You are currently viewing আধুনিক বাংলা কাব্যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

আধুনিক বাংলা কাব্যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

আধুনিক বাংলা কাব্য জগতে কবিতাকে চিরাচরিত আবেগ থেকে মুক্তিদানের চেষ্টা করেছিলেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত । বাংলা সাহিত্যে তিনি দুঃখবাদী কবি ‘ হিসেবে পরিচিত। মানবপ্রেমই ছিলো তাঁর দুঃখবাদের সূতিকাগার । এই মহান মানবপ্রেমিক কবির জন্ম হয় ১৮৮৭ সালের ২৬ জুন নদীয়া জেলার শান্তিপুরে। ১৯৫৪ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর দেহাবসান ঘটে।

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান , কবিপ্রতিভা ও কাব্য বৈশিষ্ট্য :-

১)যতীন্দ্রনাথের কাছে দুঃখই জীবনের চরম সত্য , সুখ তাঁর কাছে ছলনা মাত্র ।

২) শাশ্বত প্রেম ও রোমান্টিকতা তাঁর কাছে অস্তিত্বহীন, সত্য শুধু অনন্ত যন্ত্রণা।

৩) চারিদিকের বৈষম্য ও অন্যায় ইশ্বরের প্রতি তাঁকে ক্ষুব্ধ করে তুলেছিল।

৪)প্রকৃতি ছলনাময়ী, জীবন দুঃখময়, সুখ অনিত্য ও ক্ষণিকের এই দৃষ্টিকোণ থেকে তিনি জগৎ-সংসারকে দেখেছেন।

৫)কোনোরূপ ভাববাদের বশবর্তী হয়ে নয়, বরং ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব পর্যবেক্ষণ থেকে তিনি দুঃখ ও নৈরাশ্যের চিত্র এঁকেছেন। সোপেন হাওয়ার-এর নৈরাশ্যবাদী চেনতার সঙ্গে এখানে তাঁর সাদৃশ্য।

৬)যতীন্দ্রনাথের ভাষা আবেগমুক্ত ও যুক্তিসিদ্ধ; তিনি সহজ ভাষায় বিষয়ের উপস্থাপন করেছেন।

৭) তাঁর জীবনদৃষ্টিতে মানবতাবাদ ও দরিদ্র শ্রমজীবী মানুষের প্রতি গভীর মমতা লক্ষণীয় ।

যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র কাব্যগ্রন্থ সমূহ:

মরীচিকা (১৯২৩),

মরুশিখা (১৯২৭),

মরুমায়া (১৯৩০),

সায়ম্ (১৯৪০),

ত্রিযামা (১৯৪৮),

নিশান্তিকা (১৯৫৭)

কবিতা-সংকলন গ্রন্থ:

অনুপূর্বা (১৯৪৬)

সমালোচনা গ্রন্থ:

কাব্যপরিমিতি (১৯৩১) 

অনুবাদ গ্রন্থ:

ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কুমারসম্ভব ইত্যাদি ।

আত্মজীবনী:

মাসিক বসুমতীতে (১৯৪৯)বিপ্রতীপ গুপ্ত’ ছদ্মনামে তিনি স্মৃতিকথা’ নামে  আত্মজীবনী প্রকাশ করেন।

 বিখ্যাত পঙক্তি :

  • ‘ফল দেখে যার নাহি কাঁদে প্রাণ ঝরা ফুলদল লাগি, তারা সভাকবি আমরা বন্ধু দুখবাদী বৈরাগী ।’ (দুঃখবাদী)
  • ‘প্রেম বলে কিছু নাই-. চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই। ‘(ঘুমের ঘোরে)
  • ‘চেরাপুঞ্জির থেকে, একখানি মেঘ ধার দিতে পার গোবি-সাহারার বুকে ?’  ( ঘুমের ঘোরে)

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply