You are currently viewing মুণ্ডমাল শব্দ ও ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ/ রূপতত্ত্ব

মুণ্ডমাল শব্দ ও ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ/ রূপতত্ত্ব

প্রশ্ন: উদাহরণ দিয়ে মুণ্ডমাল শব্দ ও ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ বিষয় দুটি বুঝিয়ে দাও।

উত্তর:
মুণ্ডমাল শব্দ: মুন্ডমাল শব্দ বলতে বোঝায় একটি বাক্যের বাক্যাংশের শব্দগুলির প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দ।অর্থাৎ কোন বাক্যাংশের বা শব্দ গুচ্ছের শব্দসমূহের আদি  অক্ষর যোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলা হয়।

উদাহরণ :

ল.সা.গু(লঘিষ্ঠ সাধারণ গুণিতক)
গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক)
পি.পু.ফি.শু (পিঠ পুড়ছে, ফিরে শুই)
ক.বি(কলিকাতা বিশ্ববিদ্যালয়)।

ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ:
যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটেনা তাকেই বলা হয় ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ।
উদাহরণ :
ছোটকাকা>ছোটকা,

বড়দাদা >বড়দা,

টেলিফোন>ফোন,

মাইক্রোফোন >মাইক,

এরোপ্লেন >প্লেন ইত্যাদি।

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারোঃ👇

১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ

২। সমাসের MCQ practice SET

৩। সমাসের SAQ practice SET

৪। কারক অ-কারক SAQ Practice SET

৫। শব্দভাণ্ডার MCQ Practice SET

৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ

৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET

৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

Leave a Reply