‘কর্তার ভূত’, ‘তেলেনাপোতা আবিষ্কার’ , ‘ডাকাতের মা’ এর প্রশ্ন

SLST বাংলা প্র্যাকটিস সেট । বিষয়ঃ একাদশ শ্রেণির পাঠ্য তিনটি গদ্য / ‘কর্তার ভূত’, ‘তেলেনাপোতা আবিষ্কার’ , ‘ডাকাতের মা’

‘কর্তার ভূত’, ‘তেলেনাপোতা আবিষ্কার’ , ‘ডাকাতের মা’ এর পরীক্ষা

প্রশ্নমানঃ ২০ সময়ঃ ৪০ মিনিট।

অনধিক ৩০টি শব্দে উত্তর দিন।

১. “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল” – কখন এবং কেন দেশের লোক ভারি নিশ্চিন্ত হল ? ১+১

২. “অন্য সব দেশে যত ঘানি ঘোরে তখন তার থেকে তেল বের হয়।” – উদ্ধৃতিটি কোথায় আছে ? এই তেল কী কাজে ব্যবহার করা হয় ? ১+১

৩. “সেইখানেই তো ভূত। ” – বক্তা কে ? কখন তিনি মন্তব্যটি করেছেন ? তাঁর মতে ‘ভূত’ কোথায় ? ১/২ + ১+১/২

৪. “আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা। আমার কথার নড়চড় হবে না।” – বক্তা ক ? তিনি কী কথা দিয়েছিলেন ? শেষ পর্যন্ত তিনি কি কথা রেখেছিলেন ? ১/২ + ১+১/২

৫. “মনে হবে তেলনাপোতা বলে কোথাও কিছু নেই।” – একথা কার মনে হবে ? এই মনে হবার কারণটি কী বলে মনে হয় ? ১+ ১

৬. “মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে।” – কারা , কোথায় দাঁড়িয়ে আছে ? কীসের সাক্ষ্য তারা দিচ্ছে ? ১/২ + ১+১/২

৭. ”অনেকদিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে।” – বুড়িটি কে ? সামান্য ব্যাপারটা কী ? সেটা উত্তেজনা নিয়ে আসার কারণ কী ? ১/২ +১/২+ ১

৮. “সেইজন্য হুলুস্থূল পড়ে যায় তাঁর বাড়িতে সকাল বেলায়। ” – কার বাড়ির কথা বলা হয়েছে ? তাঁর বাড়িতে সকালবেলায় হুলুস্থূল পড়ে যাবার কারন কী ? “১+ ১

৯.”এইবার সৌখীর মা ভেঙে পড়ল।… ছেলের নামে কলঙ্ক এনেছে সে।” – কখন সৌখীর মা ভেঙে পড়ে ? কোন কলঙ্কের কথা বলা হয়েছে এখানে ? ১+১

১০.”সে তো মরদের কাজ,গর্বের জিনিস।” – কে এ কথা ভেবেছিল ? কোন কাজকে কেন তার ‘মরদের কাজ’ বলে মনে হয়েছে ? ১+১

XXXXXXXXXXXXXXXXXX

ত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।

( উত্তরপত্রের কাজ চলছে)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। সাহিত্যের রূপরীতি/ নাট্য সাহিত্য SAQ

Leave a Reply