বিষয়ঃ- কারক অকারক SAQ,কারক বিষয়ক প্রশ্ন,কারক,তির্যক বিভক্তি কাকে বলে, নিরপেক্ষ কর্ত্অকারক পদ, কারক কথাটির ব্যুৎপত্তি ও অর্থ, কারক ও বিভক্তি/অনুসর্গ/নির্দেশক, অনুসর্গ কথাটির অর্থ, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, করতৃকারকের শ্রেণি , করণ কারকের শ্রেণি, অপাদান কারক, নিমিত্ত কারক, অধিকরণ কারক, নির্দেশক কী, বিভক্তি কাকে বলে ইত্যাদি কারক অকারক বিভক্তি অনুসর্গ নির্দেশক এগুলি বিষয়ে জানা থাকলে পরীক্ষা দাও।
কারক অকারক SAQ || কারক বিষয়ক প্রশ্ন || সময়ঃ ৩৫ মিনিট
প্রশ্নপত্র👇
১। তির্যক বিভক্তি কাকে বলে ? উদাহরণ দাও। এর নাম তির্যক কেন ?
২। অকারক পদ কাকে বলে ? অকারক পদ কত প্রকার ও কী কী ? অকারক পদ কারক নয় কেন ?
৩। কারক কথাটির ব্যুৎপত্তি ও অর্থ লিখ। ভাষাতত্ত্বের কোন শাখায় কারক আলোচিত হয় ?
৪। নিম্নলিরেখ পদগুলির কারক ও বিভক্তি/অনুসর্গ/নির্দেশক নির্দেশ করঃ-
ক) ছেলেরা ক্রিকেট খেলছে।
খ) মেয়েরা তাস খেলছে।
গ) দরজায় এত ভিড় কিসের গো ?
ঘ) সন্তানের মা মা ডাক সকল মা-ই পছন্দ করেন।
৫। চিহ্নিত পদগুলির কারক ও বিভক্তি/অনুসর্গ/নির্দেশক নির্দেশ করঃ-
ক) বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা ।
খ) সাধনায় ঘটে সিদ্ধিলাভ ।
গ) আমরা আজ ডাক্তার দেখালাম।
ঘ) গায়কের গান আর লেখকের লেখা দুটোই সুন্দর।
৬। কী জাতীয় কর্তার উদাহরণ , লেখো ।
ক) বক্তা দর্শকদের বক্তৃতা শোনাচ্ছেন ।
খ) আমার আর যাওয়া হবে না গো ।
গ) গরুতে গাড়ি টানে।
ঘ) ভাইয়ে ভাইয়ে মাঠে ফসল ফলায়।
৭। অনুসর্গ কথাটির অর্থ কী ? বিভক্তি ও অনুসর্গের দুটি কাজ লেখো। একটি অব্যয়জাত ও একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ দাও।
৮। উদাহরণ দাওঃ –
ক) সমধাতুজ করণ।
খ) বিষয়াধিকরণ
গ) অপাদান কারকে ‘এ’ বিভক্তি।
ঘ) নিমিত্ত কারক ।
৯। বাংলা ব্যকরণে সম্প্রদান কারক নেই কেন ? সংস্কৃত ব্যকরণের সম্প্রদান কারকগুলি বাংলায় তা কোন কারকের উদাহরণ হয়- একটি উদাহরণসহ লেখো ।
১০। উদাহরণ দাওঃ –
ক) নিরপেক্ষ কর্তা।
খ) অনুক্ত কর্ম ।
গ) কালাত্মক করণ।
ঘ) দূরত্ববাচক অপাদান কারক।
xxxxxxxxxxxxxxxxxxxx
আরও দেখে রাখবেঃ-