You are currently viewing ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে ? বাংলায় ব্রতচারীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে ? বাংলায় ব্রতচারীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

প্রশ্নঃ ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে ? বাংলায় ব্রতচারীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর : বাংলায় ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরুসদয় দত্ত ( ১৮২২-১৯৪১) ।

ব্রতচারীর সংক্ষিপ্ত পরিচয় : ভারতবর্ষের পরাধীন দেশবাসীকে শরীরচর্চা এবং স্বদেশিকতায় ব্রতচারী আন্দোলন বিশেষ ভূমিকা পালন করে । ১৯৩২ খ্রি: গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলনের সূত্রপাত ঘটান । ১৯৩৫ সালে বেঙ্গল ব্রতচারী সমিতি স্থাপিত হয় । দেশের বিভিন্ন স্থানে অনেকগুলি শাখা খুলেছিল সেই বছরই ।
বাংলার ব্রতচারী সমিতির উদ্যোগে ১৯৩৬ খ্রি: ‘বাংলার শক্তি’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল । ইউরোপেও এই ব্রতচারী আন্দোলন জনপ্রিয়তা পায় । এ আন্দোলনের প্রতি সপ্রশংস সমর্থন ছিল ইংরেজ সরকারেও । এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাঙ্গালী ব্রতচারীদেরকে সত্য, ঐক্য, শ্রম, জ্ঞান ও আনন্দের সাথে জীবনযাপনের পথপ্রদর্শন করা । ব্রতচারীদের সংযম, অধ্যবসায়, আত্মনির্ভরতা ও সত্যচারিতা ছিল এ আন্দোলনের অন্যতম দিক । ব্রতচারীদের কী কী করণীয় এবং কোন বিষয় গুলি করা নিষেধ এবিষয়ে গুরুসদয় দত্ত বিধিমালা তৈরি করেছিলেন । মনোগ্রাহী করতে ব্রতে অনেক গানও রচনা করেছিলেন । এই গানগুলির মূল বাণী ছিল শ্রম, সত্যনিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের উন্নতি সাধন করাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য ।

একসময় জনপ্রিয় এই ব্রতচারিগণকে জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ এই পঞ্চব্রতে দীক্ষিত হয়ে চরিত্র গঠন ও দেশসেবায় আত্মোৎসর্গ করতে হতো। ব্রতচারী সাধনা চারটি পর্যায়ে বিভক্ত ছিল: চরিত্র, কৃত্য, সঙ্ঘ ও নৃত্য। ব্রতচারী হতে ইচ্ছুক ব্যক্তিকে নিম্নরূপ প্রতিজ্ঞা করতে হতো:

‘’ব্রত লয়ে সাধব মোরা বাংলাদেশের কাজ

তরুণতার সজীব ধারা আনবো জীবন-মাঝ

চাই আমাদের শক্ত দেহ, মুক্ত উদার মন।

রীতিমতো পালবো মোরা মোদের প্রতিপণ

ব্রতচারীকে আরও তিনটি পণ করতে  হতো:

আমি বাংলাকে ভালবাসি

আমি বাংলার সেবা করবো

আমি বাংলার ব্রতচারী হব।’’

……………………..

👇গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় দেখে রাখো👇

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা

ভারতবর্ষ গল্পের প্রশ্নোত্তর 

‘কে বাঁচায় কে বাঁচে ‘ গল্পের বড় প্রশ্ন 

‘অলৌকিক’ গল্পের প্রশ্নোত্তর 

‘রূপনারানের কূলে’ কবিতার গুরুত্বপূর্ণ৩ টি প্রশ্নোত্তর

‘ভাত’ গল্পের প্রশ্ন ও উত্তর  

বিভাব নাটকের বড় প্রশ্ন উত্তর 

বাংলা গানের ধারা প্রশ্নোত্তর 

‘আমি দেখি’ কবিতার প্রশ্নোত্তর

‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার বড় প্রশ্ন 

Leave a Reply