পদ প্রকরণ এর পরীক্ষা | প্রশ্নমান-২ | বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এর উপর প্রশ্নপত্র। WBSLST BENGALI PRACTICE SET
সময়ঃ ৪০ মিনিট
পূর্ণমানঃ ২০
১.নিম্নরেখ পদগুলির বিশেষণের শ্রেণি নির্ণয় করুন।
ক. প্রীতম লাল জামা গায়ে দিয়েছে ।
খ. লোকটি দ্রুত হেঁটে আসছে।
গ. বাজার থেকে দশ কিলো চাল আনবে।
ঘ. কনকনে শীতে ঘাসের উপর শিশির ঝরে।
২.কোনটি কোন শ্রেণির বিশেষ্য নির্ণয় করুন।
ক. ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
খ. তাঁহাদের নৌকা বহর হইতে দূরে পড়িয়াছিল।
গ.হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব।
ঘ. আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার।
৩.কোনটি কোন শ্রেণির সর্বনাম নির্ণয় করুন।
ক. কোন কোন বই তোমার পছন্দ ?
খ. তিনি স্বয়ং উপস্থিত ছিলেন।
গ. সকলের তরে সকলে আমরা।
ঘ.তুমি নও অন্য কেউ কাজটি করেছে।
৪.কোনটি কোন শ্রেণির অব্যয় নির্ণয় করুন।
ক. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’
খ. সেই থেকে দুজনের ভাব-ভালোবাসা।
গ. শিক্ষিত মানুষ দেশ তথা সমাজের জন্য উপযোগী।
ঘ. সে তো এখনও এলো না!
৫.বাক্যে প্রয়োগ করে উদাহরণ দিন।
বিয়োজক অব্যয়, বাক্যাশ্রয়ী বিশেষণ, সামীপ্যবাচক সর্বনাম, অবস্থাবাচক বিশেষ্য।
৬.উদাহরণ সহ সংজ্ঞা দিন।
ক.ক্রিয়াবাচক বিশেষ্য।
খ.অনির্দেশক সর্বনাম।
গ.পুরণবাচক বিশেষণ।
ঘ. পদান্বয়ী অব্যয়।
৭. শ্রেণিবাচক বিশেষ্য কাকে বলে ? দুটি উদাহরণ দিন। বিশেষ্য পদের প্রকারভেদ গুলি লিখুন ।
৮. পূরণবাচক বিশেষণ কাকে বলে ? উদাহরণ দিয়ে এর সঙ্গে সংখ্যাবাচক বিশেষণ এর পার্থক্য লিখুন।
৯. পদ ও শব্দের দুটি পার্থক্য লিখুন। প্রাতিপাদিক কাকে বলে ? উদাহরণ দিন।
১০. প্রকৃতি কাকে বলে ? শ্রেণিবিভাগ করে দুটি করে উদাহরণ দিন।
XXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET