You are currently viewing সমাস || SAQ || সমাসের প্রশ্ন || সমাস এর পরীক্ষা

সমাস || SAQ || সমাসের প্রশ্ন || সমাস এর পরীক্ষা

সমাস || SAQ || সমাসের প্রশ্ন || সমাস এর পরীক্ষা,ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট , MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে সমাস , সমাস বিষয়ে দশম শ্রেণির বাংলা ব্যাকরণ , class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য সমাস কত প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি।

এসো , তাহলে শুরু করি সমাস এর SAQ প্র্যাকটিস ।

পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। অনধিক ৩০ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। সময়ঃ ৩৫ মিনিট

১। সমাস কথাটির অর্থ কী ? শব্দটির ব্যুৎপত্তি কী ? সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো।

২। উদাহরণ দাওঃ তদ্ধিতার্থক দ্বিগু , সংখ্যা বহুব্রীহি , একশেষ দ্বন্দ্ব , ক্রিয়া বিশেষণ তৎপুরুষ

৩। ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখোঃ- রোদ-বৃষ্টি-ঝড়, হাসাহাসি, সজল, গজানন

৪। প্রতিকূল, আজন্ম — কোন শ্রেণির সমাসের উদাহরণ ? এদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো । এই শ্রেণির সমাসের আরো দুটি উদাহরণ দাও।

৫। অলোপ সমাস কাকে বলে ? উদাহরণ দাও। সমাসের এই “অলোপ” নামের কারন কী ?

৬। পকেট মারে যে = পকেটমার — এটি উপপদ ততপুরুষ সমাসের উদাহরণ । এখানে কোন পদটি উপপদ ? এরকম আরও দুটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও।

৭। ব্যুৎপত্তি নির্ণয় করোঃ– বিভক্তি , অনুসর্গ । বিভক্তি ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো ।

৮। সমাস নির্ণয় করোঃ– পানাপুকুর, ফেলে-আসা দিনগুলি, প্রতিদিন, দ্বীপান্তর

৯। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করোঃ– গরহাজির , পদচ্যুত , মীনাক্ষি , দুধে-ভাতে।

১০। উপমান কর্মধারয় সমাস কাকে বলে ? উদাহরণ দাও। রূপক কর্মধারয়ের দুটি উদাহরণ লেখো ।

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

উত্তরপত্র :- উত্তরের জন্য এখানে ক্লিক করো।

আরও দেখে রাখবেঃ-

https://shekhapora.com/wp-admin/post.php?post=1082&action=edit

https://shekhapora.com/wp-admin/post.php?post=1055&action=edit

https://shekhapora.com/wp-admin/post.php?post=1029&action=edit

Leave a Reply