tags: শাক্ত পদ কাকে বলে, অষ্টাদশ শতকে শক্ত পদ সৃষ্টির কারণ, বৈষ্ণব পদ এর সাথে শাক্ত পদ এর পার্থক্য, শাক্ত কথাটির অর্থ, ‘মালসি’ কাকে বলে, প্রসাদী সুর, রামপ্রসাদ সেন, কমলাকান্ত , মা আমায় ঘুরাবি কত, আগমনী ও বিজয়া ,”ওরে নবমী নিশি না হই ও রে অবসান , ”কালী” নামের কারণ কী, শাক্তপদে তৎকালীন গার্হস্থ্য জীবন, আগমনী ও বিজয়া কী,
বিষয়ঃ শাক্ত পদ | ২০ নম্বরের পরীক্ষা
প্রশ্নপত্র (২x১০ = ২০)
১। অষ্টাদশ শতকে শক্ত পদ সৃষ্টির পেছনে প্রধান কারণগুলি কী কী ?
২। কোন শাক্ত পদকর্তাকে, কে এবং কেন “কবিরঞ্জন” উপাধি দান করেন ?
৩। ‘বিজায়া’ কাকে বলে ? এই জাতীয় পদ রচনায় কে শ্রেষ্ঠ কে ? তাঁর একটি ‘বিজায়া’ পদের উদাহরণ দিন।
৪। শাক্তপদে তৎকালীন গার্হস্থ্য জীবন ও সমাজ জীবনের কী কী পরিচয় পাওয়া যায় ?
৫। “” নিজে হই সরকারি মুটে মিছে মরি বেগার খেটে ।/আমি দিনমজুরি নিত্য করি পঞ্চভূতে খায়গো বেটে ।”” — কার লেখা ? কোন পর্যায়ের পদ ? রচয়িতার জন্মস্থান কোথায় ?
৬। দুজন মুসলমান শাক্ত পদকর্তার নাম লিখে একজনের একটি পদের উদাহরণ দিন।
৭। রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য ছাড়া অষ্টাদশ শতকের অন্য চারজন শাক্ত পদকর্তার নাম লিখুন।
৮। বৈষ্ণব পদ এর সাথে শাক্ত পদ এর পার্থক্য গুলি কী কী ?
৯। কোনটি কোন পর্যায়ের শাক্ত পদ তা রচয়িতার নামসহ লিখুনঃ
i) ” আমি কী হেরিলাম নিশি-স্বপনে । “
ii) “মা আমায় ঘুরাবি কত ? / কলুর চোখ ঢাকা বলদের মত।।”
iii) ”মা নিম খাওয়ালে চিনি বলে কথায় ক’রে ছলো /ও মা মিঠার লোভে তেতো মুখে সারাদিনটা গেল।”
iv) ”ওরে নবমী নিশি না হই ও রে অবসান ।”
১০। শাক্তপদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য-এর সংক্ষিপ্ত পরিচয় দিন । ( অনধিক ৪০ টি শব্দে)
XXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
( উত্তরপত্রের কাজ চলছে……)
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET