বাংলা অনুবাদ সাহিত্য, সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী (SCQ) প্রশ্ন ,২০ নম্বরের পররীক্ষা / উত্তরপত্র সহ, সাহিত্যের ইতিহাস মধ্যযুগ, কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু,
এসো , তাহলে শুরু করি বাংলা অনুবাদ সাহিত্য এর SAQ প্র্যাকটিস ।
পূর্ণমানঃ ২০ প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর। সময়ঃ ৩৫ মিনিট অনধিক ৩৫ টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
প্রশ্নপত্র
১। ‘গুনরাজ খান “ কে ? কে, কেন তাঁকে এই উপাধি দান করেন ? ১/২+১/২+১=২
২। মধ্যযুগে ভাগবতের অনুবাদ ধারাটি স্তিমিত হয়ে পড়ে কেন ? ২
৩। কৃত্তিবাসের রামায়ন অনুবাদ গ্রন্থটির নাম কী ? রামায়ন অনুবাদে কৃত্তিবাসের শ্রেষ্ঠত্বের কারণ কী ?
১/২+১ ১/২ = ২
৪। বাংলা মহাভারতের চারজন অনুবাদকের নাম ও তাদের কাব্যের নাম লিখুন। ২
৫। ‘অদ্ভুত রামায়ন’-এর রচয়িতা কে ? গ্রন্থটির এই “অদ্ভুত” নামের কারণ কী ? ১/২+ ১ ১/২ =২
৬। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবি কে ? তাঁর পিতার নাম কী ? তিনি কোন ধারার সঙ্গে যুক্ত ? ১+১ =২
৭। কাশীরাম দাস মহাভারতের কোন কোন অংশ অনুবাদ করেন ? এই সম্পর্কে নন্দরামের উক্তিটি উদ্ধৃত করে লিখুন । ১+১ =২
৮। বাংলা সাহিত্যে প্রথম সরাসরি রচনাকাল-জ্ঞাপক ভণিতাটি কী (উদ্ধৃত করে লিখুন) ? এর থেকে রচনাকাল কোন সময়(কত সাল) পাওয়া যায় ? ১+১=২
৯। কাশিদাসি মহাভারতে মূল মহাভারতের কিছু কিছু কাহিনি বর্জন করা হয়েছে , এরকম দুটি উদাহরণ দিন । কৃত্তিবাসি রামায়ণে মূল রামায়নের বাইরেও কিছু কাহিনি সংযোজন করা হয়েছে। এরকম দুটি উদাহরণ দিন । ১+১=২
১০। শ্রীকর নন্দী কোন কাব্যধারার কবি ? তাঁর সম্পর্কে অনধিক ত্রিশটি শব্দে লিখুন । ১/২+১ ১/২ =২
XXXXXXXXXXXXXXXXXXXXXX
উত্তরপত্রের জন্য এখানে ক্লিক করো 👇
প্রস্তুতির জন্য আরও পরীক্ষাগুলি দিতে পারোঃ👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET