((tags: ধাঁধা, ধাঁধা কাকে বলে, ধাঁধা কী , বিভিন্ন প্রকার ধাঁধার উদাহরণ, ধাঁধা কথাটির উৎস কী, ধাঁধা কথাটির অর্থ, ধাঁধার বৈশিষ্ট্য,dhadha, dhandha kake bole, bangla dhadha ))
৪. ধাঁধা কাকে বলে ? শ্রেণিবিভাগ করে উদাহরণ দাও। অথবা ধাঁধা কী ? বাংলা লৌকিক সাহিত্যে যে বিভিন্ন প্রকার ধাঁধার উদাহরণ লক্ষ করা যায় তার পরিচয় দাও ।
উত্তর: ধাঁধা এক প্রকার রহস্যপূর্ণ রচনা। মানুষের কৌতূহলী ও বিচক্ষণ মননের দ্বারা সৃষ্ট যে ছন্দবদ্ধ কৌশলী রচনায় শ্রোতার কাছে উত্তর জানতে চাওয়া হয় তাকেই ধাঁধা বলে। অর্থাৎ এতে একটি জিজ্ঞাসা থাকে এবং তার উত্তরটিও পরোক্ষভাবে এরই মধ্যে বিদ্যমান থাকে। মূল বিষয়কে আড়াল করে শব্দের জাল বুনে তা রচনা করা হয়। তাই উত্তরদাতাকে উপমা-রূপক-প্রতীকের সাহাজ্যে রহস্যভেদ করে বুঝে শুনে উত্তর দিতে হয় ।
শ্রেণিবিভাগ: ধাঁধার শ্রেণি বিভাগ করার ক্ষেত্রে লৌকিক ধাঁধা গুলিকে তাদের বিষয়বস্তু অনুসারে শ্রেণিবদ্ধ করা হয়ে থাকে । যথা–
জীব-জন্তুর সঙ্গে তুলনা :
১. ছােট্ট প্রাণী হেঁটে যায় / আস্ত পা-টা গিলে খায়। (উত্তরঃ জুতাে)
২. মুখ নাই কথা বলে / পা নাই হেঁটে চলে। (উত্তরঃ ঘড়ি )
৩. সব কিছু পেরিয়ে যায় ।/ নদীর কাছে গিয়ে ভিরমি খায়। (উত্তরঃ —পথ )
পাখির সঙ্গে তুলনা :
বেলে হাঁসে আন্ডা পাড়ে / কে কতটি গুণতে পারে ? (উত্তরঃ তারা )
জন্তুর সঙ্গে তুলনা :
বাড়িতে আছে কাঠের গাই / বছর বছর দুধ খাই। ( উত্তরঃ খেজুর গাছ )
লোকের সঙ্গে তুলনা :
১. একটু খানি গাছে/ রাঙা বউটি নাচে। ( উত্তরঃ পাকা লঙ্কা)
২. এক মায়ের দুই ছেলে / কেউ কাউকে দেখতে নারে। ( উত্তরঃ দুই চোখ)
গাছের সঙ্গে তুলনা :এক হাত লম্বা গাছটা / ফল তাতে পাঁচটা। ( উত্তরঃ হাত ও আঙ্গুল )
কোনাে বস্তুর সঙ্গে তুলনা :
১. ঘর আছে দরজা নাই / মানুষ আছে কথা নাই। ( উত্তরঃ ডিম )
২. আল্লার কি কুদরৎ / লাঠির মধ্যে সরবৎ। ( উত্তরঃ আখ)
কার্যাবলির সঙ্গে তুলনা : সাগরেতে জন্ম তার লােকালয়ে বাস / মায়ে ছুঁলে পুত্র মরে একি সর্বনাশ। ( উত্তরঃ লবণ)
পরস্পর বৈপরীত্যের আরােপ : হাত নাই পাও নাই দেশে দেশে ঘুরে / তার অভাব হলে তােক অনাহারে মরে। (উত্তরঃ টাকা)
প্রশ্ন ২। ধাঁধা কথাটির উৎস কী ? ধাঁধা কথাটির অর্থ লিখ ।
উত্তরঃ ‘ধন্দ’ শব্দ থেকে ধাঁধা কথাটির উৎপত্তি ।
ধাঁধা কথাটির অর্থ সংশয়, দুরূহ সমস্যা ইত্যাদি। এর আরেক নাম ‘হেঁয়ালি’।
দেখে রাখতে পারোঃ ছড়া কাকে বলে ? ছড়া ও কবিতার পার্থক্য কোথায় ?
প্রশ্ন ৩। ধাঁধার বৈশিষ্ট্যগুলি লিখ। ?
উত্তরঃ ধাঁধার বৈশিষ্ট্য: ধাঁধায় যে মূল বৈশিষ্ট্যগুলি সাধারণভাবে দেখা যায় সেগুলি হল-
i) ধাঁধায় থাকে ভাষার চাতুরি, চিন্তার উৎকর্ষ এবং ছন্দ সম্পর্কে জ্ঞান।
ii) ধাঁধায় প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনেই সক্রিয় থাকে।
iii) ধাঁধা মানসিক ও শারীরিক সক্রিয়তার খেলা।
iv) ধাঁধায় বুদ্ধির চর্চা হলেও তার মধ্যে থাকে হাস্যরস সৃষ্টির চেষ্টা ।
v) ধাঁধার বিষয় হয়ে থাকে প্রতিদিনের চেনা সামগ্রী । যেমন- লাঠি, শিল-নােড়া, উনুন, ছাতা ইত্যাদি।
প্রস্তুতির জন্য পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET
৯। সাহিত্যের রূপরীতি/ নাট্য সাহিত্য SAQ