প্রশ্নোত্তরে ঊনবিংশ শতকের গীতিকবিতার ধারা || ২০ নম্বরের পরীক্ষা | উত্তরপত্রসহ

( বিহারীলাল চক্রবর্তী ও মাইকেল মধুসূধন দত্ত বাদে )

এসো , তাহলে শুরু করি ঊনবিংশ শতকের গীতিকবিতা| বিষয়-এর SAQ প্র্যাকটিস ।

পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।

প্রশ্নপত্র

১। কবি ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলা যায় কি না যুক্তি সহ লিখুন।

২। কার , কোন কাব্যকে রবীন্দ্রনাথ “রূপকের রাজপ্রাসাদ” বলেছেন ? এ কথা বলার কারণ সংক্ষেপে লিখুন। ১+১=২

৩। ‘মহিলাকাব্য’ কার লেখা ? প্রকাশকালসহ এর মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে লিখুন । ১+১=২

৪। গ্রন্থগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘আলো ও ছায়া’ , ‘পত্রলেখা’ , ”অশ্রুকণা’, ‘কাব্যকুসুমাঞ্জলি’ । ১/২x৪ =২

৫। ইশ্বরগুপ্তের চারটি কবিতা ও মদনমোহন তর্কালঙ্কারের দুটি কাব্যের নাম লিখুন । ২

৬। দেবেন্দ্রনাথ সেনের চারটির কাব্যের নাম প্রকাশকাল সহ লিখুন। ১/২x৪ =২

৭। কাব্যগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘ভুল’ , ‘কস্তুরি’ , ‘ পারিজাত গুচ্ছ’ , ‘কবিতা ও গান ‘ ১+১=২

৮। ‘এষা’ কী জাতীয় রচনা ? প্রকাশকাল উল্লেখ করে কাব্যটির মূল ভাবটি লিখুন। ২

৯। বাংলাসাহিত্যে কাকে , কেন দেহাত্মবাদী (ভোগবাদী) কবি বলা হয় ? ২

১০। বিহারীলালের অনুসারী দুজন কবি ও তাদের একটি করে কাব্যের নাম লিখুন । ১+১=২

XXXXXXXXXXXXXXXXX

উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇

(উত্তরপত্র)

প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

Leave a Reply