সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৮৯০— ১৯৭৭)
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭) ছিলেন একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক। জন্ম হাওড়ার শিবপুরে। ছাত্র বয়স থেকেই অত্যন্ত মেধাবী। ভারত সরকারের বৃত্তি পেয়ে লন্ডনে যান ধ্বনিতত্ত্বে গবেষণার জন্য, ফোনেটিক্সে ডিপ্লোমা ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডি. লিট লাভ। তাঁর থিসিস The origin and
Development of The Bengali Language(ওডিবিএল, ১৯২৬) এক বিস্ময়কর পাণ্ডিত্যের নজির, প্রকাশ হলে নাম ছড়িয়ে দেয় দেশবিদেশের পণ্ডিতমহলে। দেশে ফিরলে স্যার আশুতোষ তাঁকে ভারতীয় ভাষাতত্ত্বের প্রথম ‘খয়রা’ অধ্যাপক পদে নিযুক্ত করেন। ১৯৩৬-এ রয়াল এসিয়াটিক সোসাইটির ফেলো, ১৯৪৮-এ এলাহাবাদ থেকে ‘সাহিত্য বাচস্পতি’ উপাধি লাভ, ১৯৫২-এ প্রফেসর এমরিটাস, ১৯৬৩-তে পদ্মবিভূষণ, ১৯৬৬-তে জাতীয় অধ্যাপক, ১৯৬৯-তে সাহিত্য আকাদেমির সভাপতি।
সুনীতিকুমারের উল্লেখযোগ্য গ্রন্থ হলো:
The origin andDevelopment of The Bengali Language(ওডিবিএল, ১৯২৬), Bengali Phonetic Reader (১৯২৮), বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা (১৯২৯), পশ্চিমের যাত্রী (১৯৩৮), ভারতের ভাষা ও ভাষা সমস্যা (১৯৪৪), সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ (১৯৪৫), ভারত সংস্কৃতি (১৯৫৭), সাংস্কৃতিকী (১৯৬১), Languages and Literatures of Modern India (১৯৬৩), World Literature and Tagore (১৯৭১), রবীন্দ্রসঙ্গমে, ইউরোপ ভ্রমণ, দ্বীপময় ভারত ও শ্যামদেশ ইত্যাদি। সঙ্গীত ও চিত্রকলাতেও অত্যন্ত আগ্রহ ছিল। ৩৮০টির ওপর পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থের রচয়িতা। সুনীতিকুমারকে রবীন্দ্রনাথ ‘ভাষাচার্য’ উপাধি দিয়েছিলেন।