নব চর্যাপদ কী ?
ডঃ শশিভূষণ দাশগুপ্ত ১৯৬৩ সালে নেপাল থেকে ২০ টি প্রাচীন পুঁথি থেকে গবেষণা করে ২৫০ টি চর্যা আবিষ্কার করেন । সেগুলির মধ্য থেকে তিনি ৯৮ টি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘ নবচর্যাপদ ‘ নামে প্রকাশের ব্যবস্থা করেন। পরে ১৯৮৯ সালে ডঃ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ডঃ শশিভূষণ দাশগুপ্তর মৃত্যুর পর ‘নব চর্যাপদ’ এই গ্রন্থটি প্রকাশিত হয়।
ডঃ শশিভূষণ দাশগুপ্তের মত অনুযায়ী এই গ্রন্থের প্রথম ১৯ টি পদ – ১০ ম – ১২ শ শতকের রচনা।
তার পরবর্তী ৪৪ টি পদ – ১৩ শ – ১৪ শ শতকের রচনা। এবং শেষের ৩৫ টি পদ -১৫ শ শতকের রচনা বলে অনুমান করা হয়।
আরও দেখে রাখতে পারোঃ 👇
১। বাংলা ভাষা সৃষ্টির পূর্বে বাঙালির সাহিত্যচর্চা
২। প্রশ্নোত্তরে বাংলা গদ্যের বিকাশ ( প্রাগ্বঙ্কিম পর্ব)
৩। সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৬। কারক অ-কারক SAQ Practice SET
৭। শব্দভাণ্ডার MCQ Practice SET
৮। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৯। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
১০। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET