Tags: ছড়া, বাংলা লোক ছড়া, Bangla Chhora, ছড়া কাকে বলে, ছড়া ও কবিতার পার্থক্য কোথায়, ছেলেভুলানো ছড়া , মেয়েলি ছড়া , ঘুমপাড়ানি ছড়া , ছেলেভুলানো ছড়া কাকে বলে,
১. ছড়া কাকে বলে ? ছড়া ও কবিতার পার্থক্য কোথায় ?
উত্তর: শিশু মনোরঞ্জনের জন্য মুখে মুখে রচিত ছন্দবদ্ধ রচনাকে বলা হয় ছড়া। যেমন – ছেলেভুলানো ছড়া, ঘুমপাড়ানি ছড়া, খেলাধুলার ছড়া , মেয়েলি ছড়া ইত্যাদি।
∆ ছড়া ও কবিতার পার্থক্য:
ক. ছড়া সাধারণত শিশু মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত আর কবিতা সকলের মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত।
খ. ছড়ায় ভাবের গভীরতা থাকে না। কিন্তু কবিতা ভাবের গভীরতায় কুলীন।
গ. ছড়া সাধারণত কোন ব্যঞ্জনা থাকে না কিন্তু কবিতায় ব্যঞ্জনা থাকে ।
ঘ. লোক ছড়া সাধারণত গোষ্ঠীকেন্দ্রিক রচনা কিন্তু কবিতা ব্যক্তিকেন্দ্রিক রচনা।
ঙ. ছড়া লোকসাহিত্যের বিষয় আবার কবিতা অভিজাত সাহিত্যের বিষয়।
চ. ছড়া তুলনায় প্রাচীন হলেও কবিতা তুলনায় অর্বাচীন।
২. বাংলায় প্রচলিত ছড়াগুলির শ্রেণিবিভাগ করুন।
উত্তর: বাংলায় প্রচলিত লৌকিক ছড়াগুলিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি।সেগুলি হল –
ক.ছেলেভুলানো ছড়া : “সোনা সোনা ডাক ছাড়ি/সোনা নেইকো বাড়ি /মনা মনা ডাক ছাড়ি /মনা আছে বাড়ি । আয়রে মনা আয় ,/দুধ মাখা ভাত কাগে খায় । “
খ. ঘুমপাড়ানি ছড়া : “ঘুমপাড়ানি মাসি পিসি/ মোদের বাড়ি এসো /খাট নেই পালঙ্ক নেই/খোকার চক্ষু পেতে বোসো। /এই গালে দিনু চুমো দে রে ওই গাল,/ ঘুমে ঘোর খোকা মোর চুমোর মাতাল ।।”
গ. ছেলে খেলা ছড়া : “আড়ি আড়ি আড়ি/ কাল যাব বাড়ি /পরশু যাব ঘর /কি করবি কর/ হনুমানের ল্যাজ ধরে টানাটানি কর। “
ঘ. মেয়েলি ছড়া:“আম পাতা জোড়া জোড়া, /মারবো চাবুক চড়বো ঘোড়া । /ওরে বিবি সরে দাঁড়া ,/ আসছে আমার পাগলা ঘোড়া ।/পাগলা ঘোড়া খেপেছে, / বন্দুক ছুড়ে মেরেছে। /অলরাইট ভেরি গুড মেম খায় চা-বিস্কুট।। “
দেখে রাখো 👉 বাগধারা ও প্রবাদ-প্রবচনের পার্থক্য
৩. ‘ছেলেভুলানো ছড়া ‘ কাকে বলে ? উদাহরণ দিন । ‘ছেলেভুলানো ছড়া’ নামকরণটি কে কোন ব্যবহার গ্রন্থে করেন ?
উত্তর: যে লৌকিক ছড়াগুলি শুধুমাত্র শিশু মনোরঞ্জনের জন্য প্রচলিত রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছড়া গুলিকে ‘ছেলেভুলানো ছড়া’ বলেছেন। যেমন -“সোনা সোনা ডাক ছাড়ি/সোনা নেইকো বাড়ি /মনা মনা ডাক ছাড়ি/ মনা আছে বাড়ি /আয়রে মনা আয় /দুধ মাখা ভাত কাগে খায় ।।”
এইসব লোক-ছড়াগুলি শুধুমাত্র শিশু মনোরঞ্জনের জন্য প্রচলিত ছিল । তাই এগুলিকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘লোকসাহিত্য’ গ্রন্থের ‘ছেলেভুলানো ছড়া’ প্রবন্ধে ‘ছেলেভুলানো ছড়া’ নামে অভিহিত করেন।
৪। ‘ছেলেভুলানো ছড়া ‘ প্রবন্ধটি প্রথমে কী নামে মূদ্রিত হয় ?
উত্তরঃ ‘ছেলেভুলানো ছড়া ‘ প্রবন্ধটি প্রথমে ‘মেয়েলি ছড়া’ নামে মূদ্রিত হয় । পরে ‘লোকসাহিত্য’ গ্রন্থে সংকলিত হবার সময় নাম হয় ‘ছেলেভুলানো ছড়া ‘ ।
প্রস্তুতির জন্য পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET