ধাতু ও ক্রিয়াপদ | প্রশ্নোত্তরে ধাতু ও ক্রিয়ার প্রকারভেদ | WBSLST BENGALI PRACTICE SET
ধাতু ও ক্রিয়াপদ এর পরীক্ষা | প্রশ্নমান-২ | প্রশ্নপত্র। WBSLST BENGALI PRACTICE SET
সময়ঃ ৪০ মিনিট
পূর্ণমানঃ ২০
অনধিক ৩০টি শব্দে উত্তর দিন।
১.প্রযোজক ধাতু কীভাবে তৈরি হয় ? বাক্যে প্রয়োগ করে দুটি উদাহরণ দিন। ১+১
২.সাধিত ধাতু কাকে বলে ? এর নাম ‘সাধিত’ কেন ? ১+১
৩. উদাহরণ দিয়ে যুক্ত ধাতু ও যৌগিক ধাতুর পার্থক্য লিখুন। ২
৪. বাক্যে প্রয়োগ করে উদাহরণ দিনঃ নাম ধাতু ,ধ্বন্যাত্মক ক্রিয়া , পঙ্গু ধাতু বা অসম্পূর্ণ ধাতু, যৌগিক ক্রিয়া। ২ ৫. নীচের বাক্যের সমাপিকা ক্রিয়া গুলির গঠনগত শ্রেণি নির্ণয় করুনঃ ২
i) যাহারা তোমার বিষাইছে বায়ু।
ii) খোকা তুমি এক্ষুনি শুয়ে পড়ো।
iii) কাউকে ঘৃণা করো না ।
iv) যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
৬. দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে ? বাক্যে প্রয়োগ করে দুটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দিন।
৭. ক্রিয়া ভিভক্তি কাকে বলে ? কত প্রকার ও কী কী ?
৮. নীচের বাক্যগুলির ক্রিয়াপদের প্রকার নির্ণয় করুনঃ
i) দেখেছি তোমাকে ফুলেরই আসরে।
ii) মনটা উদাস হইয়া যাইত।
iii) সে মিথ্যা কথাই বলল।
iv) দেখেছিলাম আলোর নীচে।
৯. ক্রিয়ার ভাব কাকে বলে ? কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখুন। ১+১
১০. উদাহরণ দিনঃ নিত্য অতীত , নিত্যবৃত্ত অতীত , পুরাঘটিত বর্তমান, নিত্য বর্তমান।
XXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন
ধাতু ও তার প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা 👉🎁
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ