প্রশ্ন: গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ? যেকোন এক প্রকারের উদাহরনসহ আলোচনা করো।
উত্তর: গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার-
ক. সরল বাক্য(Simple sentence)
খ.জটিল বাক্য( Complex sentence)
গ.যৌগিক বাক্য(Compound sentence)
ক. সরল বাক্য : যে বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় অর্থাৎ একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন: পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য- পুকুরে , সমাপিকা ক্রিয়া- ফোটে)
মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য- মা, সমাপিকা ক্রিয়া- ভালোবাসে) রমেন কাল সকালে বাজারে যাবে।(উদ্দেশ্য -রমেন, সমাপিকা ক্রিয়া-যাবে)
বৈশিষ্ট্যঃ যে বৈশিষ্ট্য দেখে সরল বাক্য চেনা যাবে তা হল , সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
খ. জটিল বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন: যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য)
যত পড়বে, তত শিখবে, তত ভুলবে। (প্রথম দুটি অংশ আশ্রিত খণ্ডবাক্য, শেষ অংশটি প্রধান খণ্ডবাক্য)
বৈশিষ্ট্যঃ যে বৈশিষ্ট্য দেখে জটিল বাক্য চেনা যাবে তা হল, এ ধরনের বাক্যে সাধারণত যে- সে, যত- তত, যারা- তারা, যাদের- তাদের, যখন- তখন – এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি- তবু, অথচ- তথাপি- এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়।তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।
যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য বা প্রধান খণ্ডবাক্য কোন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:
ক.তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
খ.সে চালাক ঠিকই কিন্ত আমিও বোকা নই।
গ.বলুক সে মিথ্যা, তবু মিষ্ট কথার সুরটি তাঁহার কানে বাজিত।
— ওপরের প্রতিটি বাক্যেই দুটি করে সরল বা স্বনির্ভর খণ্ডবাক্য অব্যয় দ্বারা যুক্ত রয়েছে।
বৈশিষ্ট্যঃ যে বৈশিষ্ট্য দেখে যৌগিক বাক্য চেনা যাবে তা হল , যৌগিক বাক্যে এবং , ও , আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা , বরং , তথাপি- এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে । তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
(নির্দিষ্ট একটি ভাগ নিয়েও প্রশ্ন আসতে পারে, তাই তিনটি ভাগ নিয়েই উত্তরটি তৈরী করা হয়েছে)
tags: গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য,