Tags: চৈতন্য-জীবনী-কাব্য, চৈতন্যচরিতামৃত, চৈতন্যভাগবত,চৈতন্যমঙ্গল, মুরারী গুপ্তের কড়চা, কবি কর্ণপুর, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, জয়ানন্দ, চৈতন্যচরিতামৃত”, স্বরূপ দামোদরের কড়চা, chaitanyo jiboni kabyo , krishnodas kobiraj, জয়ানন্দের পিতা ও মাতার নাম কী, চৈতন্যদেবের মৃত্যুর কারণ,
এসো , তাহলে শুরু করি বাংলা চৈতন্য-জীবনী-কাব্য এর SAQ প্র্যাকটিস
পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর।
সময়ঃ ৩৫ মিনিট | অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
প্রশ্নপত্র
১। শ্রীচৈতন্যদেবের পিতা-মাতার নাম, জন্ম ও মৃত্যু সাল লিখুন।
২। শ্রীচৈতন্যদেবের তিনজন সহচরের নাম লিখুন। শ্রীচৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেন ?
৩। বৃন্দাবনের ষড়গোস্বামী হিসাবে পরিচিত কারা ?
৪। গ্রন্থগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘‘ভক্তিরসামৃতসিন্ধু”, “উজ্জ্বলনীলমণি”, ”চৈতন্যচন্দ্রোদয়” ও ”গৌরাঙ্গবিজয়” ।
৫। জয়ানন্দের পিতা-মাতার নাম কী ? বাল্যকালে তাঁর নাম কী ছিল ? তাঁর ‘জয়ানন্দ’ নাম কে রাখেন ?
৬। বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ চৈতন্যজীবনী কাব্য কোনটি ? গ্রন্থটিকে শ্রেষ্ঠ বলার কারণগুলি লিখুন ।
৭। কে, কাকে, কেন ‘চৈতন্যলীলার ব্যাস’ বলেছেন ?
৮। চৈতন্যদেবের মৃত্যুর কারণ সম্পর্কে জয়ানন্দের উক্তিটি উদ্ধৃত করে লিখুন।
৯। একছত্র পদ রচনা না করেও চৈতন্যদেব বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান করে নিয়েছেন — এর কারণগুলি কমবেশি চল্লিশটি শব্দের মধ্যে লিখুন ।
১০। কৃষ্ণদাস কবিরাজের ”শ্রীচৈতন্যচরিতামৃত” গ্রন্থটির কয়টি খণ্ড ও সেগুলির মধ্যে কয়টি করে পরিচ্ছেদ আছে লিখুন।
উত্তরপত্রের জন্য নীচে 👇 ক্লিক করো।
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET