প্রশ্নোত্তরে শব্দভাণ্ডার
tags: শব্দভাণ্ডার||শব্দভাণ্ডার SAQ প্র্যাকটিস সেট, ব্যাকরণ SAQ প্র্যাকটিস সেট, MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে শব্দের উৎসগত শ্রেণি , তৎসম শব্দ ,তদ্ভব শব্দ , আগন্তুক শব্দ, দেশি শব্দ, বিদেশি আগন্তুক শব্দ, শব্দভাণ্ডার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দের উৎসগত শ্রেণি বিষয়ে নবম শ্রেণির বাংলা ব্যাকরণ , class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য শব্দের উৎসগত শ্রেণি, শব্দ কত প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ SAQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি। ব্যাকরণ প্র্যাকটিস সেট ।
প্রশ্নোত্তর
১। উৎস গত দিক থেকে শব্দগুলি কোন শ্রেণিরঃ কুপন্ , কলম, কপি, ,কুড়ি ।
উত্তরঃ
কুপন্: ফরাসি শব্দ ( বিদেশি আগন্তুক শব্দ)
কলম: আরবি শব্দ ( বিদেশি আগন্তুক শব্দ)
কপি: তৎসম বা সংস্কৃত শব্দ ( বানর) / পর্তুগিজ শব্দ (ফুলকপি) /ইংরেজি শব্দ (copy)
কুড়ি: দেশি আগন্তুক শব্দ ( কোল ভাষার শব্দ)
২। ‘তদ্ভব’ কথাটির অর্থ কী ? তদ্ভব শব্দ কাকে বলে ? দুটি উদাহরণ দিন।
উত্তরঃ # ‘তদ্ভব’ কথাটির অর্থ: ‘তৎ’ কথার অর্থ তার (এক্ষেত্রে সংস্কৃতের) , ‘ভব’ কথার অর্থ -জাত বা উৎপন্ন। অর্থাৎ ‘তদ্ভব’ কথাটির অর্থ সংস্কৃত জাত।
## তদ্ভব শব্দ কাকে বলে: যেসব শব্দ সংস্কৃত থেকে বিবর্তনের নিয়মে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, তাদের তদ্ভব শব্দ বলে।
### দুটি উদাহরণ: হস্ত>হত্থ>হাত
চন্দ্র>চন্দ>চাঁদ, ইত্যাদি।
৩। অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে ? উদাহরণ দিন । এদের ‘অসিদ্ধ’ বলার কারণ কী ?
উত্তরঃ #অসিদ্ধ তৎসম শব্দ: প্রাচীনকালে বৈদিক বা মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল যেসব শব্দ অথচ সংস্কৃত ব্যাকরণসিদ্ধ নয় বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না সে শব্দগুলোকে ডঃ সুকুমার সেন বলেছেন অসিদ্ধ তৎসম শব্দ ।
##উদাহরণ: ঘর, রস, ডাল ইত্যাদি ।
###এদের ‘অসিদ্ধ’ বলার কারণ: যেহেতু এই শব্দগুলো সংস্কৃত ব্যাকরণের নিয়ম দ্বারা সিদ্ধ নয় তাই এদের নাম দেওয়া হয়েছে অসিদ্ধ তৎসম শব্দ ।
৪। প্রাদেশিক শব্দের সঙ্গে দেশি আগন্তুক শব্দের দুটি পার্থক্য লিখুন । দুটি করে উদাহরণ দিন ।
উত্তরঃ * প্রাদেশিক শব্দের সঙ্গে দেশি আগন্তুক শব্দের দুটি পার্থক্য:
i) প্রাদেশিক শব্দ বলতে বাংলার প্রতিবেশি রাজ্যের ভাষাগুলি থেকে আগত ( প্রতিবেশি আগন্তুক) শব্দকে বোঝায় । আর দেশি আগন্তুক শব্দ বলতে বাংলার নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে থাকা অনার্য গোষ্ঠীর ভাষা থেকে আগত শব্দকে বোঝায়।
ii) প্রাদেশিক শব্দগুলি অর্বাচীন আর দেশি আগন্তুক শব্দগুলি অনেক প্রাচীন।
** প্রাদেশিক শব্দের উদাহরণঃ জিলিপি (হিন্দি) , হরতাল (গুজরাটি) ।
*** দেশি আগন্তুক শব্দের উদাহরণঃ ঝোল, ধামা ।
৫। মিশ্র শব্দ কাকে বলে ? দুটি উদাহরণ দিয়ে কীভাবে মিশ্র শব্দ গঠিত হয় বুঝিয়ে দিন ।
উত্তরঃ * মিশ্র শব্দ: দুটি ভিন্নবর্গের শব্দের সঙ্গে শব্দের বা প্রত্যেয়ের মিশ্রণে গঠিত শব্দবন্ধকে মিশ্র শব্দ বলা হয় । যেমন- হাট-বাজার, মাষ্টারি ইত্যাদি ।
** মিশ্র শব্দ গঠিত হয়: তৎসম, তদ্ভব , দেশি , বিদেশি প্রভৃতি শব্দের মধ্যে এক শ্রেণির শব্দের সঙ্গে অপর শ্রেণির শব্দ বা প্রত্যয় যুক্ত হয়ে মিশ্র শব্দ গঠিত হতে পারে। যেমন-
তৎসম+দেশি– পিতা-ঠাকুর
দেশি +বিদেশি — হাট-বাজার
বিদেশি+ তৎসম — হেড-পণ্ডিত ইত্যদি।
৬। উদাহরণ দিন : ফরাসি শব্দ , ফারসি শব্দ , তিব্বতি শব্দ , রুশ শব্দ।
উত্তরঃ ফরাসি শব্দ : কুপন, কার্তুজ।
ফারসি শব্দ: চাবুক, মুরগি ।
তিব্বতি শব্দ: লামা, গুম্ফা ।
রুশ শব্দ: বলশেভিক, স্পুটনিক ।
৭। অর্ধ তৎসম শব্দ কাকে বলে ? এদের ‘ভগ্ন তৎসম’ বলার কারণ কী ?
উত্তরঃ * অর্ধ তৎসম শব্দ: সংস্কৃত বা তৎসম শব্দ সাধারণ মানুষের মুখে কিছুটা বিকৃতিপ্রাপ্ত হয়ে বাংলায় গৃহীত শব্দগুলিকে বলা হয় অর্ধ- তৎসম শব্দ। যেমন– নিমণত্রণ > নেমন্তন্ন , শ্রী > ছিরি ইত্যাদি।
**এদের ‘ভগ্ন তৎসম’ বলার কারণ: ‘ভগ্ন’ কথার অর্থ ভাঙ্গা বা বিকৃতিপ্রাপ্ত । যেহেতু তৎসম শব্দগুলি কিছুটা অক্ষত থাকে ও কিছুটা বিকৃতিপ্রাপ্ত হয় তাই এদের ভগ্ন তৎসম শব্দ বলে ।
৮। উৎস গত দিক থেকে শব্দগুলি কোন শ্রেণির লিখুন : হাত, নাক, আলতা, খিচুরি ।
উত্তরঃ হাত = হস্ত > হত্থ > হাত– তদ্ভব শব্দ ।
নাক= নাসিকা > নাইকা > নাক — তদ্ভব শব্দ ।
আলতা= অলক্তক > অলত্ত > আলতা– তদ্ভব শব্দ ।
খিচুরি = কৃশরিকা > খিচরিয়া > খিচুরি — তদ্ভব শব্দ ।
৯। শব্দভাণ্ডার কাকে বলে ? বাংলা শব্দ ভান্ডারে কোন শ্রেণির শব্দ তুলনায় বেশি রয়েছে ?
উত্তরঃ * শব্দভাণ্ডার: কোনো ভাষায় ব্যাবহৃত মৌলিক ও আগন্তুক শব্দ মিলে যে সামগ্রিক সম্ভার তাকেই সেই ভাষার শব্দভাণ্ডার বলে। যেমন- বাংলা শব্দভাণ্ডার ।
** বাংলা শব্দ ভান্ডারে কোন শ্রেণির শব্দ তুলনায় বেশি: বাংলা শব্দভাণ্ডারে সাধু ভাষায় তৎসম ও চলিত ভাষায় তদ্ভব শব্দের সংখ্যা বেশি।
১০। কোনটি কোন শ্রেণির শব্দ লিখুন : মিত্তির, কেত্তন, দুগ্গা, পা ।
উত্তরঃ মিত্তির= মিত্র>মিত্তির — অর্ধ-তৎসম শব্দ ।
কেত্তন=কীর্তন > কেত্তন — অর্ধ-তৎসম শব্দ
দুগ্গা= দুর্গা > দুগ্গা– অর্ধ-তৎসম শব্দ ।
পা= পাদ > পাঅ> পা — তদ্ভব শব্দ।
XXXXXXXXXXXXXXXXXXXX
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET