{tags: নাথ সাহিত্য, নাথ ধর্মের উদ্ভব, নাথ সাহিত্য কাকে বলে, নাথসাহিত্যের শ্রেণি, নাথ ধর্মের মূল কথা, নাথ সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি , শেখ ফয়জুল্লাহ , মীনচেতন }
নাথ ধর্মের উদ্ভবঃ বৌদ্ধধর্মের প্রভাব বাংলাদেশে একটা সময় স্তিমিত হয়ে আসে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে এই বৌদ্ধ ধর্মের সঙ্গে শৈব ধর্মের মিশ্রণে এক নতুন তন্ত্র সাধনা মূলক ধর্মের উদ্ভব ঘটে। এই সাধনা বা যোগ মূলক গুরুকেন্দ্রিক ধর্মই হল নাথ ধর্ম। এই নাথপন্থীদের যোগী বা যুগী বলে অভিহিত করা হত। এই নাথ ধর্মসম্প্রদায়ের যােগ-মাহাত্ম্যই নাথ সাহিত্যের প্রধান বিষয় ।
নাথ সাহিত্য কাকে বলেঃ যোগের দ্বারা মুক্তিলাভের কাহিনিমূলক রচনাই হল নাথ সাহিত্য। অর্থাৎ যােগের শক্তির দ্বারা কীভাবে দুঃখ বিপদ আপদ থেকে মুক্ত মুক্ত থাকা যায়, এবং মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়—নাথসাহিত্যে সে কথাই বর্ণিত হয়েছে।
নাথসাহিত্যের শ্রেণি বা ভাগঃ এই নাথসাহিত্যের দুটি ভাগ । যথা-
(১) নাথ ধর্মের আদি সিদ্ধাচার্য মীননাথের শিষ্য গােরক্ষনাথ কীভাবে গুরু মীননাথকে উদ্ধার করলেন সেই কাহিনি অর্থাৎ সংসারের মায়ায় আবদ্ধ মীননাথকে পুনরায় যােগী করে তােলার কাহিনি। অর্থাৎ যে কাহিনিতে আলাদা ছড়া-পাঁচালির আকারে মীননাথ-গোরক্ষনাথের কাহিনি রয়েছে, তার নাম ‘গােরক্ষবিজয় বা ‘মীন-চেতন ।
(২) রানি ময়নামতি আর তার পুত্র গোবিন্দচন্দ্রের কাহিনি । অর্থাৎ যে কাহিনিতে রানি ময়নামতি-গোবিন্দচন্দ্রের বৃত্তান্ত পাওয়া যায় তা ‘ময়নামতির গান’ বা ‘গােপীচন্দ্রের গান’ নামে পরিচিত।
নাথ ধর্মের মূল কথাঃ নাথ ধর্মের সাধনা আসলে গুহ্য ও জটিল প্রক্রিয়ার পথে অগ্রসর হয়। নাথ ধর্মের মূল কথা হল মানুষ মরণশীল কিন্তু সজীব এই মানবদেহের প্রতি তার মমতা বেশি। হঠযােগ সাধনার দ্বারা নাথপন্থীরা মরজগতে দেহের মধ্যেই অমরত্ব লাভ করে অলৌকিক শক্তির অধিকারী হতে চান। শিব আদিনাথ হলেও গুরু গােরক্ষনাথই এই সম্প্রদায়ের প্রধান আচার্য। গােরক্ষনাথের নামেই নাথ শিষ্যরা গােরক্ষপন্থী নামে পরিচিত। নাথপন্থী সাধকদের মধ্যে অন্যান্যরা হলেন মৎসেন্দ্রনাথ (বা মীননাথ), জালন্ধরী পা (বা হাঁড়িপা), চৌরঙ্গী নাথ ও কানু পা।
পুথি পরিচয়ঃ এ পর্যন্ত প্রাপ্ত গােরক্ষনাথের মহিমা জ্ঞাপন তিনখানি পুথি ছাপা হয়েছে। পুঁথিগুলি হলঃ –
১. ড. নলিনীকান্ত ভট্টশালী সম্পাদিত শ্যামদাস সেনের ‘মীনচেতন’।
২. মুন্সী আবদুল করিম সাহিত্য বিশারদ সম্পাদিত শেখ ফয়জুল্লার ‘গােরক্ষবিজয়‘।
৩. ড. পঞ্চানন মণ্ডল সম্পাদিত ভীমসেনের ‘গােৰ্খ বিজয়’।
:প্রশ্নোত্তরে নাথসাহিত্যঃ
১। নাথ ধর্মে কতজন গুরুর কথা জানা যায় ?
উত্তর: নাথ ধর্মে ন-জন গুরুর কথা জানা যায় ।
২। মীননাথের অপর নাম কী ?
উত্তর: মীননাথের অপর নাম মৎসেন্দ্রনাথ ।
৩। নাথ সাহিত্য কী ?
উত্তর: বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্য।
৪। নাথ সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে কে ?
উত্তর: শেখ ফয়জুল্লাহ, ভীমসেন রায় ও শ্যামাদাস সেন, এ কাহিনির উল্লেখযােগ্য কবি হলেন-দুর্লভ মল্লিক, ভবানী দাস, সুকুর মামুদ প্রমুখ।
৫। ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে , কোথা থেকে সংগ্রহ করেন ?
উত্তর: ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম সংগ্রহ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন । ১৮৭৮ সালে রংপুর থেকে।
৬। ‘গোরক্ষ বিজয়ের’ রচিয়তা কে ?
উত্তর: ‘গোরক্ষ বিজয়ের’ রচিয়তা শেখ ফয়জুল্লাহ।
৭। শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় কার মুখে শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন ?
উত্তর: ভারত পাঁচালি রচয়িতা কবিন্দ্রের মুখে শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন ।
৮। ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন ?
উত্তর: ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান ১৮৭৮ সালে রংপুর থেকে প্রথমে সংগ্রহ করেন জর্জ গিয়ার্সন।
৯। ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উল্লেখযোগ্য কয়েকজন রচয়িতা্র নাম লিখুন।
উত্তর: ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উল্লেখযোগ্য কয়েকজন রচয়িতা্র নাম হল দুলর্ভ মল্লিক, ভবানীদাস ও শুকুর আহমেদ।
১০। ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উল্লেখযোগ্য রচিয়তা কে কে ?
উত্তর: দুর্লভ মল্লিক, ভবানীদাস ও শুকুর আহমেদ।
১১। ‘গোরক্ষ বিজয়‘ এর উপজীব্য বিষয় কী ?
উত্তর: নাথ বিশ্বাস জাত তৎকালীন যুগের মহিমা এবং নারী ব্যভিচারপ্রধান সমাজচিত্রের বর্ণনা ও উত্তরণের ভাবনা।
১২। শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ও কী কী ?
উত্তর: শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থের সংখ্যা ৫ । যথা- (ক) ‘গোরক্ষ বিজয়’ (খ) ‘গাজী বিজয়’ (গ) ‘সত্যপীর’ (১৫৭৫) (ঘ) জয়নবের চৌতিশা (ঙ) ‘রাগনামা’
১৩। ‘মীনচেতন’ কে রচনা করেছেন ?
উত্তর: ‘মীনচেতন’ রচনা করেছেন শ্যামাদাস সেন।
১৪। মীনচেতন কে সম্পাদনা করেছেন ?
উত্তর: ‘মীনচেতন‘ সম্পাদনা করেছেন ডঃ নলীনিকান্ত ভট্টশালী।
প্রস্তুতির জন্য পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET