চর্যাপদ | প্রশ্নোত্তরে চর্যাপদ

১) বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ? এটি কে কোথা থেকে আবিস্কার করেন ? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায় ?

উত্তর: বাংলা ভাষার আদি নিদর্শন হল – ‘চর্যাপদ’ ।

   এটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার (অভিলেখালয় গ্রন্থাগার) থেকে আবিস্কার করেন ।

∆ বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব: 

১) বাংলা ভাষার প্রাচীন রূপ সম্বন্ধে জানা যায় ‘চর্যাপদ’ থেকে ।

২) ‘চর্যাপদ’ থেকেই কবিতার মধ্যে যে অন্ত্যমিল রয়েছে তা জনা যায় ।

৩) বাংলা কবিতার ছন্দের ইতিহাস অনুসন্ধান করতে গেলে ‘চর্যাপদ’ এর গুরুত্ব অপরিসীম। 

৪) বহু বাংলা শব্দের বিবর্তনের ধারা খুঁজে পেতে এই গ্রন্থের গুরুত্ব অপরিহার্য। 

৫। তৎকালীন সমাজ জীবনের ইতিহাস জানা যায় চর্যাপদ থেকে। 

৬। বাংলা ভাষার ইতিহাস, বাঙালির ইতিহাস , বাংলা সাহিত্যের ইতিহাস , বাংলাদেশের ভৌগোলিক পরিচয় , বাঙালির ধর্মচিন্তা, খাদ্য , পেশা, জীবনযাত্রা ইত্যাদি বিষয়ের এক প্রামাণ্য দলিল হিসেবে ‘চর্যাপদ’ গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। 

চর্যাপদের আরো বিস্তারিত আচনার জন্য এখানে ক্লিক করুন 👉 প্রশ্নোত্তরে চর্যাপদ

Leave a Reply