tags: ‘ক্রন্দনরতা জননীর পাশে’, আমি তা পারি না, ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননীকে ‘ক্রন্দনরতা’ কেন বলেছেন, আমার বিবেক,আমার বারুদ
বিস্ফোরনের আগে,
প্রশ্নঃ “আমি তা পারি না! যা পারি কেবল…।”–কবি কী পারেন না ? আর কবি কী পারেন ? ২+৩
অথবা
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননীকে ‘ক্রন্দনরতা’ কেন বলেছেন,তা নিজের ভাষায় লিখ। ৫
অথবা
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি কীভাবে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন তা নিজের ভাষায় লিখ। ৫
উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত তাঁর ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় স্বাধীনতা পরবর্তী এক অস্থির সময়ের ছবি একেঁছেন।শিল্পের জন্য কৃষিজমি কেড়ে নেওয়া,উর্বর জমিকে এক ফসলি জমি হিসাবে চিহ্নিত করা-এই সব রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষকে রক্তাক্ত ও লাঞ্ছিত হতে কবি স্বচক্ষে দেখেছেন।এইসব ঘটনা কবিকে ব্যথিত করে তোলে।কবি দেখেছেন নিঁখোজ একটি মেয়ের ছিন্নভিন্ন দেহ,নিহত ভাই এর শবদেহ ।তাই কবি জানিয়েছেন–
“আমি কি তাকাব আকাশের দিকে
বিধির বিচার চেয়ে ?”
কবি দেশ জননীর এই সংকটময় মূহূর্তে পাশে দাঁড়িয়েছেন। কেননা তা না হলে কবির লেখালেখি,ছবি আঁকা,গান গাওয়া সমস্ত মিথ্যে হয়ে যাবে। শুধু তাই নয়,নিহত ভাইয়ের শব দেহ দেখে কবির ক্রোধ জাগ্ৰত না হলে ভালোবাসা,সমাজ,মূল্যবোধ সমস্তই অপ্রাসঙ্গিক হয়ে যাবে।দেশ জননীর সংকটময় মূহুর্তে কবি চুপ করে বসে থাকতে পারেন না। তাই কবি জানিয়েছেন– ” আমি তা পারি না…।”
কবি চোখের সামনে নিহত ভাইয়ের মৃতদেহ দেখেছেন আর ছিন্নভিন্ন একটি মেয়েকে জঙ্গলে পাওয়ার পর কবি আকাশের দিকে না তাকিয়ে,বিধাতার কাছে বিচার না চেয়ে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তাই কবি বলেছেন–
“আমি তা পারি না! যা পারি কেবল
সে-ই কবিতায় জাগে।”
অর্থাৎ,কবি যা পারেন তা হল কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানো।তাই কবি তাঁর কবিতায় বিবেক কে জাগিয়ে রাখেন। আর কবির বিবেক জেগে থাকে বিস্ফোরনের আগে বারুদের মতো। কবির ভাষায়–
“আমার বিবেক,আমার বারুদ
বিস্ফোরনের আগে।”
সমগ্ৰ কবিতাতেই কবি দেশ জননীর সংকটময় ছবি অঙ্কন করেছেন।দেশের সংকটময় মূহূর্তে জননী কাঁদছেন বলে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন। কবি মৃদুল দাশগুপ্ত তাঁর কবিতায় প্রতিবাদের মধ্যে দিয়ে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন।
——————————————————
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার বড় প্রশ্ন
আমার বাংলা থেকে আটটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বাংলা সাজেশন এর জন্য এখানে ক্লিক করো
Pingback: নানা রঙের দিন নাটকের বড় প্রশ্ন উত্তর || নাটক-নানা রঙের দিন : অজিতেশ বন্দ্যোপাধ্যায় || PDF সম্পূর্ণ বি