You are currently viewing ভাষা/রূপতত্ত্ব / উচ্চমাধ্যমিক বাংলা ২০২২

ভাষা/রূপতত্ত্ব / উচ্চমাধ্যমিক বাংলা ২০২২

প্রশ্নঃ রূপমূল কাকে বলে ? উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও ? ১+২+২

উত্তরঃ রূপমূল বা রূপিম(Morpheme): এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত এমন অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যা পৌনঃপুনিক এবং যার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দের ধ্বনিগত ও অর্থগত সাদৃশ্য নেই, তাকে রূপিম বা রূপমূল বলে।

যেমন: ‘ছেলেগুলি’ শব্দের দুটি রূপমূল ‘ছেলে’ ও ‘গুলি’      রূপমূল বা রূপিম প্রধানত দুই প্রকার যথা:-

১।স্বধীন রূপমূল ও

২।পরাধীন রূপমূল। — এই দুই প্রকার রূপমূল নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।

১। স্বধীন রূপমূল বা মুক্ত রূপিম(Free Morpheme): ভাষার যে ক্ষুদ্রতম, অর্থপূর্ণ একক অর্থাৎ রূপমূল অন্য রূপমূলের সঙ্গে যুক্ত না হয়েও স্বাধীনভাবে ভাষায় ব্যবহৃত হতে পারে, তাকে স্বাধীন রূপমূল( Free Morpheme)  স্বচ্ছন্দ রূপিম বা মুক্ত রূপিম বলে।

উদাহরন:- আম আমাদের প্রিয় ফল।- এখানে ‘আম’ মুক্ত রূপিম।

২।পরাধীন রূপমূল বা বদ্ধ রূপিম(Bound Morpheme): যে রূপমূল সর্বদা অন্য রূপমূলের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারেনা, তাকে পরাধীন রূপমূল বা বদ্ধ রূপ (Bound Morpheme) বলে।

উদাহরন :- ‘আমের রস আমার প্রিয়’। এখানে ‘আম’ মুক্ত রূপিমের সঙ্গে যুক্ত ‘এর’ বিভক্তিটি পরাধীন রূপমূল।অতিরিক্ত উদাহরন : মানুষ(কে), ফুল(ওয়ালা), (অতি)মানব, দেশ(জ) – এই শব্দ গুলিতে বন্ধনীর বাইরের অংশটুকু স্বাধীন রূপমূলের এবং বন্ধনীর ভেতরের অংশটুকু পরাধীন রূপমূলের উদাহরণ।

Leave a Reply