নাম/উপাধি ও উপাধিদাতা

কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তির উপাধি এবং উপাধি দাতার নাম


প্রকৃত নাম> জনপ্রিয় নাম/উপাধি> উপাধিদাতা। ‌

১.রাজা রামমোহন রায়>ভারতপথিক>রবীন্দ্রনাথ

২. মোহনদাস করমচাঁদ গান্ধী> মহাত্মা> রবীন্দ্রনাথ ঠাকুর।

৩.রাজা রামমোহন রায়>ভারতীয় জাতীয়তাবাদের জনক>জহরলাল নেহেরু

৪.রাজা রামমোহন রায়>রাজা>দ্বিতীয় আকবর শাহ। ‌

৫. রবীন্দ্রনাথ ঠাকুর>বিশ্বকবি>ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

৬. রাজা রামমোহন রায়>বিশ্বপথিক>দিলীপ বিশ্বাস ।

৭.মোহনদাস করমচাঁদ গান্ধী>জাতীর জনক>সুভাষ চন্দ্র বসু।

৮. মহাত্মা গান্ধী>অর্ধ নগ্ন ফকির>ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

৯.সুভাষ চন্দ্র বসু>নেতাজি>মহাত্মা গান্ধী/জার্মানিতে বন্দি ভারতীয়।

১০. সুভাষ চন্দ্র বসু>প্যাট্রিয়ট অব প্যাট্রিয়টস>মহাত্মা গান্ধী।

১১. সুভাষ চন্দ্র বসু>দেশনায়ক>রবীন্দ্রনাথ।

১২. রবীন্দ্রনাথ ঠাকুর>গুরুদেব>মহাত্মা গান্ধী। ‌‌

১৩. রাজা রামমোহন রায়>নবযুগের প্রবর্তক>বিপিন চন্দ্র পাল।

১৪.বাল গঙ্গাধর তিলক>লোকমান>দেশবাসী।

১৫. সি.এফ.অ্যান্ড্রুজ>দীনবন্ধু >মহাত্মা গান্ধী।

১৬.বাল গঙ্গাধর তিলক>ফাদার অফ ইন্ডিয়ান আরানস্ট(ভারতীয় বিক্ষোভের জনক)–ভ্যালেন্টাইন চিরল(ইংরেজ-সাংবাদিক)।
১৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর>বিদ্যাসাগর>কলকাতা সংস্কৃত/হিন্দু ল.কমিটি
১৮.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর>পুরুষ সিংহ>রবীন্দ্রনাথ ঠাকুর। ‌

১৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়> জাতীয়তাবাদের ঋষি> অরবিন্দ ঘোষ।

২০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়>The Real Father Of Indian Nationalism–হীরেন্দ্র নাথ দত্ত।

Leave a Reply