You are currently viewing উচ্চমাধ্যমিক(HS) বাংলা প্রশ্নপত্র ২০২০/ WBHS Bengali Question 2020

উচ্চমাধ্যমিক(HS) বাংলা প্রশ্নপত্র ২০২০/ WBHS Bengali Question 2020

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2020
‘ক’ভাষা। (নতুন পাঠক্রম) সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
পূর্ণমান : ৮০

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :

১. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।

২. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।

৩. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

১.অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫
১.১ সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে !’ – ‘ওরা’ বলতে কাদের বােঝানাে হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন ? ‘সে’ কে ? বুঝতে পেরে সে কী করেছিল ? ১+১+১+ ২=৫
১.২ এ অপরাধের প্রায়শ্চিত্ত কী ? – কে, কোন্ অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন ? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন ? ১ + ২ + ২=৫
২ অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :৫ x ১ = ৫
২.১ ‘এসেছে সে ভােরের আলােয় নেমে’ – সেই ভােরের বর্ণনা দাও।‘সে’ ভোরের আলােয় নেমে আসার পর কী কী ঘটল, লেখাে।। ৩ + ২ =৫
২.২ ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলাের কলঙ্ক’ – এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে ? তাঁরা অবসন্ন কেন ? ‘ধুলাের কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন ? ১ + ২ + ২=৫
৩ অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৩.১ এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। – “এমনি সময়’ বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে ? সাহেবের নাম কী ? তিনি কী লিখেছিলেন ?
২+১+ ২=৫

৩.২ ‘নানা রঙের দিন’ নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে, তা নিজের ভাষায় লেখাে।
নাটকটির নামকরণ কতখানি সার্থক — তা আলােচনা করাে। ২+৩=৫
৪ অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১
৪.১ ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাদেনি ?’ উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ? ফিলিপ কেঁদেছিলেন কেন ? আর কেউ কাদে নি ? – বলতেই বা কী বােঝাতে চেয়েছেন ? ২ + ১ + ২=৫
৪.২ ‘হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল।’ – তেষ্টা মেটানাের জন্য মর্দানাকে কী করতে হয়েছিল ? তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল ? ৩ + ২=৫
৫ অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৫.১ ‘এত ফসল, এত প্রাচুর্য – তবু কিন্তু মানুষগুলাের দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই।’ – মানুষগুলাের জীবনযাত্রার পরিচয় দাও। তাদের জীবনে শান্তি নেই কেন ? ৩ + ২=৫
৫.২ “মেঘের গায়ে জেলখানা” রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবনকাহিনি বর্ণনা করো। ৩ + ২=৫
৬ অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :৫ x ১= ৫
৬.১ উদাহরণসহ ‘ধ্বনিমূল’ ও ‘সহধ্বনি’র সম্পর্ক বুঝিয়ে দাও। ৫
৬.২ শব্দার্থের পরিবর্তন’ বলতে কী বােঝাে ? উদাহরণসহ ‘শব্দার্থের সংকোচ’ ও ‘শব্দার্থের প্রসার’ সম্বন্ধে আলােচনা করাে। ১ + ২ + ২=৫
অথবা
‘রূপমূল’ কাকে বলে ? উদাহরণসহ ‘স্বাধীন’ ও পরাধীন’ রূপমূল-এর পরিচয় দাও।১+ ২ + ২=৫
৭ অনধিক ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৭.১ বাংলা সংগীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখােপাধ্যায় অথবা মান্না দের স্থান নিরূপণ করাে। ৫
৭.২ বাঙালির কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫
৭.৩ বাঙালির বিজ্ঞান-সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলােচনা করাে। ৫
৭.৪ ‘পট’ বলতে কী বােঝানাে হয় ? এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করাে। ৫

৮ নিম্নলিখিত যে-কোনাে একটি বিষয় নির্বাচন করে, নির্দেশানুসারে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করাে : ১০ x১ = ১০
৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করাে :


৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপে গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করাে :
শুভ উৎসব।
আমাদের উৎসবে অন্তরেরই প্রথম প্রতিষ্ঠা। সমারােহ সহকারে আমােদপ্রমােদ করায় আমাদের উৎসব কিছুমাত্র চরিতার্থ হয় না। উৎসবের মধ্যে আন্তরিক প্রসন্নতা ও শুভেচ্ছাটুকু না থাকলেই নয়। উৎসব প্রাঙ্গন থেকে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরে যায়, উৎসব ব্যর্থ হয়। যে-কোনাে ধর্মেরই উৎসব হােক না কেন, যাত্রা হােক, কথকতা হােক, রামায়ণ গান হােক, চণ্ডীপাঠ হােক, যখন যা হয়, উন্মুক্ত গৃহপ্রাঙ্গনে এসে সর্বসাধারণ যদি তাতে অকাতরে যােগদান করেন, তবেই চিত্তের প্রশান্তি। উৎসবের পূর্ণতা।


৮.৩ প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা করাে :

বিতর্কের বিষয় : ‘ফেসবুক আশীর্বাদ পক্ষে | পৃথিবী নিকট হয়েছে। জ্ঞানচর্চায় অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে। ব্যক্তিগত প্রচারমাধ্যম
হওয়ায়, প্রত্যেকেই তার সৃষ্টিকে প্রকাশ করবার আনন্দ লাভ করছেন। সমাজে গতিশীলতা এসেছে। সংবাদ মাধ্যমের অপেক্ষা অনেক দ্রুত দেশ ও বিদেশের ব্যক্তিগত ও সমাজগত সংবাদ প্রেরণ করা সম্ভব হয়েছে। দেশ-বিদেশের সমমনা ও সহমর্মী মানুষেরা
নিকট হতে পেরেছেন। মানুষকে আর একা’-র অবজ্ঞায় থাকতে হচ্ছে না। বিপক্ষে : ভুয়াে তথ্য, ভুয়াে তত্ত্বে দেশ আচ্ছন্ন, পৃথিবী পরিব্যাপ্ত হচ্ছে। মানুষের একান্ত ব্যক্তি
জীবনকে ‘একা রাখার অভ্যাস চলে যাচ্ছে। ফেসবুকের ব্যক্তি বিজ্ঞাপন প্রকাশ্য হয়ে, অন্যের মনে অবসাদ জন্ম দিচ্ছে। প্রমাণহীন নিন্দা, শ্লেষে মানুষ মানুষের প্রতি হিংসার মনােভাব নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। পড়াশুনাের মনােযােগ নষ্ট হয়, সব বিষয়েই অল্প অল্প জানার রীতি তৈরি হয়ে যাচ্ছে। সমস্ত সময়ে এইদিকে মনােযােগ, স্বাস্থ্যেও বিরূপ। প্রতিক্রিয়া ঘটাতে পারে।
৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করাে :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম
: ২৬ সেপ্টেম্বর, ১৮২০ বীরসিংহ গ্রাম (তদানীন্তন হুগলী জেলা) মাতা-পিতা:
ভগবতী দেবী, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। শিক্ষাজীবন:
পাঠশালা, পরে কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়। বিদ্যাসাগর উপাধি
লাভ। সংস্কৃত ভাষাশ্রিত বিদ্যার পরে ইংরেজি ভাষাশিত বিদ্যায় শিক্ষাগ্রহণ। কর্মজীবন: সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ। ফোর্ট উইলিয়ামে বাংলা ভাষার পণ্ডিত, সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক, পরে অধ্যক্ষ।১৮৫৭-এর নভেম্বর থেকে অন্তত ৩৫টি স্কুল স্থাপন। সমাজসংস্কার
বালবিবাহ ও বহুবিবাহ রােধ আন্দোলন। স্ত্রীশিক্ষার প্রসার ও বিধবা বিবাহ
প্রচলন।
সাহিত্যকৃতি: বাংলা গদ্যের আধুনিক রূপদানের তিনি সেনাপতি। বর্ণপরিচয়, বােধােদয়, কথামালা, আখ্যানমঞ্জরী প্রভৃতি গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদ গ্রন্থ,
বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস ইত্যাদি।
মৃত্যু: ২৯ জুলাই, ১৮৯১।

——————-

West Bengal HS Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চমাধ্যমিক বাংলা

বিষয়ঃ বাংলা

১। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ২০২০

২। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ২০১৯

৩। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ২০১৮

৪। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ২০১৭

৫। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ২০১৬

Leave a Reply