You are currently viewing শব্দের ব্যুৎপত্তি(গঠন)গত শ্রেণি || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট

শব্দের ব্যুৎপত্তি(গঠন)গত শ্রেণি || ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট

ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট , MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে শব্দের গঠন , সমাসবদ্ধ শব্দ, প্রত্যয়নিষ্পন্ন শব্দ, ধ্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ, শব্দদ্বৈত , অনুষঙ্গ নিষ্পন্ন শব্দ, উপসর্গযুক্ত শব্দ, উপসর্গ ইত্যাদি বিষয়ে বিভিন্ন শ্রেণির বাংলা ব্যাকরণ, class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য শব্দের প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি।

এসো , তাহলে শুরু করি শব্দের ব্যুৎপত্তি(গঠন)গত শ্রেণি এর MCQ প্র্যাকটিস ।

0 votes, 0 avg
130

বিষয়ঃ শব্দের গঠনগত শ্রেণি ও অন্যান্য 

 নির্ধারিত সময়ঃ ৩০ মিনিট  

তোমার নির্ধারিত ৩০ মিনিট সময় শেষ হয়ে গেছে ।

ধন্যবাদ । 


শব্দের গঠনগত শ্রেণি ও অন্যান্য

1 / 30

সমাসবদ্ধ শব্দের সঙ্গে শব্দ-দ্বৈত শব্দের পার্থক্য হলঃ-

2 / 30

চরকার ঘর্ঘর পড়শির ঘর-ঘর ।  -- এখানে 'ঘর্ঘর' ও 'ঘর-ঘর' হল যথাক্রমেঃ-

3 / 30

নীচের কোনটি সমাসবদ্ধ শব্দের উদাহরণ নয় ?

4 / 30

নীচের কোনটি শব্দদ্বৈত-র উদাহরণ ?

5 / 30

একটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ হল :-

6 / 30

নীচের কোনটি ব্যুৎপত্তিগত বিচারে অন্যদের চেয়ে আলাদা ?

7 / 30

নীচের কোন জোড়াটি ঠিক ?

8 / 30

যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের কী  শব্দ বলে ?

বা

শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে কী শব্দ বলেে ?

9 / 30

একটি সমাসবদ্ধ শব্দের উদাহরণ হলঃ-

10 / 30

স্নাতক - Graduate
নথি - File
স্নাতকোত্তর - Post Graduate
প্রশিক্ষণ -Training

-- এগুলি কী শব্দ ?

11 / 30

একই সঙ্গে উপসর্গযুক্ত ও প্রত্যয় নিষ্পন্ন শব্দের উদাহরণ হল :-

12 / 30

 শব্দের ব্যুৎপত্তিগত বিচারে কোনটি অন্যদের থেকে আলাদা শব্দ ?

13 / 30

মৌমাছি করে কেন  গুনগুন ?  -- এখানে 'গুনগুন' হলঃ -

14 / 30

একটি অনূদিত শব্দের উদাহরণ হলঃ-

15 / 30

বিরাট + অনুষ্কা = বিরুষ্কা -- এটি কী জাতীয় শব্দের উদাহরণ ?

16 / 30

'নিমরাজি'  শব্দের 'নিম' উপসর্গটি এখানে কী অর্থ নির্দেশ করছে ?

17 / 30

যে শব্দের দ্বারা সংক্ষেপে কোন বিষয় সর্বজন স্বীকৃত ও  সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাকেই  বলা হয় "------------- " শব্দ । -- শূন্যস্থানে বসবে যা , তা হলঃ-

18 / 30

যে -সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে কী শব্দ বলে ?

19 / 30

ফোন  শব্দটি একটি --

20 / 30

‘হা-ঘর’ গঠনগত দিক দিয়ে কোন শ্রেণির শব্দ ?

21 / 30

লসাগু = লঘিষ্ঠ সাধারণ গুনিতক ।

গসাগু = গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

----- কীসের উদাহরণ ?

22 / 30

নীচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ নয় ?

23 / 30

কনকনে শীত ।

গনগনে আগুন ।

-- বাক্য দুটি ঠিক হলে নীচের কোন বক্তব্যটি সঠিক ?

24 / 30

নীচের কোনটি উপসর্গযুক্ত শব্দ ?

25 / 30

শব্দের গঠনগত বিচারে নীচের কোনটি আলাদা ?

26 / 30

নীচের কোনটি অনুকার শব্দের উদাহরণ ?

27 / 30

মুক্তি  শব্দটি ব্যুৎপত্তিগত বিচারে কোন শ্রেণির ?

28 / 30

টকটকে লাল শাড়ি । ---এখানে 'টকটকে' শব্দটি হল :-

29 / 30

সাপটা হঠাৎ ফোঁস করে উঠলো । -- এখানে 'ফোঁস' কীসের উদাহরণ ?

30 / 30

ঝমঝম করে বৃষ্টি নামলো । --- এই বাক্যে ব্যবহৃত ক্রিয়া বিশেষণটি আসলে :-

Your score is

The average score is 59%

0%

Leave a Reply