tags: চৈতন্য-জীবনী-কাব্য, চৈতন্যচরিতামৃত, চৈতন্যভাগবত,চৈতন্যমঙ্গল, মুরারী গুপ্তের কড়চা, কবি কর্ণপুর, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, জয়ানন্দ, চৈতন্যচরিতামৃত”, স্বরূপ দামোদরের কড়চা, chaitanyo jiboni kabyo , krishnodas kobiraj, জয়ানন্দের পিতা ও মাতার নাম কী, চৈতন্যদেবের মৃত্যুর কারণ,
বিষয়- চৈতন্য জীবনী কাব্য
১। শ্রীচৈতন্যদেবের পিতা-মাতার নাম, জন্ম ও মৃত্যু সাল লিখুন।
উত্তর- * শ্রীচৈতন্যদেবের
পিতার নাম-জগন্নাথ মিশ্র।
মাতার নাম-শচী দেবী।
জন্ম-‘চৈতন্যচরিতামৃত ‘ গ্ৰন্থের বর্ণনা অনুযায়ী ১৪৮৬খ্রিস্টাব্দের ১৮-ফেব্রুয়ারি।
মৃত্যু-১৫৩৩খ্রিস্টাব্দে।
২. শ্রীচৈতন্যদেবের তিনজন সহচরের নাম লিখুন। শ্রীচৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেন ?
উত্তর- * শ্রীচৈতন্যদেবের তিনজন সহচর: নিত্যানন্দ আচার্য, অদ্বৈত আচার্য,সনাতন গোস্বামী ছিলেন চৈতন্যের সহচর।
*শ্রীচৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেন: ঈশ্বর পুরীর কাছে শ্রীচৈতন্যদেব দীক্ষা গ্রহণ করেন।
৩.বৃন্দাবনের ষড়গোস্বামী হিসাবে পরিচিত কারা ?
উওর * বৃন্দাবনের ষড়গোস্বামী: রূপ গোস্বামী,জীব গোস্বামী, সনাতন গোস্বামী,গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস-এই ছয়জন ব্যক্তি বৃন্দাবনের ষড়গোস্বামী নামে পরিচিত।
৪. গ্রন্থগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘‘ভক্তিরসামৃতসিন্ধু”, “উজ্জ্বলনীলমণি”, ”চৈতন্যচন্দ্রোদয়” ও ”গৌরাঙ্গবিজয়” ।
উওর- *গ্ৰন্থের রচয়িতার নাম:
ক . ভক্তিরসামৃতসিন্ধু– রূপ গোস্বামী
খ. উজ্জ্বল নীলমণি– রূপ গোস্বামী।
গ. চৈতন্য চন্দ্রোদয় -কবি কর্ণপুর (আরেক নাম
পরমানন্দ সেন)।
ঘ .গৌরাঙ্গ বিজয়-চূড়ামণি দাস।
আরও পড়ুনঃ প্রশ্নোত্তরে শাক্তপদ
৫. জয়ানন্দের পিতা-মাতার নাম কী ? বাল্যকালে তাঁর নাম কী ছিল ? তাঁর ‘জয়ানন্দ’ নাম কে রাখেন ?
উওর * জয়ানন্দের পিতা-মাতার নামঃ
পিতা -সুবুদ্ধি মিশ্র ।
মাতা-রোদনী দেবী।
** জয়ানন্দের বাল্যনামঃ গুইয়া জয়ানন্দের বাল্য নাম।
*জয়ানন্দ নাম রাখেন: চৈতন্যদেব জয়ানন্দ নাম রাখেন।
(বিস্তারিত আলোচনা ।আরও পড়ুন।)
৬. বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ চৈতন্যজীবনী কাব্য কোনটি ? গ্রন্থটিকে শ্রেষ্ঠ বলার কারণগুলি লিখুন ।
উওর * বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য: কৃষ্ণদাস কবিরাজের “শ্রীচৈতন্য চরিতামৃত”।
**”শ্রীচৈতন্য চরিতামৃতের” শ্রেষ্ঠত্ব:
ক. সন্তজীবনী বা Hagiography হিসেবে সার্থক।
খ. চৈতন্য দেবের জীবনী নয়, তত্ত্বের উপর গুরুত্ব আরোপ।
গ. কাম ও প্রেমের সুস্পষ্ট ব্যাখ্যা। যথা-
“আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি প্রেম।
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম।। ” (মধ্য লীলা ৮-ম পরিচ্ছেদ)।
ঘ. চৈতন্যের অবতার তও্ব ,রাগানুগা ভক্তি, প্রেম মাহাত্ম্য , বৈষ্ণবীয় পঞ্চরস ইত্যাদির সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
৭. কে, কাকে, কেন ‘চৈতন্যলীলার ব্যাস’ বলেছেন ?
উওর *কে বলেছেন: কৃষ্ণদাস কবিরাজ বলেছেন।
**কাকে বলেছেন: প্রথম চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়।
*কেন বলেছেন: ব্যাসদেব যেভাবে কৃষ্ণের বাল্য লীলা ও আবির্ভাব বর্ণনা করেছেন ঠিক একই ভাবে তিনি প্রথম চৈতন্য দেবের বাল্য লীলা ও আবির্ভাবের বর্ণনা করেছেন।তাই কৃষ্ণদাস কবিরাজ “চৈতন্য চরিতামৃত” গ্ৰন্থের আদি লীলায় বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলেছেন।
৮. চৈতন্যদেবের মৃত্যুর কারণ সম্পর্কে জয়ানন্দের উক্তিটি উদ্ধৃত করে লিখুন।
উওর * চৈতন্য দেবের মৃত্যু সম্পর্কে জয়ানন্দের উক্তি:
জয়ানন্দের “চৈতন্য মঙ্গলে” চৈতন্য দেবের মৃত্যু সম্পর্কে যে উক্তিটি উদ্ধৃত করেছেন সেটি হল-
“আষাঢ় বঞ্চিত রথ বিজয় নাচিতে।
ইন্টাল বাজিল বাম পা-এ আচম্বিতে।।”
অর্থাৎ আষাঢ় মাসে রথের সময় নৃত্য কালীন বাম পায়ে ইটের আঘাতে ক্ষত হলে তার বিষক্রিয়ায় চৈতন্য দেবের মৃত্যু হয়। (বিস্তারিত আলোচনা ।আরও পড়ুন।)
৯. একছত্র পদ রচনা না করেও চৈতন্যদেব বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান করে নিয়েছেন — এর কারণগুলি কমবেশি চল্লিশটি শব্দের মধ্যে লিখুন ।
উওর * একছত্র পদ রচনা না করেও চৈতন্য দেবে বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান পেয়েছেন কেন:
ক.তিনি এমন একজন ব্যক্তি যিনি বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে্ন।
খ. তিনি সাহিত্য রচনা না করলেও তাকে নিয়ে সাহিত্য রচিত হয়েছে।
গ. সাহিত্য সমাজের দর্পণ সেই সমাজেকে তিনি পাল্টে দিয়েছি্লেন।
ঘ.চৈতন্য পরবর্তী কালে অন্য সাহিত্য আলোচনায় চৈতন্য দেব অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।
১০. কৃষ্ণদাস কবিরাজের ”শ্রীচৈতন্যচরিতামৃত” গ্রন্থটির কয়টি খণ্ড ও সেগুলির মধ্যে কয়টি করে পরিচ্ছেদ আছে লিখুন।
উওর * “শ্রীচৈতন্য চরিতামৃত” গ্ৰন্থের খন্ড সংখ্যা : কৃষ্ণদাস কবিরাজের “শ্রীচৈতন্য চরিতামৃত” গ্ৰন্থ তিনটি খন্ডে বিভক্ত। যথা–
ক. আদি লীলা খ. মধ্য লীলা গ. অন্ত লীলা।
** “শ্রীচৈতন্য চরিতামৃতের” পরিচ্ছেদ সংখ্যা- “শ্রীচৈতন্য চরিতামৃত” গ্ৰন্থে মোট ৬২ টি পরিচ্ছেদ সংখ্যা আছে । আদি লীলায় ১৭ টি, মধ্য লীলায় ২৫ টি,অন্ত লীলায় ২০ টি পরিচ্ছেদ আছে।
(বিস্তারিত আলোচনা ।আরও পড়ুন।)
xxxxxxxxxxxxxxx
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET