Shekhapora.com (শেখাপড়া) সম্পর্কে কিছু কথা

মাতৃভাষা বাংলায় এখনো সমস্ত বিষয় শেখা সম্ভব নয়। এর কারণ যাই হোক না কেন , এ কথা স্বীকার করতেই হবে যে বাংলা ভাষাটাকেই এখনো আমরা শুদ্ধভাবে লিখতে পড়তে ব্যবহার করতে হিমশিম খাই। এর অন্যতম প্রধান কারণ হল বিদ্যালয়ে স্তরের পাঠ্য ভাষা-সাহিত্য়-ব্যাকরণ বিষয়ে দুর্বলতা থেকে যাওয়া। এখন প্রায় সবার হাতেই ইন্টারনেট-পরিষেবাযুক্ত মোবাইল ফোন । ছাত্রছাত্রীরা এই মোবাইল ফোন ব্যবহারে বেশি দক্ষ । গেম খেলা থেকে শিক্ষালাভ , যোগাযোগ থেকে তথ্যানুসন্ধান সবই সম্ভব এর মাধ্যমে ।


বাংলা ভাষা ও সাহিত্যের পাঠ্য বিভিন্ন বিষয়ের একত্র সুসমাবেশের অপ্রতুলতা রয়েছে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমগুলিতে । ফেসবুক গ্রুপ , ব্লগ, কিংবা ইউটিউব ঘেঁটে দেখলেই বোঝা যাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন পাঠ্য বাংলা বিষইয়ের কিছু উপস্থপনা উপকারের চেয়ে বেশি বিভ্রান্ত করে দিচ্ছে ।


তাই এই শেখাপড়া ডট কম ওয়েবসাইটটি চালু করা হল। আশা করি এখানে ছাত্র-ছাত্রী-শিক্ষক-শিক্ষিকা সকলেই বাংলা বিষয়ে পাঠ্য ও পাঠ সম্পর্কিত বিষয়গুলি একত্র হাতের মুঠোয় পেয়ে উপকৃত হবেন । বিশেষ করে শিক্ষার্থীরা এখানে অনলাইনেই MCQ প্রশ্নগুলি চর্চা করতে পারবে। আধুনিক গতিশীল জীবনে বাসে-ট্রামে-ট্রেনে বা কোনোরকম লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তারা মুঠোফোনেই শিখতে পারবে বলে আমাদের এই আয়োজন ।


সবচেয়ে গুরুত্বপুর্ণ একটি বিষয় হল পশ্চিমবঙ্গ আঞ্চলিক বিদ্যালয় কৃত্যক আয়োগ ( WBRLST বা এক কথায় SSC ) এর বাংলা বিষয়ের ভাবি শিক্ষক-শিক্ষিকা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য বাংলা বিষয় ও TET এর প্রস্তুতি নিতে সিলেবাস এর বিষয়গুলিকে এখানে একত্র পরিবেশিত হয়েছে ও হচ্ছে । থাকছে অনলাইন MCQ test এর ব্যবস্থা । সমস্ত স্তরের শিক্ষার্থীর জন্য বাংলা ভাষা-সাহিত্য ও ব্যাকরণ বিষয়ের অনলাইন সহযগিতার হাত বাড়িয়ে দিতেই এই প্রচেষ্টা । এতে শিক্ষার্থীরা কিছুমাত্র উপকৃত হলে আমাদের এই প্রয়াস সার্থক হবে ।