You are currently viewing গুচ্ছধ্বনি/ ধ্বনিতত্ত্ব

গুচ্ছধ্বনি/ ধ্বনিতত্ত্ব

প্রশ্ন: উদাহরণ সহ গুচ্ছধ্বনির পরিচয় দাও।


উত্তর: ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশের একটি অন্যতম পদ্ধতি হলো গুচ্ছধ্বনি।


গুচ্ছধ্বনি: পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে।অর্থাৎ যে দুটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোন স্বরধ্বনি থাকেনা সেই ব্যাঞ্জন দুটির যুগ্মধ্বনিকে গুচ্ছধ্বনি বলে।
বৈশিষ্ট্যঃ
১. গুচ্ছধ্বনির মাঝে কোন স্বরধ্বনি থাকেনা।
২. গুচ্ছধ্বনির মাঝে দলসীমা থাকে, অর্থাৎ গুচ্ছধ্বনির অন্তর্গত ধ্বনি গুলো আলাদা দলের অন্তর্ভুক্ত হয়।
৩. গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকে সীমানায় নয়।
৪. গুচ্ছধ্বনির তৃতীয় ব্যঞ্জনটি ‘র’ হয়।

উদাহরণ :
বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি দ্বি-শতাধিক। যেমন- উত্তর(ত্ত), নিশ্বাস(শ্ব),বস্তা(স্ত), অক্ষয়(ক্ষ), শঙ্কা(ঙ্ক) ইত্যাদি।
তিনটি ব্যঞ্জনধ্বনি দিয়ে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা আটটি। যেমন: অস্ত্র(স্ত্র), যন্ত্র(ন্ত্র) ইত্যাদি।
চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি মাত্র একটি -সংস্কৃত (স্কৃত)

Leave a Reply