এসো , তাহলে শুরু করি মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ – এর SAQ প্র্যাকটিস ।
পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
প্রশ্নপত্র
১। মাইকেল মধুসূদন দত্ত , বিহারীলাল চক্রবর্তী , ও রবীন্দ্রনাথের জন্ম- মৃত্যু সাল (খ্রিস্টাব্দ) লিখুন। ২
২। কে , কাকে , কেন গীতিকাব্যের ‘ ভোরের পাখি’ বলেছেন ? কোন রচনায় সেটা বলেছেন ? ২
৩। ‘বন্ধুবিয়োগ ‘, সাধের আসন’ , ‘প্রেমপ্রবাহিনী’ , ‘সারদামঙ্গল ‘, ”মায়াদেবী ‘ — প্রকাশকাল লিখে সেই অনুযায়ী সাজিয়ে লিখুন । ২
৪। গ্রন্থগুলির অন্তর্গত দুটি করে কবিতার নাম লিখুনঃ ‘শ্যামলী’ , ‘সোনার তরী’ , ‘নবজাতক’, ‘ বলাকা’ । ১/২x৪ =২
৫। কে বাংলায় প্রথম , এবং কী নামে সনেট রচনা করেন ? তাঁর চারটি সনেটের নাম লিখুন । ২
৬। ‘মেঘনাদ বধ কাব্য’-এর কয়টি সর্গ ও কী কী ? ২
৭। রবীন্দ্রনাথের কাব্য রচনার কোন পর্বকে শ্রেষ্ঠ বলা হয় ? এবং কেন শ্রেষ্ঠ বলা হয় লিখুন। ১+১=২
৮। রবীন্দ্রনাথের দুটি আন্তর্জাতিক চেতনামূলক কবিতা ও দুটি ওড জাতীয় কবিতার নাম লিখুন । ২
৯। ‘বীরাঙ্গনা কাব্যে’ কয়টি পত্র রয়েছে ? এই কাব্যের চারজন বীরাঙ্গনার নাম লিখুন। ২
১০। ‘সাধের আসন’ কার রচনা ? গ্রন্থটির এরূপ নামকরণের কারণটি লিখুন। ১+১=২
XXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇
(উত্তরপত্রের কাজ চলছে )
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ