কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখাে। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উত্তর : বাঙালির প্রচেষ্টায় কলকাতায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাস হল ‘ন্যাশনাল সার্কাস’ (১৮৮৩) । নবগােপাল মিত্র প্রতিষ্ঠিত এই সার্কাস ।
∆ সার্কাসে বাঙালির অবদান : নবোগোপাল মিত্রের প্রতিষ্ঠিত এই ন্যাশনাল সার্কাস বিশেষ ভাবে সাফল্য পায়নি । যার ফলে কিছুদিন পরেই প্রতিষ্ঠিত হয় ‘গ্রেট ইন্ডিয়ান সার্কেস ‘। এটি স্বল্প সময়ের হয়ে ওঠে জনপ্রিয় । কিন্তু এই গ্রেট ইন্ডিয়ান সার্কাসও বেশি দিন স্থায়ী হয়নি । এর পরেই আসে বিখ্যাত গ্রেট বেঙ্গল সার্কাস । বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল ও গ্রেট ইন্ডিয়ান সার্কাসের জন্তু জানোয়ারের, সরঞ্জাম কিনে নেন বেঙ্গল সার্কাস । এই বেঙ্গল সার্কাসের কর্ণধার ছিলেন প্রিয়নাথ বসু । সার্কাস ও শরীরচর্চার কোচদের তখন প্রফেসর বলে ডাকা হত। সেই থেকেই প্রিয়নাথ বসুর নাম হয় প্রফেসর বোস । এই সার্কাস ধীরে ধীরে কলকাতা থেকে বিস্তার লাভ করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এর খ্যাতি । বেঙ্গল সর্কাসেই প্রথম বাঘের খেলা দেখানো শুরু হয় । এই বাঘের খেলা দেখিয়েই জনপ্রিয়তা অর্জন করেন বাদলচাঁদ ও সুশীলা । সুশীলাই প্রথম নারী যে কিনা সার্কাসে বাঘের খেলা দেখাতেন । এছাড়াও বাঙালির সার্কাসচর্চায় আরও যাদের নাম উজ্জ্বল হয়ে আছে তারা হলেন সুরেশচন্দ্র বিশ্বাস, মনিলাল বসু, শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
প্রিয়নাথ বসুর সার্কাস শুধু ভারতেই নয় সমগ্র পৃথিবী জুড়ে বিস্তার লাভ করেছিল । ‘প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত ‘ গ্রন্থে প্রিয়নাথ বসু তার ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা ব্যক্ত করেছেন ।
👇গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় দেখে রাখো👇
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা
‘কে বাঁচায় কে বাঁচে ‘ গল্পের বড় প্রশ্ন