সদ্যঃ + পাতি = সদ্যপাতি
মনঃ + ঘ = মনস্থ
সদ্যঃ + উচ্চারিত = সদ্যউচ্চারিত
সদ্যঃ + উখিত = সদ্যউখিত
নিঃ + স্পন্দ = নিস্পন্দ
সদ্যঃ + উদ্ভূত = সদ্যউদ্ভূত
মনঃ + ক্ষুঃ = মনঃক্ষুন্ন
প্রাতঃ + কাল = প্রাতঃকাল
দুঃ + সাধ্য = দুঃসাধ্য
স্রোতঃ + পথ = স্রোতঃপথ
স্বতঃ + সিদ্ধ = স্বতঃসিদ্ধ
অন্তঃ + পুর = অন্তঃপুর
নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধি
ভাঃ+কর= ভাস্কর
বাচঃ+পতি= বাচস্পতি
আঃ+পদ=আস্পদ
মনঃ+ কষ্ট= মন:কষ্ট
অহঃ+অহঃ =অহরহ
শির:+পীড়া =শির:পীড়া
প্রাত:+কাল = প্রাত:কাল
অহঃ+ নিশি =অহর্নিশ
বাংলা স্বরসন্ধি
হিসাব + আদি = হিসাবাদি
কতক + অংশ = কতকাংশ
অনেক + অনেক = অনেকানেক
ঠাকুর + আলি = ঠাকুরালি
যশাের + ঈশ্বরী = যশােরেশ্বরী
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী
যা + ইচ্ছে + তাই = যাচ্ছেতাই
শির + উপরি = শিরােপরি
হাট + উড়ে = হাটুরে
দয়া + আল = দয়াল
মাতাল + আমি = মতলামি
চাষ + আবাদ = চাষাবাদ
গাজন + উৎসব = গাজনােৎসব
রূপা + আলি = রূপালি
সাপ + উরে = সাপুড়ে
যখন + ই = যখনি
বার + এক = বারেক
মিত + আলি = মিতালি
সােনা + আলি = সােনালি
আর + এক = আরেক
বাংলা ব্যঞ্জনসন্ধি
মন + উপযােগী = মনােপযােগী
স্বত + উৎসারিত = স্বতােৎসারিত
সদ্য + উখিত = সদ্যোঙ্খিত
যশ + আকাঙ্খ = যশােকাঙ্খা
উপর + উক্ত = উপরােক্ত
বেশি + কম = বেশ কম
পিছে + টান = পিছটান
মত + অন্তর = মতান্তর
কাচা + কলা = কাঁচকলা
টাকা + শাল = টাকশাল
কোথা + থেকে = কোত্থেকে
দিল্লি + ঈশ্বর = দিল্লীশ্বর
যশাের + ঈশ্বরী = যশােরেশ্বরী
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী
পােস্ট + অফিস = পােস্টাফিস
বয়স + উচিত = বয়সােচিত
বড়াে + দি = বড়দি
ভরা + দুপুর = ভরদুপুর
মেসসা + শশুর = মাশ্বশুর
ঘােড়া + গাড়ি = ঘােড়গাড়ি
চেঁকি + শাল = টেকশাল
কাঁচা+কলা = কাঁচকলা
নাতি+বৌ = নাতবৌ
ঘোড়া+দৌড় = ঘোড়দৌড়
কালাে + সিটে = কালসিটে
পাঁচ + শাে = পাঁশশাে
পাঁচ + সিকে = পাঁশসিকে
বদ + জাত = বজ্জাত
রাত + জাগা = রাজ্জাগা
সাত + চড় = সাচ্চড়
সাত + জন্ম = সাজ্জন
খাঁটি বাংলা সন্ধি
পাঁচ +জন = পাজ্জন
এত + দিন = এদ্দিন
কাচা + কলা = কাচকলা
মিশি + কালাে=মিশকালাে
বেশি +কম = বেশকম
মাসী + শাশুড়ী =মাসশাশুড়ী পিসি + শাশুড়ী = পিসশাশুড়ী টাকা + শাল = টাক্শাল
ভরা + সাঁঝ = ভরসাঝ
ভরা + দিন = ভরদিন
কোথা + থেকে= কোখেকে
নাতি + জামাই = নাজ্জামাই বা নাতজামাই
ভরা + দুপুর = ভরদুপুর
পানি + ফল = পানফল
বড় + দিদি = বড়দি
মেজ + দিদি = মেজদি
ছােট + দিদি = ছােদি, ছােড়দি
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের টেট এর জন্য চাইল্ড পেডাগগি, ইংরাজি , বাংলা , সোশ্যাল স্টাডি-র মডেল প্রশ্নপত্র ও Online MCQ practice test করতে www.shekhapora.com website এ চলে এস। বাংলা বিষয়ের বিভিন্ন শ্রেণির নোট্স ও MCQ practice করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে।