( বঙ্কিমচন্দ্র, বঙ্কিম সমসাময়িক কথা সাহিত্য ও রবীন্দ্রনাথ)
এসো , তাহলে শুরু করি ঊনবিংশ শতকের কথা সাহিত্য| বিষয়-এর SAQ প্র্যাকটিস ।
পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৪৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
প্রশ্নপত্র
১। উপন্যাসগুলির প্রধান দু’টি করে চরিত্রের নাম লিখুনঃ নৌকাডুবি, চতুরঙ্গ, যোগাযোগ, মালঞ্চ । ২
২। ‘রজনী’ উপন্যাসটি কবে প্রকাশিত হয় ? এই উপন্যাসে ইংরেজি কার, কোন উপন্যাসের ছায়াপাত ঘটেছে ? ১+১=২
৩। ‘বিষবৃক্ষ’ উপন্যাসে ‘বিষবৃক্ষ’ বলতে কী বোঝানো হয়েছে ? কে, কোন গ্রন্থকে ‘দ্বিতীয় বিষবৃক্ষ’ বলেছেন ? ১+১=২
৪। গ্রন্থগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘মডেল ভগিনী’ , ‘ফোকলা দিগম্বর’ , ‘কাহাকে‘, ‘জাল প্রতাপচাঁদ’ । ১/২x৪ =২
৫। প্রকাশকালসহ রমেশ্চন্দ্র দত্তর দুটি সমাজ-পারিবারিক উপন্যাসের নাম লিখুন । ২
৬। রচনাকালসহ দু’টি করে প্রধান চরিত্রের নাম লিখুনঃ ‘আনন্দমঠ’, ‘চন্দ্রশেখর’ , ‘যুগলাঙ্গুরীয়’ , ‘ইন্দিরা’ । ১/২x৪ =২
৭। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি ? সেটি কোন ভাষায় লেখা ? গ্রন্থটির প্রকাশকাল লিখুন। ১+১=২
৮। নিম্নলিখিত রচয়িতাদের দু’টি করে উপন্যাসের নাম লিখুনঃ শিবনাথ শাস্ত্রী, তারকনাথ গঙ্গোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী, দামোদর মুখোপাধ্যায় । ২
৯। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসকে , কেন ‘উপন্যাস আকারে কাব্য’ বলা হয় ? ২
১০। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্পের নাম কী ? রবীন্দ্রনাথের তিনটি চরিত্র নামাঙ্কিত ছোটগল্পের নাম লিখুন । ১+১=২
XXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇
(উত্তরপত্রের কাজ চলছে )
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ