শব্দভাণ্ডার || MCQ প্র্যাকটিস সেট || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট|| শব্দের উৎসগত শ্রেণি

শব্দভাণ্ডার||শব্দভাণ্ডার MCQ প্র্যাকটিস সেট, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে শব্দের উৎসগত শ্রেণি , তৎসম শব্দ ,তদ্ভব শব্দ , আগন্তুক শব্দ, দেশি শব্দ, বিদেশি আগন্তুক শব্দ, শব্দভাণ্ডার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দের উৎসগত শ্রেণি বিষয়ে নবম শ্রেণির বাংলা ব্যাকরণ , class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য শব্দের উৎসগত শ্রেণি, শব্দ কত প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি। ব্যাকরণ প্র্যাকটিস সেট ।

443

বিষয়ঃ শব্দের উৎসগত শ্রেণি / শব্দভাণ্ডার 

 নির্ধারিত সময়ঃ ৩০ মিনিট 

তোমার নির্ধারিত ৩০ মিনিট সময় শেষ হয়ে গেছে ।

ধন্যবাদ । 


Created on

শব্দভাণ্ডার

1 / 30

ল্যাদ  শব্দটি এসেছে 'লদপদ'  শব্দ থেকে । যার অর্থ শুয়ে পড়া বা লুটানো ।

  • এই ''লদপদ'  শব্দটি হল আসলে --

2 / 30

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর মূলনির্ণয় করতে পারেন নি ভাষাতাত্ত্বিকেরা। তবে মনে করা হয়েছে যে, উদ্ভবের আগে যে-সব ভাষা ছিল আমাদের দেশে, সে-সব ভাষা থেকেই এসেছে ঐ শব্দগুলো। এমন শব্দকে বলা হয় ‘দেশী শব্দ’। এগুলোকে কেউ কেউ বিদেশী বা ভিন্ন ভাষার শব্দের মতই বিচার করেন। কিন্তু এগুলোকে গ্রহন করা উচিত বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবেই। ডাব, ডিঙ্গা, ঢোল, ডাঙ্গা, ঝোল, ঢেউ এমন শব্দ। এগুলোকে কী করে বিদেশী বলি।

---- কোন ভাষাবিদ উক্তিটি করেছেন ?

3 / 30

'ঝি' শব্দটি একটি তদ্ভব শব্দ। এই শব্দটির উৎস মূল তৎসম শব্দটি হলঃ-

4 / 30

খণ্ড-সংস্কৃত শব্দ-এর উদাহরণ হলঃ-

5 / 30

ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, গিন্নি , ঘেন্না,  বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা

-- এই কুড়িটি শব্দের মধ্যে দুটো অর্ধ তৎসম শব্দ মিশে আছে । সেগুলি হলঃ

6 / 30

‘চিংড়ি’ শব্দটির উৎসগত শ্রেণি হলো --

7 / 30

কৃষাণ, চাল, ডাল  -- এই শব্দগুলি হলঃ-

8 / 30

ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা 

-- এই কুড়িটি শব্দ হল --

9 / 30

তৎসম শব্দের দুটি শ্রেণি। সেই দুটি হলঃ-

10 / 30

দুটি পাঞ্জাবি শব্দ হলঃ-

11 / 30

ক্ষুধা > খিদে -- কীসের উদাহরণ ?

12 / 30

ভারতের অন্যান্য রাজ্যের ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে, তাদের বলেঃ-

13 / 30

দুটি গুজরাটি শব্দ হলঃ-

14 / 30

নীচের কোন শব্দটি সাঁওতালি ভাষার শব্দ ?

15 / 30

নীচের কোন শব্দটি বর্তমান 'সিঙ্গারা' শব্দটির উৎস ?

16 / 30

খারাপ, দোকান, গরম -- এগুলি উৎসগত বিচারে কোন শ্রেণির শব্দ  ?

17 / 30

কারাওকে , সুদোকু শব্দ দুটি উৎসগত বিচারে কোন শ্রেণির ?

18 / 30

গির্জা, গুদাম, চাবি, পাদ্রি, বালতি 

--- এই শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

19 / 30

যোগী , ধুতি , বন্ধন -- শব্দগুলি উৎসগত বিচারে যে শ্রেণির --

20 / 30

কুপন, রেস্তোরাঁ, কাফে 

-- শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

21 / 30

লণ্ঠন  - শব্দটি এসেছে কোন ভাষার শব্দ থেকে ?

22 / 30

তালাক, তবলা, জেলা -- উৎসগত বিচারে শব্দগুলি যে শ্রেণির , তা হল---

23 / 30

 কফনিকা>কনুই

লঘুক>হালকা

--- কীসের উদাহরণ ?

24 / 30

চাকর, দারোগা -- শব্দ দুটি উৎসগত বিচারে কোন শ্রেণির ?

25 / 30

গাত্র, কৃষ্ণ, মস্তক, সোনা, হস্ত, কর্ণ, বৃক্ষ, মৎস্য, গাছ 

--- ভালো ক'রে লক্ষ্য ক'রে বলুন  উপরের কোন দুটি শব্দ উৎসের বিচারে অন্যদের থেকে আলাদা ?

26 / 30

নীচের কোন তথ্যটি ভুল ?

27 / 30

নীচের কোন শব্দটি বিদেশি আগন্তুক ?

28 / 30

নীচের কোন শব্দটি উৎসগত বিচারে আলাদা ?

29 / 30

ওঝা , ইঁদারা -- শব্দ দুটি হলঃ--

30 / 30

নীচের কোন জোড়াটি ভুল  ? 

ক।  হিন্দি শব্দঃ   চিঠি , ঠিকানা , পানি

খ। তুর্কি শব্দঃ  চাকর , চাকু , দারোগা

গ।  ফরাসি শব্দঃ  কার্তুজ , কুপন , রেস্তোরাঁ

ঘ। ফার্সি শব্দঃ  গোসল , জান্নাত ,  তওবা 

Your score is

The average score is 53%

0%

শব্দের গঠনগত শ্রেণি বিষয়ে MCQ প্র্যাকটিস এর জন্য এখানে ক্লিক করুন।

বাক্য-বাচ্য বিষয়ের MCQ প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন ।

Leave a Reply