প্রশ্নঃ শ্রী চৈতন্যমহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেন ? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা কর ।
উত্তর : শ্রীচৈতন্যদেব ১৪৮৬ খ্রি: নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপে জন্ম গ্রহণ করেন । বাংলার
সমাজ-সাহিত্য-সংস্কৃতিতে যে মহাপুরুষের প্রভাব সব থেকে বেশি তিনি হলেন শ্রীচৈতন্যমহাপ্রভু । তাকে কেন্দ্র করেই হয়ে থাকে যুগ বিভাজন । যথা – প্রাক-চৈতন্যেযুগ, চৈতন্য সমসাময়িক ও চৈতন্য পরবর্তী যুগ । নিজে কোনো গ্রন্থ রচনা না করেও তিনি বাংলা সাহিত্যে বিশাল প্রভাব ফেলেছেন । নিম্নে তা বর্ণিত হল –
১) চৈতন্যের আগে বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণের ঐশ্বর্যভাবের প্রাধান্য থাকলেও চৈতন্যদেবের মৃত্যুর পরে মূলত কৃষ্ণের মাধুর্যভাব নিয়েই পদরচনা শুরু হয়।
২) চৈতন্যদেবের প্রভাবেই বাংলা সাহিত্যে রচিত হয় ‘গৌরাঙ্গ বিষয়ক পদ’ এবং ‘গৌরচন্দ্রিকা’ বিষয়ক নানা পদ।
৩) চৈতন্যদেবের প্রভাবে অনেক ইসলামি কবিও রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে পদ রচনা করেছেন।
৪) সর্বোপরি, চৈতন্যদেব যে ভাক্তিপ্রেমের বাণী প্রচার করেছিল তা পরবর্তী দু-শো বছর বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিল ।
………………………