You are currently viewing সাহিত্যচর্চা(দ্বাদশ শ্রেণি) Quiz  SET-02 (MCQ 30 Marks)

সাহিত্যচর্চা(দ্বাদশ শ্রেণি) Quiz SET-02 (MCQ 30 Marks)

বিষয় : -সাহিত্যচর্চা (দ্বাদশ শ্রেণি) – ২-য় পর্ব

Test yourself TIME: 30 Minutes Marks : 30

দ্বাদশ শ্রেণির বাংলা পাঠ্য ‘সাহিত্যচর্চা’ গ্রন্থের পাঁচটি কবিতা নিয়ে আজকের MCQ Test ,

১। রূপনারানের কূলে ২। শিকার ৩। মহুয়ার দেশ ৪। আমি দেখি ৫। ক্রন্দনরতা জননীর পাশে

206

বিষয়ঃ দ্বাদশ শ্রেণির বাংলা ('সাহিত্যচর্চা') গ্রন্থের পাঠ্য পাঁচটি কবিতা)

 নির্ধারিত সময়ঃ   ৩০ মিনিট  

তোমার নির্ধারিত ৩০ মিনিট সময় শেষ হয়ে গেছে ।

ধন্যবাদ । 


Created on

দ্বাদশ শ্রেণি/কবিতা

1 / 30

"রূপনারানের কূলে"- কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে -

2 / 30

" শিকার" কবিতায় কারা সারারাত মাঠে আগুন জ্বেলেছে  ?

 

3 / 30

'মহুয়ার দেশ' কবিতায় বর্ণিত  " --------  উজ্জ্বল আলোর স্তম্ভ ”  --- শুন্যস্থানে কোন কথা  বসবে ?

4 / 30

" রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে "  কে ?

5 / 30

" ক্রন্দনরতা জননীর পাশে " কবিতায় নিখোঁজ  মেয়েটিকে পাওয়া গিয়েছিল ---

 

 

6 / 30

" রূপনারানের কূলে" - কবিতায় কবি জেগে উঠে কী জানলেন  ?

7 / 30

 "শিকার"  কবিতায় আকাশের কোমল নীল রং-কে কার দেহের সঙ্গে তুলনা করা হয়েছে ?

 

8 / 30

 " মহুয়ার দেশ" কবিতায়  কোথায় আগুন  লাগার কথা বলা হয়েছে ?

 

9 / 30

" ঘুমহীন তাদের চোখে হানা দেয়" -- কী হানা দেয়  ?

10 / 30

'ক্রন্দনরতা জননীর পাশে ' না থাকলে কবির কী অর্থহীন মনে হচ্ছে  ?

 

 

 

11 / 30

কবি সত্যের মূল্য কীভাবে লাভ করতে পারবেন ব'লে  "রূপ নারানের কূলে " -  কবিতায় বর্ণিত হয়েছে ?

12 / 30

" শিকার" কবিতায়  দেশোয়ালিরা মাঠে যে  আগুন জ্বেলেছে তা কেমন  ?

 

 

 

 

13 / 30

" পথের দুধারে ছায়া ফেলে ----"  -----কারা ছায়া ফেলে ?

 

14 / 30

 " সবুজের অনটন ঘটে " -- কীভাবে ?

15 / 30

" ক্রন্দনরতা জননীর পাশে " কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে  ?

 

 

 

 

16 / 30

"রূপ নারানের কূলে" - কবিতায় কাকে 'কঠিন' বলা হয়েছে -

 

17 / 30

 "আগুন জ্বললো আবার" কেন দ্বিতীয় বার আগুন জ্বলেছিল ?

18 / 30

" ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে " -- কীসের মতো ?

19 / 30

" মাঝে মাঝে  শুনি " ---বক্তা কী  শোনেন ?

20 / 30

"সে -ই কবিতায় জাগে " - এখানে কার জেগে ওঠার কথা বলা হয়েছে  ?

21 / 30

 " সে কখনো করে না বঞ্চনা" - কে বঞ্চনা করে না কখনো ?

22 / 30

" শিকার" কবিতায় রাতের অন্ধকারকে কার মত বলা হয়েছে ?

 

23 / 30

 " মহুয়ার দেশ" কবিতায়  সূর্যকে কোন বিশেষণ  দেওয়া হয়েছে  ?

 

 

24 / 30

"শিকার" কবিতায় টিয়ার পালকের মতো সবুজ কোন গাছদের বলা হয়েছে ?

25 / 30

 " আমি দেখি " কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?

 

26 / 30

 " নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় বসে "  কী রকম গল্প করা হয়েছিল ?

27 / 30

" আমি দেখি " কবিতায় "ওই সবুজের ভীষণ দরকার " --- কেন দরকার বলেছেন কবি  ?

28 / 30

"রূপ-নারানের"  শব্দটিতে কী ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে  ?

29 / 30

" আমার ____ উপরে ঝরুক মহুয়া ফুল " । -- শূন্যস্থান পূরণ করোঃ-

 

30 / 30

 " একটা অদ্ভুত শব্দ " হবার পর কী দেখা গিয়েছিল  ?

Your score is

The average score is 79%

0%

Leave a Reply