প্রশ্নোত্তরে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য, ২০ নম্বরের পরীক্ষা দাও। উত্তরপত্র মিলিয়ে শিখে নাও
বিষয়ঃ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য
২০ নম্বরের পরীক্ষা
প্রশ্নপত্র (২x১০ = ২০)
১। হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত চর্যাপদের সংকলনটির নাম কী ? এটি কবে প্রকাশিত হয় ?
২। আগমনী কাকে বলে ? এই পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ কে ? তাঁর একটি আগমনী পদের উদাহরণ দিন ?
৩। “শ্রীকৃষ্ণ কীর্তন” কাব্যের খন্ড সংখ্যা কয়টি ও সর্বশেষ খন্ডের নাম কী ? এর সবচেয়ে বড় খন্ড কোনটি ? সেটির মূল কাহিনিবৃও উল্লেখ করুন ?
৪। কৃত্তিবাসী রামায়ণ কার উদ্যোগে কোন বছর এবং কী নামে সর্বপ্রথম মুদ্রিত হয় ?
৫। মধ্যযুগে ভাগবতের অনুবাদ ধারাটি স্তিমিত হয়ে পড়ার কারণগুলি কী কী ?
৬। কাশীরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল ? তাঁর মহাভারতের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন।
৭। মধ্যুযুগে রচিত দৈবী মাহাত্ম্য বর্জিত বিশুদ্ধ মানব প্রেমের আখ্যান কোন গ্রন্থকে বলা হয় ? গ্রন্থটি কে , কার নির্দেশে রচনা করেন ?
৮। বিদ্যাপতির পদ প্রথম কে সংগ্রহ করেন ? বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ? ‘পদকল্পতরু’তে বিদ্যাপতির ক’টি পদ আছে ?
৯। কে , কাকে চৈতন্যলীলার ব্যাস বলেছেন ? তাঁর রচিত চৈতন্য জীবনীগ্রন্থটির নাম কী ? গ্রন্থটির পূর্বনাম উল্লেখ করুন ?
১০। ভনিতাটির রচয়িতা ও রচনাকাল লিখুন।
“ঋতুশশী বেদ শশী পরিমিত শক।/সুলতান হুসেন শাহ নৃপতি তিলক।। ”
XXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
( উত্তরপত্রের কাজ চলছে)
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET