tags: শব্দভাণ্ডার||শব্দভাণ্ডার SAQ প্র্যাকটিস সেট, ব্যাকরণ SAQ প্র্যাকটিস সেট, MCQ of bengali grammer, এর মধ্যে রয়েছে শব্দের উৎসগত শ্রেণি , তৎসম শব্দ ,তদ্ভব শব্দ , আগন্তুক শব্দ, দেশি শব্দ, বিদেশি আগন্তুক শব্দ, শব্দভাণ্ডার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দের উৎসগত শ্রেণি বিষয়ে নবম শ্রেণির বাংলা ব্যাকরণ , class x bangla byakoron, সিলেবাসের কিংবা SLST, SSC , WBRLST, WBTET প্রভৃতি প্রতিযোগিতার জন্য বাংলা ব্যাকরণ বা bengali grammer mcq, bengali grammer practice এর জন্য শব্দের উৎসগত শ্রেণি, শব্দ কত প্রকার ও তাদের সম্পর্কে ধারণার মূল্যায়ন করতে এই ব্যাকরণ ক্যুইজ, ব্যাকরণ SAQ প্র্যাকটিস সেট, এর আয়োজন । Bengali grammer mcq question answer, bengali grammer mcq pdf যুক্ত করা হবে এর সঙ্গে । SSC bengali, পরীক্ষার্থী ভীষণভাবে উপকৃত হবেন আশা করি। ব্যাকরণ প্র্যাকটিস সেট ।
এসো , তাহলে শুরু করি শব্দভাণ্ডার-এর 20 নম্বরের পরীক্ষা ।
পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর।
সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
প্রশ্নপত্র
১। উৎস গত দিক থেকে শব্দগুলি কোন শ্রেণিরঃ কুপন্ , কলম, কপি, ,কুড়ি ।
২। ‘তদ্ভব’ কথাটির অর্থ কী ? তদ্ভব শব্দ কাকে বলে ? দুটি উদাহরণ দিন।
৩। অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে ? উদাহরণ দিন । এদের ‘অসিদ্ধ’ বলার কারণ কী ?
৪। প্রাদেশিক শব্দের সঙ্গে দেশি আগন্তুক শব্দের দুটি পার্থক্য লিখুন । দুটি করে উদাহরণ দিন ।
৫। মিশ্র শব্দ কাকে বলে ? দুটি উদাহরণ দিয়ে কীভাবে মিশ্র শব্দ গঠিত হয় বুঝিয়ে দিন ।
৬। উদাহরণ দিন : ফরাসি শব্দ , ফারসি শব্দ , তিব্বতি শব্দ , রুশ শব্দ।
৭। অর্ধ তৎসম শব্দ কাকে বলে ? এদের ‘ভগ্ন তৎসম’ বলার কারণ কী ?
৮। উৎস গত দিক থেকে শব্দগুলি কোন শ্রেণির লিখুন : হাত, নাক, আলতা, খিচুরি ।
৯। শব্দভাণ্ডার কাকে বলে ? বাংলা শব্দ ভান্ডারে কোন শ্রেণির শব্দ তুলনায় বেশি রয়েছে ?
১০। কোনটি কোন শ্রেণির শব্দ লিখুন : মিত্তির, কেত্তন, দুগ্গা, পা ।
XXXXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করুন 👇
( উত্তরপত্র)
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET